Ajker Patrika

‘বাংলা ব্লকেড’ ডেকে শাহবাগ ছাড়লেন কোটাবিরোধী আন্দোলনকারীরা

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০৬ জুলাই ২০২৪, ২২: ৩৬
‘বাংলা ব্লকেড’ ডেকে শাহবাগ ছাড়লেন কোটাবিরোধী আন্দোলনকারীরা

রাজধানীর শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নিয়েছেন কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। এক ঘণ্টার মতো অবরোধ শেষে বিকেল সাড়ে ৫টার দিকে শিক্ষার্থীরা সেখান থেকে চলে যান। ফলে শাহবাগ মোড় দিয়ে ফের যান চলাচল শুরু হয়। তবে অবরোধ প্রত্যাহারের আগে আগামীকাল রোববার বেলা ৩টা থেকে সারা দেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের দাবি নিয়ে আন্দোলন চলছে। আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল রোববার শাহবাগ, নীলক্ষেত, সায়েন্সল্যাবসহ সারা দেশে সকল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলা ব্লকেড করবে। পাশাপাশি আগামীকাল থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা কোনো ধরনের ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করবে না।’ 

শাহবাগ অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভএর আগে আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থগারের সামনে থেকে মিছিল নিয়ে হাজী মুহম্মদ মুহসিন হল, ভিসি চত্বর, টিএসসি, জগন্নাথ হলের মোড় হয়ে বকশিবাজার, বুয়েট, পলাশী, আজিমপুর, ইডেন কলেজ, হোম ইকোনমিকসের, নীলক্ষেত মোড়  এবং রাজু ভাস্কর্য হয়ে সাড়ে ৪টার সময়ে শাহবাগে মোড় অবস্থান নেন শিক্ষার্থীরা। 

এর আগে ঢাবির বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন শিক্ষাথীরা। এক ঘণ্টা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিকেল সাড়ে ৫টার সময়ে কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা।

শাহবাগ অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

৬ বছর পর চীন সফরে যাচ্ছেন মোদি, আসবেন পুতিনও

রাশিয়ার তেল চীনও কেনে, তবে ট্রাম্পের শুল্ক শুধু ভারতের ওপর কেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত