Ajker Patrika

কবর থেকে মরদেহ ও কঙ্কাল চুরি বন্ধে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১৫: ৪৩
কবর থেকে মরদেহ ও কঙ্কাল চুরি বন্ধে হাইকোর্টের রুল

কবর থেকে মরদেহ ও কঙ্কাল চুরি বন্ধে ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে মরদেহ ও কঙ্কাল চুরি রোধে যথাযথ পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে রুলে। 

স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, স্থানীয় সরকার সচিব, ধর্ম মন্ত্রণালয়ের সচিব ও পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। 

মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থার (মওসুস) করা রিটের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ এই রুল জারি করেন। 

এর আগে মওসুসের চেয়ারম্যান আইনজীবী গোলাম রহমান ভূঁইয়া গত ১৪ মার্চ রিটটি দায়ের করেন। রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত