নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে তামাকের ব্যবহারের কারণে প্রতিবছর ১ লাখ ৬১ হাজার মানুষ মারা যাচ্ছেন। আর প্রতিমাসে ১৩ হাজার ৪১৬ ও প্রতিদিন মারা যাচ্ছেন ৪৪৭ জন। এ হিসাবে প্রতি ঘণ্টায় ১৮ জনের বেশি মানুষের তামাক ব্যবহারের কারণে মৃত্যু হচ্ছে। গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয়-এর এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে উন্নয়ন সমন্বয়ের উদ্যোগে ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছে সংস্থাটি।
বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনকে শক্তিশালী করতে ৬টি প্রস্তাব দিয়েছে উন্নয়ন সমন্বয়। এগুলোর মধ্যে ধূমপানের নির্ধারিত এলাকা বাতিল, বিক্রয়স্থলে তামাক পণ্যের প্রদর্শনী বন্ধ, তামাক কোম্পানির করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি বা সিএসআর বন্ধ, তামাকের প্যাকেটের গায়ে সচিত্র সতর্কবার্তার আকার বৃদ্ধি, সিঙ্গেল স্টিক সিগারেট বা বিড়ি বিক্রি বন্ধ এবং ই সিগারেট বিক্রি বন্ধ করা।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান বলেন, ‘বর্তমানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় বর্তমান ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনের একটি খসড়া প্রস্তুত করেছে। আইনটিতে এসব প্রস্তাবের সবগুলোই অন্তর্ভুক্ত আছে। ১৫৫ জন সাংসদ এই সংশোধনীতে সমর্থন দিয়েছেন। আগামী নির্বাচনের আগেই আমরা সংশোধনীটি সংসদে পাস হোক, তার দাবি জানাচ্ছি।’
তিনি আরও বলেন, যার যার প্রতিষ্ঠানে ধূমপান বন্ধ করার উদ্যোগ নিতে হবে। যাঁরা এখনো তামাকে অভ্যস্ত হননি, তাঁরাও যাতে এতে অভ্যস্ত না হন, সে জন্য কাজ করতে হবে।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, ‘ভোরের কাগজে ৩২ বছর কাজ করেছি। যখন টোব্যাকোর বিজ্ঞাপন চালু ছিল, তখনো আমরা টোব্যাকোর বিজ্ঞাপন ছাপিনি। শক্তিশালী প্রতিপক্ষ এই টোব্যাকো কোম্পানিগুলো প্রায় ২৮ হাজার কোটি টাকা ট্যাক্স দিচ্ছে। সুতরাং তারা কত শক্তিশালী, সেটা বোঝা যাচ্ছে। তাই তামাকবিরোধী আন্দোলন আরও শক্তিশালী করতে হবে।’
এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা বলেন, ‘তামাক কোম্পানি সিএসআরের নামে বড় বড় কোম্পানির প্রধানদের বিভিন্ন ট্রিপে নিয়ে যায়। ফলে ওই সব প্রতিষ্ঠানে তামাকবিরোধী কোনো কার্যক্রম পরিচালনা করা যায় না। এই সিএসআর অবশ্যই বন্ধ করতে হবে। আর নিউজরুমে যাঁরা সহকর্মী আছেন, তাঁদের আহ্বান জানাচ্ছি, তাঁরা ধূমপান ছেড়ে দেবেন এবং তামাকবিরোধী ক্যাম্পেইনে যোগ দেবেন।’
এ সময় আইন করে ধূমপায়ীদের চাকরিতে নিষিদ্ধ করার প্রস্তাব দেন নাট্যকর্মী রুমা মোদক।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, ‘২০৪০ সালের মধ্যে ধূমপানমুক্ত করার যে লক্ষ্য, সেটা অর্জন করতে হলে এখন থেকেই কার্যকর উদ্যোগ নিতে হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তামাকবিরোধী অ্যাকটিভিস্ট রেহানা পারভিন, খেলোয়াড় শেখ মোহাম্মদ আসলামসহ অন্যরা।
দেশে তামাকের ব্যবহারের কারণে প্রতিবছর ১ লাখ ৬১ হাজার মানুষ মারা যাচ্ছেন। আর প্রতিমাসে ১৩ হাজার ৪১৬ ও প্রতিদিন মারা যাচ্ছেন ৪৪৭ জন। এ হিসাবে প্রতি ঘণ্টায় ১৮ জনের বেশি মানুষের তামাক ব্যবহারের কারণে মৃত্যু হচ্ছে। গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয়-এর এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে উন্নয়ন সমন্বয়ের উদ্যোগে ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছে সংস্থাটি।
বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনকে শক্তিশালী করতে ৬টি প্রস্তাব দিয়েছে উন্নয়ন সমন্বয়। এগুলোর মধ্যে ধূমপানের নির্ধারিত এলাকা বাতিল, বিক্রয়স্থলে তামাক পণ্যের প্রদর্শনী বন্ধ, তামাক কোম্পানির করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি বা সিএসআর বন্ধ, তামাকের প্যাকেটের গায়ে সচিত্র সতর্কবার্তার আকার বৃদ্ধি, সিঙ্গেল স্টিক সিগারেট বা বিড়ি বিক্রি বন্ধ এবং ই সিগারেট বিক্রি বন্ধ করা।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান বলেন, ‘বর্তমানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় বর্তমান ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনের একটি খসড়া প্রস্তুত করেছে। আইনটিতে এসব প্রস্তাবের সবগুলোই অন্তর্ভুক্ত আছে। ১৫৫ জন সাংসদ এই সংশোধনীতে সমর্থন দিয়েছেন। আগামী নির্বাচনের আগেই আমরা সংশোধনীটি সংসদে পাস হোক, তার দাবি জানাচ্ছি।’
তিনি আরও বলেন, যার যার প্রতিষ্ঠানে ধূমপান বন্ধ করার উদ্যোগ নিতে হবে। যাঁরা এখনো তামাকে অভ্যস্ত হননি, তাঁরাও যাতে এতে অভ্যস্ত না হন, সে জন্য কাজ করতে হবে।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, ‘ভোরের কাগজে ৩২ বছর কাজ করেছি। যখন টোব্যাকোর বিজ্ঞাপন চালু ছিল, তখনো আমরা টোব্যাকোর বিজ্ঞাপন ছাপিনি। শক্তিশালী প্রতিপক্ষ এই টোব্যাকো কোম্পানিগুলো প্রায় ২৮ হাজার কোটি টাকা ট্যাক্স দিচ্ছে। সুতরাং তারা কত শক্তিশালী, সেটা বোঝা যাচ্ছে। তাই তামাকবিরোধী আন্দোলন আরও শক্তিশালী করতে হবে।’
এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা বলেন, ‘তামাক কোম্পানি সিএসআরের নামে বড় বড় কোম্পানির প্রধানদের বিভিন্ন ট্রিপে নিয়ে যায়। ফলে ওই সব প্রতিষ্ঠানে তামাকবিরোধী কোনো কার্যক্রম পরিচালনা করা যায় না। এই সিএসআর অবশ্যই বন্ধ করতে হবে। আর নিউজরুমে যাঁরা সহকর্মী আছেন, তাঁদের আহ্বান জানাচ্ছি, তাঁরা ধূমপান ছেড়ে দেবেন এবং তামাকবিরোধী ক্যাম্পেইনে যোগ দেবেন।’
এ সময় আইন করে ধূমপায়ীদের চাকরিতে নিষিদ্ধ করার প্রস্তাব দেন নাট্যকর্মী রুমা মোদক।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, ‘২০৪০ সালের মধ্যে ধূমপানমুক্ত করার যে লক্ষ্য, সেটা অর্জন করতে হলে এখন থেকেই কার্যকর উদ্যোগ নিতে হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তামাকবিরোধী অ্যাকটিভিস্ট রেহানা পারভিন, খেলোয়াড় শেখ মোহাম্মদ আসলামসহ অন্যরা।
প্রধান উপদেষ্টার সম্প্রতি চীন সফরের ফলাফল পর্যালোচনা এবং বাংলাদেশ-চীন সহযোগিতা দ্রুততর করতে চীনা রাষ্ট্রদূত ইয়াও ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাঁরা এ সাক্ষাৎ করেন।
৯ ঘণ্টা আগেএজেন্সিগুলোর গাফিলতির কারণে চলতি বছর প্রায় সাড়ে ১০ হাজার ব্যক্তির হজ পালন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এ নিয়ে ধর্ম উপদেষ্টার হুঁশিয়ারির পর তৎপরতা বাড়িয়েছে এজেন্সিগুলো। এতে অনিশ্চয়তা প্রায় কেটে গেছে। হজযাত্রীদের ভিসাপ্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
৯ ঘণ্টা আগেজাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকোর মহাপরিচালক পদে (২০২৫-২৯) মেক্সিকোর প্রার্থী গ্যাব্রিয়েলা রামোস পাটিনা প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি এ সাক্ষাৎ করেন। এ সময় মেক্সিকোর অনাবাসিক
৯ ঘণ্টা আগেজুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি–সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করা হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন। একই সঙ্গে আবেদনটি আগামী ১৮ মে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির...
১১ ঘণ্টা আগে