নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কসংক্রান্ত সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(খ) ধারার বৈধতা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ–সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের বেঞ্চ এই রুল জারি করেন।
এর আগে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(খ) ধারা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রাশিদুল হাসান ও মানবাধিকার সংগঠন ‘এইড ফর ম্যান ফাউন্ডেশন’–এর পক্ষ থেকে রিট দায়ের করা হয়। গত ৭ এপ্রিল রিটটি দায়ের করা হয়।
গত ২৫ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীর গেজেট প্রকাশ করা হয়। সংশোধিত আইনের ৯(খ) ধারায় বলা হয়েছে, ‘যদি কোনো ব্যক্তি দৈহিক বলপ্রয়োগ ব্যতীত বিবাহের প্রলোভন দেখিয়ে ষোল বৎসরের অধিক বয়সের কোনো নারীর সঙ্গে যৌনকর্ম করেন এবং যদি উক্ত ঘটনার সময় উক্ত ব্যক্তির সহিত উক্ত নারীর আস্থাভাজন সম্পর্ক থাকে, তাহলে উক্ত ব্যক্তি অনধিক সাত বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং এর অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হবেন।’
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত হাসান। তিনি বলেন, সংশোধিত আইনের ৯(খ) ধারা অনুযায়ী বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের সাজার বিধান কেন অসাংবিধানিক নয়, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। এটি একটি বৈষম্যমূলক ধারা। কেননা প্রতিশ্রুতি নারী বা পুরুষ যে কেউই না রাখতে পারেন। কিন্তু শুধু পুরুষের শাস্তির বিধান করা হয়েছে। শুধু একজনকে দায়ী করা অসাংবিধানিক। এটি থাকলে পাঁচ বছর পর এসে বলবে—সম্পর্ক ছিল, বিয়ে করেনি, অতএব তার (পুরুষ) বিরুদ্ধে মামলা দাও।
বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কসংক্রান্ত সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(খ) ধারার বৈধতা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ–সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের বেঞ্চ এই রুল জারি করেন।
এর আগে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(খ) ধারা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রাশিদুল হাসান ও মানবাধিকার সংগঠন ‘এইড ফর ম্যান ফাউন্ডেশন’–এর পক্ষ থেকে রিট দায়ের করা হয়। গত ৭ এপ্রিল রিটটি দায়ের করা হয়।
গত ২৫ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীর গেজেট প্রকাশ করা হয়। সংশোধিত আইনের ৯(খ) ধারায় বলা হয়েছে, ‘যদি কোনো ব্যক্তি দৈহিক বলপ্রয়োগ ব্যতীত বিবাহের প্রলোভন দেখিয়ে ষোল বৎসরের অধিক বয়সের কোনো নারীর সঙ্গে যৌনকর্ম করেন এবং যদি উক্ত ঘটনার সময় উক্ত ব্যক্তির সহিত উক্ত নারীর আস্থাভাজন সম্পর্ক থাকে, তাহলে উক্ত ব্যক্তি অনধিক সাত বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং এর অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হবেন।’
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত হাসান। তিনি বলেন, সংশোধিত আইনের ৯(খ) ধারা অনুযায়ী বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের সাজার বিধান কেন অসাংবিধানিক নয়, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। এটি একটি বৈষম্যমূলক ধারা। কেননা প্রতিশ্রুতি নারী বা পুরুষ যে কেউই না রাখতে পারেন। কিন্তু শুধু পুরুষের শাস্তির বিধান করা হয়েছে। শুধু একজনকে দায়ী করা অসাংবিধানিক। এটি থাকলে পাঁচ বছর পর এসে বলবে—সম্পর্ক ছিল, বিয়ে করেনি, অতএব তার (পুরুষ) বিরুদ্ধে মামলা দাও।
এদিন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, জয়নুল আবেদীন ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনসহ বিএনপিপন্থী আইনজীবীরা মামলাটি দ্রুত শুনানির জন্য আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
২০ মিনিট আগেমামলার এজাহার থেকে জানা গেছে, সংসদ সদস্য থাকার সুবাদে শামীম ওসমান ক্ষমতার অপব্যবহার করে ৬ কোটি ৬৭ লাখ ৫৩ হাজার ৬৮৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। এ ছাড়া তাঁর নামে থাকা ৯টি ব্যাংক হিসাবে ৪৩৯ কোটি ৮২ লাখ ৩৯ হাজার ৪৮০ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে, যা হস্তান্তর, রূপান্তর
৪৪ মিনিট আগেএ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানান, প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেওয়া হবে। দ্বিতীয় ধাপে এনসিপিসহ অন্য দলগুলোকে চিঠি দেওয়া হবে। ১৫ দিনের মধ্যে দলগুলোকে যেসব ত্রুটি-বিচ্যুতি আছে, তা পূরণ করতে হবে।
২ ঘণ্টা আগেবদিউল আলম বলেন, ‘হাইকোর্টের রায়ে বলা হয়েছে, পঞ্চদশ সংশোধনী অবৈধ ছিল। ফলে এই সংশোধনের আলোকে যে সরকার গঠিত হয়েছে, সেটিও অবৈধ। যে রায় হয়েছে, তাতে আমরা সন্তুষ্ট। এ রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে আসার পথ সুগম হলো। যদিও পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল করেনি। এটি পুরোপুরি বাতিলের আমরা দাবি জানিয়েছ
২ ঘণ্টা আগে