নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রশিক্ষণের নামে ভুয়া খরচ দেখিয়ে সরকারি অর্থ লোপাটের অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা ও তাঁর নেতৃত্বাধীন কমিশনের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
দুদকের মহাপরিচালক জানান, হুদা কমিশনের বিরুদ্ধে প্রশিক্ষণ কার্যক্রমের নামে ৭ কোটি ৪৭ লাখ ৫৭ হাজার টাকা খরচ দেখিয়ে সরকারের অর্থের অপব্যবহার ও নীতিমালা লঙ্ঘনের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, সাবেক সিইসি, কমিশনার, সচিব ও অন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশিক্ষণের নামে ভুয়া বিল ও অনুমোদনহীন ব্যয়ের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধন হয়েছে। অনুসন্ধান দল বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখবে। অনুসন্ধানে আরও কোনো অনিয়ম থাকলে তাও খুঁজে বের করা হবে।
দুদকের অভিযোগ অনুযায়ী, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণের নামে এ অনিয়ম হয়।
২০২১ সালের জানুয়ারিতে সুপ্রিম কোর্টের ১০ জন আইনজীবী দুদকে লিখিত অভিযোগ দেন। সেখানে কে এম নূরুল হুদা ছাড়াও নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরীর নাম উল্লেখ করা হয়। একই সঙ্গে বর্তমান ইসি সচিব মো. আলমগীর হোসেন এবং তৎকালীন সচিব হেলালুদ্দিন আহমদের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়।
অভিযোগে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন ও ইসির নিজস্ব নীতিমালার তোয়াক্কা না করেই প্রশিক্ষণের নামে ভুয়া বিল দেখিয়ে ৭ কোটি ৪৭ লাখ ৫৭ হাজার টাকা ব্যয় করা হয়েছে। এতে নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় অর্থের অপচয় হয়েছে।
কে এম নূরুল হুদা ২০১৭ সালের ফেব্রুয়ারিতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেন এবং তাঁর অধীনেই ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচন কমিশনের বিরুদ্ধে শুরু থেকেই পক্ষপাতিত্ব ও স্বচ্ছতা নিয়ে বিতর্ক ছিল।
নূরুল হুদা কমিশনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যয়, প্রশিক্ষণ আয়োজন, যন্ত্রপাতি কেনাকাটা এবং নিয়োগপ্রক্রিয়ায়ও নানা অনিয়মের অভিযোগ ওঠে। কয়েকবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সুশাসনের জন্য নাগরিকসহ (সুজন) বিভিন্ন সংগঠন হুদা কমিশনের কর্মকাণ্ডের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে।
চলতি বছরের ২২ জুন কে এম নূরুল হুদাকে একটি ভিন্ন মামলায় গ্রেপ্তার করে পুলিশ, যা ইসির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে অনিয়মের বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
প্রশিক্ষণের নামে ভুয়া খরচ দেখিয়ে সরকারি অর্থ লোপাটের অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা ও তাঁর নেতৃত্বাধীন কমিশনের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
দুদকের মহাপরিচালক জানান, হুদা কমিশনের বিরুদ্ধে প্রশিক্ষণ কার্যক্রমের নামে ৭ কোটি ৪৭ লাখ ৫৭ হাজার টাকা খরচ দেখিয়ে সরকারের অর্থের অপব্যবহার ও নীতিমালা লঙ্ঘনের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, সাবেক সিইসি, কমিশনার, সচিব ও অন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশিক্ষণের নামে ভুয়া বিল ও অনুমোদনহীন ব্যয়ের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধন হয়েছে। অনুসন্ধান দল বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখবে। অনুসন্ধানে আরও কোনো অনিয়ম থাকলে তাও খুঁজে বের করা হবে।
দুদকের অভিযোগ অনুযায়ী, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণের নামে এ অনিয়ম হয়।
২০২১ সালের জানুয়ারিতে সুপ্রিম কোর্টের ১০ জন আইনজীবী দুদকে লিখিত অভিযোগ দেন। সেখানে কে এম নূরুল হুদা ছাড়াও নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরীর নাম উল্লেখ করা হয়। একই সঙ্গে বর্তমান ইসি সচিব মো. আলমগীর হোসেন এবং তৎকালীন সচিব হেলালুদ্দিন আহমদের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়।
অভিযোগে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন ও ইসির নিজস্ব নীতিমালার তোয়াক্কা না করেই প্রশিক্ষণের নামে ভুয়া বিল দেখিয়ে ৭ কোটি ৪৭ লাখ ৫৭ হাজার টাকা ব্যয় করা হয়েছে। এতে নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় অর্থের অপচয় হয়েছে।
কে এম নূরুল হুদা ২০১৭ সালের ফেব্রুয়ারিতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেন এবং তাঁর অধীনেই ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচন কমিশনের বিরুদ্ধে শুরু থেকেই পক্ষপাতিত্ব ও স্বচ্ছতা নিয়ে বিতর্ক ছিল।
নূরুল হুদা কমিশনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যয়, প্রশিক্ষণ আয়োজন, যন্ত্রপাতি কেনাকাটা এবং নিয়োগপ্রক্রিয়ায়ও নানা অনিয়মের অভিযোগ ওঠে। কয়েকবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সুশাসনের জন্য নাগরিকসহ (সুজন) বিভিন্ন সংগঠন হুদা কমিশনের কর্মকাণ্ডের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে।
চলতি বছরের ২২ জুন কে এম নূরুল হুদাকে একটি ভিন্ন মামলায় গ্রেপ্তার করে পুলিশ, যা ইসির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে অনিয়মের বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
সৌদি আরবে অনুষ্ঠেয় নবম ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এএফআইআই৯) সম্মেলনে যোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।
১ ঘণ্টা আগেবাংলাদেশে ২০০৭ ও ২০২৪ সালে ক্ষমতার পরিবর্তনে যুক্তরাষ্ট্র জড়িত ছিল না বলে দাবি করেছেন দেশটির কূটনৈতিক বিশ্লেষক জন ড্যানিলুইৎজ। আজ সোমবার ঢাকায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) এক সেমিনারে তিনি এ দাবি করেন।
২ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতায় রুজুকৃত মামলার মধ্যে ১৫টি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ৫টি এবং অন্যান্য ধারায় ১০টি মামলা রয়েছে।
২ ঘণ্টা আগেজাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলসমূহের সংলাপ চলাকালে ফায়ার অ্যালার্ম আকস্মিক সক্রিয় হয়ে পড়ে। আজ সোমবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এ ঘটনা ঘটে। বিষয়টি তদন্তের জন্য অ্যাকাডেমি সরকার আজ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
৪ ঘণ্টা আগে