Ajker Patrika

তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে আপিল করা হবে: বদিউল আলম মজুমদার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১৭: ০২
জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। ফাইল ছবি
জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। ফাইল ছবি

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুরোপুরি ফিরিয়ে আনতে আপিল করা হবে বলে জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।

তিনি বলেছেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংসদে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে এ বিষয়ে হাইকোর্টের রায়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলেও ত্রয়োদশ সংশোধনীর বিষয়টি আপিল বিভাগের মাধ্যমে বাতিল করার ফলে এখনো পুরোপুরি ফিরতে পারেনি। তাই এ বিষয়ে আপিল করা হবে।

আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনার জন্য মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশের কথা তুলে ধরে এ কথা জানান বদিউল আলম মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী শরীফ ভূঁইয়া ও রিয়াদুল করিম।

বদিউল আলম বলেন, ‘হাইকোর্টের রায়ে বলা হয়েছে, পঞ্চদশ সংশোধনী অবৈধ ছিল। ফলে এই সংশোধনের আলোকে যে সরকার গঠিত হয়েছে, সেটিও অবৈধ। যে রায় হয়েছে, তাতে আমরা সন্তুষ্ট। এ রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে আসার পথ সুগম হলো। যদিও পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল করেনি। এটি পুরোপুরি বাতিলের আমরা দাবি জানিয়েছি। তবে ত্রয়োদশ সংশোধনীর বিষয়ে আমরা আপিল করব।’

মামলার রায়ের বিষয়ে আইনজীবী শরীফ ভূঁইয়া বলেন, ‘গত বছরের ১৭ ডিসেম্বর পঞ্চদশ সংশোধনী মামলার রায় ঘোষণা করা হয়েছিল। পূর্ণাঙ্গ রায় ঘোষণা হয়েছিল ৮ জুলাই। আজ তার কপি আমরা হাতে পেলাম। মামলার রায়ে পঞ্চদশ সংশোধনীর অনেক খারাপ দিককে অসংবিধানিক ঘোষণা করা হয়েছে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে যে বাতিল করা হয়েছে, সেটিকে অবৈধ ঘোষণা করা হয়েছে। ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আগের জায়গায় কিছুটা ফিরে গেছে। আপিল বিভাগের মাধ্যমে সংশোধনী বাতিল করার ফলে এখনো পুরোপুরি ফিরতে পারেনি।’

সংবিধান সংশোধনের জন্য যে নিয়ম মানা দরকার, পঞ্চদশ সংশোধনীতে সে নিয়ম মানা হয়নি জানিয়ে শরীফ ভূঁইয়া বলেন, ‘বেশির ভাগ মানুষের অগোচরে ২০১১ সালে বাংলাদেশের সংবিধানের একটা পাইকারি পুনঃলিখন হয়ে গিয়েছিল। এই পঞ্চদশ সংশোধনী শুধু তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছিল না, এতে পুরোপুরি রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করা হয়েছিল।’

রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্রকে নষ্ট করে একটি কর্তৃত্ববাদী রাষ্ট্র গঠন করা হয়েছিল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। সাবেক বিচারপতি খায়রুল হকের এই রায় পুরোপুরি বাতিল করার কথা বলেন এই আইনজীবী।

২০১১ সালের ১০ মে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তনে করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে তা বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

তবে পরে ১০ম ও ১১তম জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যেতে পারে বলে মত দেন আদালত। এ ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনে সংসদে ঐকমত্যের ভিত্তিতে যেকোনো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বলেও জানিয়েছিলেন আদালত। তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত হলেন এনবিআরের ১৪ কর্মকর্তা

বাংলাদেশের সোনালি মুরগিতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া: গবেষণা

প্রেক্ষাপটবিহীন প্রতিবেদন কি সাংবাদিকতা হতে পারে?

বিমানবন্দর থেকেই ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

বিধি লঙ্ঘন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেন এনসিপি নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত