Ajker Patrika

ফেনীর ৭৪ শতাংশ মোবাইল টাওয়ার অচল, স্বজনদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফেনীর ৭৪ শতাংশ মোবাইল টাওয়ার অচল, স্বজনদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন 

বন্যাদুর্গত জেলা ফেনীতে ৭৪ শতাংশ মোবাইল টাওয়ার কাজ করছে না। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই জেলার বেশিরভাগ এলাকায়। আজ বৃহস্পতিবার রাতে বিটিআরসি (বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন) এ তথ্য জানায়। 

বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত হালনাগাদ করা তথ্য অনুযায়ী, বন্যাদুর্গত ১২ জেলার ১৪ শতাংশ মোবাইল টাওয়ার কাজ করছে না। এ সব জেলার ১২ হাজার ২৫০ টির মধ্যে ১ হাজার ৭৭৯ টি টাওয়ার অচল হয়ে পড়েছে।

সবচেয়ে বেশি মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী ও খাগড়াছড়ি জেলায়। ফেনীর ৭৪ শতাংশ আর খাগড়াছড়ির ৩৫ শতাংশ টাওয়ার কাজ করছে না।

মোবাইল সেবা ব্যাহত হওয়ায় বন্যাদুর্গত এলাকায় আটকে পড়া স্বজনদের সঙ্গে অনেকেই যোগাযোগ করতে পারছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এ নিয়ে দুশ্চিন্তার কথা জানাচ্ছেন। পরিবারের সদস্যদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার আকুতিও জানাচ্ছেন অনেকে। 

টেলিভিশন চ্যানেল ডিবিসির বিশেষ প্রতিনিধি আদিত্য আরাফাত আজ রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘৩০ ঘণ্টার বেশি সময় আমি বাবা-মায়ের কণ্ঠস্বর শুনছি না। ফেসবুকে অনেকগুলো সাহায্যের নম্বর দেখেছি। অনেক নম্বরে যোগাযোগ করতে গিয়ে নম্বর বন্ধ দেখেছি। অনেক বড় বড় জায়গা থেকেও আমাকে ফোন দেওয়া হয়েছে। সান্ত্বনা দেওয়া হয়েছে। সবাই চেষ্টার কথা বলছেন। কিন্তু আমিতো আমার মা বাবার কোনো খবরই জানতে পারলাম না। আমার আত্মীয়স্বজন, ফেনীর সাংবাদিক, বন্ধু-বান্ধব সবার নম্বর বন্ধ পাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত