জাহীদ রেজা নূর
ঢাকা থেকে অল্প কিছুদিনের জন্য কুলাউড়ায়। রাজধানীর জীবনধারা থেকে প্রান্তের এই ছোট্ট লোকালয়ের জীবনধারা যে এতটা বদলে যেতে পারে, সেটা জানা ছিল না। করোনা যখন ছড়াচ্ছিল তার ভয়াল থাবা, তখন কিছু সময়ের জন্য ঢাকা ছিল যানজটমুক্ত। কিন্তু সেটা যে আসল ঢাকা নয়, তা তো বোঝা যাচ্ছে আবার জ্যামে আটকে থাকার সময় শুরু হয়ে যাওয়ায়। এক সিগন্যালে বিশ মিনিট-আধা ঘণ্টা আটকে থাকা এখন কোনো আশ্চর্য সংবাদ নয়। ঠিক এ রকম এক বাস্তবতা থেকে হঠাৎ করে নির্জন এক জীবনে আসার অভিজ্ঞতা একেবারেই আলাদা। হঠাৎ করেই বোঝা যায়, কোলাহলমুখর রাজধানীতে পৃথিবীর তাবৎ বিষয়বস্তু নিয়ে মাথা বোঝাই করার বিপরীতে এই বাংলাদেশেই এমন হাজারো লোকালয় আছে, যেখানে জীবন বয়ে চলে মৃদু-মন্দ গতিতে।
চা-খানার আড্ডা এখনো সে রকমই জমজমাট, কিন্তু তাতে মনেই হয় না, সময়ের খুব বেশি একটা মূল্য আছে জীবনে।
ওই যে, গাড়ি বা বাসের পেছনে লেখা দেখা যায়, ‘সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি’, একটু আলাদাভাবে সে কথারই পুনরাবৃত্তি যেন চা-খানার আড্ডা। কোলাহলবিমুখ যে আবাসটিতে এখন আমরা আছি, তাতে ভোরে ঘুম ভাঙে মোরগের ডাকে। মোরগের এই সুতীব্র চিৎকার বহুদিন শোনা যায় না ঢাকায়। এখানে মোরগ-মুরগির চলনে-বলনে একধরনের জেদি সৌন্দর্য ফুটে ওঠে; বিশেষ করে শ্রীমঙ্গল থেকে কুলাউড়া পর্যন্ত আসার পথের দুই পাশে যে দৃশ্য দেখা যায়, তা আবহমান কালের ইতিহাসকে নিয়েই এগিয়ে চলে। ধার করা কোনো জীবনযাপন পদ্ধতির কাছে জীবনকে বন্ধক না দিলেও চলে। তবে কি নেই ভিলেজ-পলিটিকস? সে-ও আছে নিশ্চয়ই। কিন্তু এখানে জীবনের একটা প্রবহমানতা আছে, যার মধ্যে অনাবিল শান্তির খোঁজ পাওয়া যায়।
রবীন্দ্রনাথ যখন তাঁর চিঠিপত্রগুলো লিখছিলেন পতিসর, শিলাইদহ কিংবা শাহজাদপুর থেকে, পরে যা ‘ছিন্নপত্র’ নামে বই আকারে বের হয়েছে, সেখানে গ্রামীণ জীবনের বয়ে চলার যে বর্ণনা আছে, বাংলাদেশের অনেক জায়গায় এখনো তার রেশ রয়ে গেছে। আর হ্যাঁ, দেশের বহু এলাকায়ই অসাধু ধর্মব্যবসায়ীদের মাধ্যমে যে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে পড়েছে, এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে ঘৃণা করতে শুরু করেছে—এ রকম নির্জন প্রাকৃতিক এলাকায় তা দেখা যায় কম। কুলাউড়া থেকে জুড়ী পার হয়ে বড়লেখায় একটি গ্রামে গিয়েছিলাম প্রকৃতিবিদ দ্বিজেন শর্মার বাড়িতে। সেখানে হিন্দু-মুসলমান ভেদাভেদ একেবারেই চোখে পড়ল না।
দ্বিজেন শর্মাকে নিয়ে কবিতা লিখেছেন শিমুলিয়া গ্রামের মখলিছুর রহমান সিদ্দেকী। প্রয়াত প্রভাত শর্মা-দ্বিজেন শর্মার বাড়িতে এসেই সে কবিতা শুনিয়ে গেলেন তিনি। শীর্ণ নিকুড়ি নদীর ধারের গ্রামটিতে এখনো মানবতার হৃৎস্পন্দন শোনা যায়। চা-বাগানের দীর্ঘশ্বাস অবশ্য আরেকটি ব্যাপার। মানুষ কতটা কষ্টের মধ্যেও বেঁচে থাকার চেষ্টা করে যাচ্ছে, কত কম খাবার দিয়ে শরীরকে টিকিয়ে রাখছে, অসুখ-বিসুখ করলে এখনো সুচিকিৎসার সুযোগ কম, এগুলো রয়েছে। এটা অবশ্য দারিদ্র্যের আরেকটি মানচিত্র। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালী’ যার চিরায়ত পোস্টার। এখানে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে গিয়ে দেখে এলাম ছিন্নমূল মানুষের মুখে তারা দিনে এক বেলার আহার তুলে দিচ্ছে। বাংলাদেশের বহু জায়গায় নিশ্চয়ই এ রকম আয়োজন আছে।
করোনাকালে অনেকেই এগিয়ে এসেছেন দুস্থ মানুষের সাহায্যার্থে।
এটা অন্য এক বাংলাদেশ। যে বাংলাদেশে হাজার কোটি টাকা স্রেফ চুরি হয়ে যায়, ঘুষ-বাণিজ্য যেখানে মানুষের মনে কোনো প্রতিরোধ বা আলোড়ন তুলতে ব্যর্থ হয়, সেখানে দুস্থ মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে সাধারণ মানুষই—এটা আশাবাদী হওয়ার একটা সুযোগ করে দেয়। এ কারণেই হতাশ হতে হতেও একটা সময় আশাবাদী হতে ইচ্ছে জাগে।
লেখক: উপসম্পাদক, আজকের পত্রিকা
ঢাকা থেকে অল্প কিছুদিনের জন্য কুলাউড়ায়। রাজধানীর জীবনধারা থেকে প্রান্তের এই ছোট্ট লোকালয়ের জীবনধারা যে এতটা বদলে যেতে পারে, সেটা জানা ছিল না। করোনা যখন ছড়াচ্ছিল তার ভয়াল থাবা, তখন কিছু সময়ের জন্য ঢাকা ছিল যানজটমুক্ত। কিন্তু সেটা যে আসল ঢাকা নয়, তা তো বোঝা যাচ্ছে আবার জ্যামে আটকে থাকার সময় শুরু হয়ে যাওয়ায়। এক সিগন্যালে বিশ মিনিট-আধা ঘণ্টা আটকে থাকা এখন কোনো আশ্চর্য সংবাদ নয়। ঠিক এ রকম এক বাস্তবতা থেকে হঠাৎ করে নির্জন এক জীবনে আসার অভিজ্ঞতা একেবারেই আলাদা। হঠাৎ করেই বোঝা যায়, কোলাহলমুখর রাজধানীতে পৃথিবীর তাবৎ বিষয়বস্তু নিয়ে মাথা বোঝাই করার বিপরীতে এই বাংলাদেশেই এমন হাজারো লোকালয় আছে, যেখানে জীবন বয়ে চলে মৃদু-মন্দ গতিতে।
চা-খানার আড্ডা এখনো সে রকমই জমজমাট, কিন্তু তাতে মনেই হয় না, সময়ের খুব বেশি একটা মূল্য আছে জীবনে।
ওই যে, গাড়ি বা বাসের পেছনে লেখা দেখা যায়, ‘সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি’, একটু আলাদাভাবে সে কথারই পুনরাবৃত্তি যেন চা-খানার আড্ডা। কোলাহলবিমুখ যে আবাসটিতে এখন আমরা আছি, তাতে ভোরে ঘুম ভাঙে মোরগের ডাকে। মোরগের এই সুতীব্র চিৎকার বহুদিন শোনা যায় না ঢাকায়। এখানে মোরগ-মুরগির চলনে-বলনে একধরনের জেদি সৌন্দর্য ফুটে ওঠে; বিশেষ করে শ্রীমঙ্গল থেকে কুলাউড়া পর্যন্ত আসার পথের দুই পাশে যে দৃশ্য দেখা যায়, তা আবহমান কালের ইতিহাসকে নিয়েই এগিয়ে চলে। ধার করা কোনো জীবনযাপন পদ্ধতির কাছে জীবনকে বন্ধক না দিলেও চলে। তবে কি নেই ভিলেজ-পলিটিকস? সে-ও আছে নিশ্চয়ই। কিন্তু এখানে জীবনের একটা প্রবহমানতা আছে, যার মধ্যে অনাবিল শান্তির খোঁজ পাওয়া যায়।
রবীন্দ্রনাথ যখন তাঁর চিঠিপত্রগুলো লিখছিলেন পতিসর, শিলাইদহ কিংবা শাহজাদপুর থেকে, পরে যা ‘ছিন্নপত্র’ নামে বই আকারে বের হয়েছে, সেখানে গ্রামীণ জীবনের বয়ে চলার যে বর্ণনা আছে, বাংলাদেশের অনেক জায়গায় এখনো তার রেশ রয়ে গেছে। আর হ্যাঁ, দেশের বহু এলাকায়ই অসাধু ধর্মব্যবসায়ীদের মাধ্যমে যে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে পড়েছে, এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে ঘৃণা করতে শুরু করেছে—এ রকম নির্জন প্রাকৃতিক এলাকায় তা দেখা যায় কম। কুলাউড়া থেকে জুড়ী পার হয়ে বড়লেখায় একটি গ্রামে গিয়েছিলাম প্রকৃতিবিদ দ্বিজেন শর্মার বাড়িতে। সেখানে হিন্দু-মুসলমান ভেদাভেদ একেবারেই চোখে পড়ল না।
দ্বিজেন শর্মাকে নিয়ে কবিতা লিখেছেন শিমুলিয়া গ্রামের মখলিছুর রহমান সিদ্দেকী। প্রয়াত প্রভাত শর্মা-দ্বিজেন শর্মার বাড়িতে এসেই সে কবিতা শুনিয়ে গেলেন তিনি। শীর্ণ নিকুড়ি নদীর ধারের গ্রামটিতে এখনো মানবতার হৃৎস্পন্দন শোনা যায়। চা-বাগানের দীর্ঘশ্বাস অবশ্য আরেকটি ব্যাপার। মানুষ কতটা কষ্টের মধ্যেও বেঁচে থাকার চেষ্টা করে যাচ্ছে, কত কম খাবার দিয়ে শরীরকে টিকিয়ে রাখছে, অসুখ-বিসুখ করলে এখনো সুচিকিৎসার সুযোগ কম, এগুলো রয়েছে। এটা অবশ্য দারিদ্র্যের আরেকটি মানচিত্র। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালী’ যার চিরায়ত পোস্টার। এখানে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে গিয়ে দেখে এলাম ছিন্নমূল মানুষের মুখে তারা দিনে এক বেলার আহার তুলে দিচ্ছে। বাংলাদেশের বহু জায়গায় নিশ্চয়ই এ রকম আয়োজন আছে।
করোনাকালে অনেকেই এগিয়ে এসেছেন দুস্থ মানুষের সাহায্যার্থে।
এটা অন্য এক বাংলাদেশ। যে বাংলাদেশে হাজার কোটি টাকা স্রেফ চুরি হয়ে যায়, ঘুষ-বাণিজ্য যেখানে মানুষের মনে কোনো প্রতিরোধ বা আলোড়ন তুলতে ব্যর্থ হয়, সেখানে দুস্থ মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে সাধারণ মানুষই—এটা আশাবাদী হওয়ার একটা সুযোগ করে দেয়। এ কারণেই হতাশ হতে হতেও একটা সময় আশাবাদী হতে ইচ্ছে জাগে।
লেখক: উপসম্পাদক, আজকের পত্রিকা
মনজিল মোরসেদ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী। তিনি হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) প্রেসিডেন্ট। জনস্বার্থে এ পর্যন্ত তিনি ২২৫টির বেশি মামলা করে মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণে অনন্য ভূমিকা রেখেছেন।
২০ ঘণ্টা আগেসরকার ১৫ মে ২০২৫ তারিখে এক প্রজ্ঞাপন দ্বারা ইউক্যালিপটাস ও আকাশমণিগাছকে আগ্রাসী গাছ হিসেবে ঘোষণা করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সেই প্রজ্ঞাপনে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে সরকারি, বেসরকারি সংস্থা ও ব্যক্তিপর্যায়ে বৃক্
২০ ঘণ্টা আগেখারাপ খবরের ভিড়ে হাঁপিয়ে ওঠা সমাজে যখন ইতিবাচক বা ভালো কোনো সংবাদ খুঁজে পাওয়া দুষ্কর, তখন রংপুরের কাউনিয়ার একটি বিদ্যালয়ে একজন শিক্ষকের বিদায় অনুষ্ঠানের খবর পড়ে মন ভালো না হয়ে পারে না।
২০ ঘণ্টা আগে১৬ জুলাই গোপালগঞ্জে যে সহিংস ঘটনা ঘটেছে, তা কি খুব অপ্রত্যাশিত ছিল? স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘গোপালগঞ্জের ঘটনার বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল। কিন্তু ঘটনা এত বড় হবে, সে তথ্য ছিল না।’ অর্থাৎ ছোটখাটো ঘটনা ঘটবে, সেটা সরকারের জানা ছিল।
২ দিন আগে