নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, আমরা চেষ্টা করছি স্বাস্থ্যবিধি মেনে ট্রেন পরিচালনা করার। আমি যে ট্রেনটা পরিদর্শন করেছি সেটাতে স্বাস্থ্যবিধি মেনে এক সিট ফাঁকা রেখে বসেছেন যাত্রীরা। তবে লোকাল ট্রেনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, লোকাল ও কমিউটার ট্রেনের টিকিট স্টেশনের কাউন্টার থেকে দেওয়া হচ্ছে। তবে লোকাল ট্রেনে স্বাস্থ্যবিধি না মানার আশঙ্কা আমাদেরও ছিল। কারণ লোকাল ট্রেন প্রতিটা স্টেশনে থামে এবং যাত্রী তোলে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে ট্রেন চালুর প্রথম দিনে কমলাপুর রেলস্টেশনে আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘আপনারা আগে পজিটিভ দিকটা দেখেন তারপর নেগেটিভ দিকটা তুলে ধরেন। যাত্রীদের আমরা একটা আধুনিক যুগোপযোগী মানসম্মত সেবা দেওয়ার জন্য ট্রেনে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছি। লোকাল ট্রেনগুলোতে কিছু কিছু ক্ষেত্রে তার ব্যাত্যয় হচ্ছে সেটা আমি অস্বীকার করছি না। তবে স্টেশনে ট্রেন দাঁড়ানোর সঙ্গে হুড় হুড় করে মানুষ উঠে যায় এটা বন্ধ করার মেকানিজম আমাদের নেই। সুতরাং স্টেশনে যদি যাত্রীদের প্রবেশে নিয়ন্ত্রণ করা যায় তাহলে যে অভিযোগগুলো আসছে সেগুলো আর থাকবে না।’
ট্রেনের ভাড়া বাড়েনি উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বাসে ভাড়া বাড়ানো হলেও ট্রেনে কোন ভাড়া বাড়েনি। তবে কোথাও যদি কোন ব্যত্যয় হয় এবং সেটা যদি আমরা ধরতে পারি তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
অনলাইনে ট্রেনের টিকেট কাটতে ভোগান্তি হচ্ছে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'এটা অস্বাভাবিক কিছু নয়। ৪০ থেকে ৫০ লাখ লোক যদি টিকিট কাটার চেষ্টা করে তাহলে সবাইতো পাবে না। প্রতিটা ট্রেনে গড়ে ৭০০ সিট থাকে সেখানে এখন অর্ধেক টিকিট বিক্রি হচ্ছে।
রেলের জনবলের ঘাটতি আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এরই মধ্যে উদ্যোগ গ্রহণ করেছি রেলের নিয়োগ প্রক্রিয়ায় খুব শীঘ্রই এই নিয়োগ শুরু করব আমরা।’
এসময় উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো.সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার সহ অন্যান্য কর্মকর্তারা।
রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, আমরা চেষ্টা করছি স্বাস্থ্যবিধি মেনে ট্রেন পরিচালনা করার। আমি যে ট্রেনটা পরিদর্শন করেছি সেটাতে স্বাস্থ্যবিধি মেনে এক সিট ফাঁকা রেখে বসেছেন যাত্রীরা। তবে লোকাল ট্রেনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, লোকাল ও কমিউটার ট্রেনের টিকিট স্টেশনের কাউন্টার থেকে দেওয়া হচ্ছে। তবে লোকাল ট্রেনে স্বাস্থ্যবিধি না মানার আশঙ্কা আমাদেরও ছিল। কারণ লোকাল ট্রেন প্রতিটা স্টেশনে থামে এবং যাত্রী তোলে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে ট্রেন চালুর প্রথম দিনে কমলাপুর রেলস্টেশনে আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘আপনারা আগে পজিটিভ দিকটা দেখেন তারপর নেগেটিভ দিকটা তুলে ধরেন। যাত্রীদের আমরা একটা আধুনিক যুগোপযোগী মানসম্মত সেবা দেওয়ার জন্য ট্রেনে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছি। লোকাল ট্রেনগুলোতে কিছু কিছু ক্ষেত্রে তার ব্যাত্যয় হচ্ছে সেটা আমি অস্বীকার করছি না। তবে স্টেশনে ট্রেন দাঁড়ানোর সঙ্গে হুড় হুড় করে মানুষ উঠে যায় এটা বন্ধ করার মেকানিজম আমাদের নেই। সুতরাং স্টেশনে যদি যাত্রীদের প্রবেশে নিয়ন্ত্রণ করা যায় তাহলে যে অভিযোগগুলো আসছে সেগুলো আর থাকবে না।’
ট্রেনের ভাড়া বাড়েনি উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বাসে ভাড়া বাড়ানো হলেও ট্রেনে কোন ভাড়া বাড়েনি। তবে কোথাও যদি কোন ব্যত্যয় হয় এবং সেটা যদি আমরা ধরতে পারি তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
অনলাইনে ট্রেনের টিকেট কাটতে ভোগান্তি হচ্ছে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'এটা অস্বাভাবিক কিছু নয়। ৪০ থেকে ৫০ লাখ লোক যদি টিকিট কাটার চেষ্টা করে তাহলে সবাইতো পাবে না। প্রতিটা ট্রেনে গড়ে ৭০০ সিট থাকে সেখানে এখন অর্ধেক টিকিট বিক্রি হচ্ছে।
রেলের জনবলের ঘাটতি আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এরই মধ্যে উদ্যোগ গ্রহণ করেছি রেলের নিয়োগ প্রক্রিয়ায় খুব শীঘ্রই এই নিয়োগ শুরু করব আমরা।’
এসময় উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো.সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার সহ অন্যান্য কর্মকর্তারা।
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলসমূহের সংলাপ চলাকালে ফায়ার অ্যালার্ম আকস্মিক সক্রিয় হয়ে পড়ে। আজ সোমবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এ ঘটনা ঘটে। বিষয়টি তদন্তের জন্য অ্যাকাডেমি সরকার আজ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
১ ঘণ্টা আগেবিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-দাম্মাম রুটের একটি উড়োজাহাজ মাঝ আকাশ থেকে ফিরে এসেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আজ সোমবার (২৮ জুলাই) বিকেল ৩টা ৩৩ মিনিটে দাম্মামের উদ্দেশে ছেড়ে যাওয়া বিজি-৩৪৯ ফ্লাইটটি এক ঘণ্টার মতো আকাশে ওড়ার পর বিকেল ৪টা ৩৩ মিনিটে ঢাকায় ফিরে আসে।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশনের শুনানি শেষ হয়েছে। আগামীকাল মঙ্গলবার আসামিপক্ষের শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। আজ সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ
১ ঘণ্টা আগেবাংলাদেশ পুলিশের চারজন ডিআইজিকে বাধ্যতামূলক অবসর পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে