নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কাউকে হাতে-পায়ে ধরে, দাওয়াত করে নির্বাচনে আনার দায়িত্ব সরকারের নয়, সরকারি দলেরও নয়। বলেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আজ শনিবার জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৪৭ বিধিতে উত্থাপন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
বিএনপিকে উদ্দেশ্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘কাউকে ভোটে আনার দায়িত্ব সরকারি দলের নয়। এটা নির্বাচন কমিশনের।’
তথ্যমন্ত্রী জানান, সবাইকে দাওয়াত করে নির্বাচনে আনা—এটি সরকারি দলের দায়িত্ব নয়। একটি পক্ষ নির্বাচন কমিশন, সরকারি দলও একটি পক্ষ, সব বিরোধী দলও আরেকটি পক্ষ। সেখানে নির্বাচনে আনা-না আনা, নির্বাচনে কেউ আসবে কি আসবে না, সে দায়িত্ব পালন করতে পারে নির্বাচন কমিশন।
তথ্যমন্ত্রী বলেন, যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়, তখন সরকারের হাতে ক্ষমতা থাকে না। তখন নির্বাচন কমিশন নির্বাচন আয়োজন করবে এবং সব দল অংশ নেবে।
সংসদকে প্রতিহত করার জন্য, সংসদকে অবজ্ঞা করার জন্য আজকে সংসদীয় গণতন্ত্র যাতে নিরবচ্ছিন্নভাবে চলতে না পারে, সে জন্য নানা ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি করেছেন তথ্যমন্ত্রী। তিনি বলেছেন, বিএনপি রাজপথে বিরোধী দল, আজকে নানা ষড়যন্ত্র করছে।
হাছান মাহমুদ জানান, ২০১৪ সালের ভোট বানচালের জন্য ৫০০ ভোটকেন্দ্র জ্বালিয়ে দিয়েছিল। দুজন নির্বাচনী কর্মকর্তাসহ কয়েক ডজন মানুষকে হত্যা করেছিল। কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সংসদের যাত্রা অব্যাহত থেকেছে। গণতন্ত্রের পথ চলা অব্যাহত রয়েছে।
হাছান মাহমুদ জানান, আজকেও সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। কদিন আগে বিএনপির সংসদ সদস্যরা সংসদে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পদত্যাগ করলেন, এটি সংসদের পথ চলাকে বাধাগ্রস্ত করার জন্য।
আগামী সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য আজকে নানা ষড়যন্ত্র হচ্ছে দাবি করে হাছান মাহমুদ বলেন, ‘সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার হুমকি দেওয়া হচ্ছে। গণতন্ত্রের পথ চলা নিরবচ্ছিন্ন রাখার জন্য, সংসদীয় যাত্রা নিরবচ্ছিন্ন রাখার জন্য কেউ নির্বাচনে আসুক কিংবা না আসুক, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হতে হবে।’
কাউকে হাতে-পায়ে ধরে, দাওয়াত করে নির্বাচনে আনার দায়িত্ব সরকারের নয়, সরকারি দলেরও নয়। বলেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আজ শনিবার জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৪৭ বিধিতে উত্থাপন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
বিএনপিকে উদ্দেশ্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘কাউকে ভোটে আনার দায়িত্ব সরকারি দলের নয়। এটা নির্বাচন কমিশনের।’
তথ্যমন্ত্রী জানান, সবাইকে দাওয়াত করে নির্বাচনে আনা—এটি সরকারি দলের দায়িত্ব নয়। একটি পক্ষ নির্বাচন কমিশন, সরকারি দলও একটি পক্ষ, সব বিরোধী দলও আরেকটি পক্ষ। সেখানে নির্বাচনে আনা-না আনা, নির্বাচনে কেউ আসবে কি আসবে না, সে দায়িত্ব পালন করতে পারে নির্বাচন কমিশন।
তথ্যমন্ত্রী বলেন, যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়, তখন সরকারের হাতে ক্ষমতা থাকে না। তখন নির্বাচন কমিশন নির্বাচন আয়োজন করবে এবং সব দল অংশ নেবে।
সংসদকে প্রতিহত করার জন্য, সংসদকে অবজ্ঞা করার জন্য আজকে সংসদীয় গণতন্ত্র যাতে নিরবচ্ছিন্নভাবে চলতে না পারে, সে জন্য নানা ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি করেছেন তথ্যমন্ত্রী। তিনি বলেছেন, বিএনপি রাজপথে বিরোধী দল, আজকে নানা ষড়যন্ত্র করছে।
হাছান মাহমুদ জানান, ২০১৪ সালের ভোট বানচালের জন্য ৫০০ ভোটকেন্দ্র জ্বালিয়ে দিয়েছিল। দুজন নির্বাচনী কর্মকর্তাসহ কয়েক ডজন মানুষকে হত্যা করেছিল। কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সংসদের যাত্রা অব্যাহত থেকেছে। গণতন্ত্রের পথ চলা অব্যাহত রয়েছে।
হাছান মাহমুদ জানান, আজকেও সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। কদিন আগে বিএনপির সংসদ সদস্যরা সংসদে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পদত্যাগ করলেন, এটি সংসদের পথ চলাকে বাধাগ্রস্ত করার জন্য।
আগামী সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য আজকে নানা ষড়যন্ত্র হচ্ছে দাবি করে হাছান মাহমুদ বলেন, ‘সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার হুমকি দেওয়া হচ্ছে। গণতন্ত্রের পথ চলা নিরবচ্ছিন্ন রাখার জন্য, সংসদীয় যাত্রা নিরবচ্ছিন্ন রাখার জন্য কেউ নির্বাচনে আসুক কিংবা না আসুক, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হতে হবে।’
মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আজ রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। অনুষ্ঠানটির আয়োজন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
২৬ মিনিট আগেজাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে পুলিশ, সশস্ত্র বাহিনীর সদস্যসহ আরও বেশি ফোর্স নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। আজ রোববার সচিবালয়ে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব পিস অপারেশনের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়া
৩০ মিনিট আগেনতুন রাজনৈতিক দল আবেদনের সময় দুই মাস বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বেশ কয়েকটি দল সময় বাড়ানোর দাবিতে ইসি সচিবের কাছে এক চিঠি দেওয়ার পর এমন সিদ্ধান্ত নিল ইসি।
১ ঘণ্টা আগেনারীর মরদেহের ময়নাতদন্ত নারী দিয়ে করাতে নীতিমালা তৈরি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার (২০ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ এই রুল জারি করেন। স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের...
২ ঘণ্টা আগে