Ajker Patrika

ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত: পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা            
আপডেট : ০৫ মার্চ ২০২৫, ০০: ১৭
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ফাইল ছবি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ফাইল ছবি

নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসই করবেন বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গতকাল মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা তিনি।

নতুন গঠিত দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গণপরিষদ নির্বাচন চায়। বিএনপিসহ অন্য অনেক দলের দাবি জাতীয় নির্বাচন। এখানে সরকারের অবস্থান কী জানতে চাইলে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এখানে সরকারের অবস্থান নেওয়ার সুযোগ নেই। সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবে। নির্বাচন গণপরিষদ হবে, নাকি সংসদ, নাকি স্থানীয়, নাকি অন্য কিছু হবে—এগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে সরকার ঐকমত্যের ভিত্তিতে করবে।

একেকটি রাজনৈতিক দল একেক ধরনের রাজনৈতিক কর্মসূচি দেয়। এটা সরকারের বিষয় নয়।

জুলাই ঘোষণাপত্রের তেমন অগ্রগতির হয়নি বলে জানিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, কিছু কিছু রাজনৈতিক দল তাদের মতামত পাঠিয়েছে; কিন্তু সব দল পাঠায়নি।

মব জাস্টিস ও মোরাল পুলিশিংয়ের বিরুদ্ধে সরকারের অবস্থান শক্ত বলে জানিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘যেহেতু আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের অবস্থায় এখনো আমরা ফেরত আনতে পারিনি, সে ক্ষেত্রে কোনো কোনো জায়গায় মব জাস্টিস এবং মোরাল পুলিশিংয়ের ঘটনা ঘটেছে। এ ক্ষেত্রে সরকারের শক্ত অবস্থান স্পষ্ট। মোহাম্মদপুরের ঘটনা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, এটার ব্যাপারে উভয় পক্ষ পুলিশের সামনে আপসনামায় স্বাক্ষর করেছে, তাই ওটাকে চূড়ান্ত বলে বিবেচনা করতে হচ্ছে। নারীর প্রতি সহিংসতা সরকার সমর্থন করে না। কেউ মব জাস্টিসের মুখোমুখি হলে সরকার তার পাশে দাঁড়াবে।’

আরও দুই হাজার চিকিৎসক নিয়োগ

পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে ৩ হাজার ৪৯৩ জন চিকিৎসক নিয়োগপ্রক্রিয়া চলমান রয়েছে জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘অতিরিক্ত হিসেবে আরও ২ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। এটার মূল উদ্দেশ্য হচ্ছে, গ্রামগঞ্জের মানুষেরা চিকিৎসা পান না, তাঁদের জন্য পর্যাপ্ত চিকিৎসক যাতে নিশ্চিত করা যায়, এ জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বাংলাদেশ বর্তমানে ওমান ও কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আনে। নতুন করে সরকার সৌদি আরব থেকে এলএনজি আনার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, কয়েক দিন আগে জ্বালানি উপদেষ্টা (ফাওজুল কবির খান) সৌদি আরবে গিয়েছিলেন, সেখানে এরামকো (এলএনজি কোম্পানি) সঙ্গে কথা হয়েছে। তারা বাজারে যে দামে দেয়, তার চেয়ে কম দামে বাংলাদেশকে এলএনজি সরবরাহ করতে সম্মত হয়েছে।

৮ আগস্ট উপদেষ্টা পরিষদ দায়িত্ব নেওয়ার পর ১৩৫ সিদ্ধান্তের মধ্যে ৯২টি বাস্তবায়ন করা হয়েছে বলে জানান পরিবেশ উপদেষ্টা। তিনি বলেন, সিদ্ধান্ত বাস্তবায়নের হার হচ্ছে ৬৮ দশমিক ১৬, যেটা বেশ ভালো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আওয়ামী লীগকেও পথভ্রষ্ট করেছেন শেখ হাসিনা

গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা ও বাংলাদেশের ক্ষতিপূরণ দাবির উল্লেখ নেই পাকিস্তানের বিবৃতিতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত