বিশেষ প্রতিনিধি, ঢাকা
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব নেন তিনি।
গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে তাঁকে বেবিচকের চেয়ারম্যান হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ দেওয়া হয়।
মোস্তফা মাহমুদ সিদ্দিক ১৯৯০ সালের ৮ জানুয়ারি বাংলাদেশ বিমানবাহিনী একাডেমিতে যোগ দেন এবং ১৯৯২ সালের ১৩ অক্টোবর রয়েল মালয়েশিয়ান এয়ার ফোর্স থেকে জেনারেল ডিউটিজ (পাইলট) শাখায় কমিশনপ্রাপ্ত হন।
দীর্ঘ পেশাগত জীবনে বাংলাদেশ বিমানবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। সর্বশেষ বিমানবাহিনীর ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারের এয়ার অফিসার কমান্ডিং (এওসি) হিসেবে দায়িত্ব পালন করেন।
এই দক্ষ ফাইটার পাইলট ২ হাজার ৯০০ ঘণ্টা আকাশে ওড়েন। তিনি ‘ক্যাটাগরি এ’ ফ্লাইং ইনস্ট্রাক্টর হিসেবে সুপ্রতিষ্ঠিত।
দেশে-বিদেশে পেশাগত প্রশিক্ষণে অংশ নেন মোস্তফা মাহমুদ। মালয়েশিয়ায় উন্নয়ন প্যারা জাম্প কোর্স, ভারতে ফ্লাইং ইনস্ট্রাক্টর কোর্স এবং তুরস্কে ‘হাই জি’ কোর্স সম্পন্ন করেন তিনি।
মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, যুক্তরাষ্ট্রের ম্যাক্সওয়েল এয়ার ইউনিভার্সিটি এবং ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে উচ্চতর প্রশিক্ষণ ও ডিগ্রি অর্জন করেন মোস্তফা মাহমুদ সিদ্দিক।
পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি পৃথিবীর বিভিন্ন দেশে সফর করেন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ডিআর কঙ্গোতে বাংলাদেশ অ্যাভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিটের কন্টিনজেন্ট কমান্ডারসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
তাঁর সাহসিকতা ও পেশাগত অবদানের স্বীকৃতি হিসেবে ‘বিএসপি’ ও ‘জিইউপি’ পদকে ভূষিত হন মোস্তফা মাহমুদ সিদ্দিক।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব নেন তিনি।
গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে তাঁকে বেবিচকের চেয়ারম্যান হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ দেওয়া হয়।
মোস্তফা মাহমুদ সিদ্দিক ১৯৯০ সালের ৮ জানুয়ারি বাংলাদেশ বিমানবাহিনী একাডেমিতে যোগ দেন এবং ১৯৯২ সালের ১৩ অক্টোবর রয়েল মালয়েশিয়ান এয়ার ফোর্স থেকে জেনারেল ডিউটিজ (পাইলট) শাখায় কমিশনপ্রাপ্ত হন।
দীর্ঘ পেশাগত জীবনে বাংলাদেশ বিমানবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। সর্বশেষ বিমানবাহিনীর ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারের এয়ার অফিসার কমান্ডিং (এওসি) হিসেবে দায়িত্ব পালন করেন।
এই দক্ষ ফাইটার পাইলট ২ হাজার ৯০০ ঘণ্টা আকাশে ওড়েন। তিনি ‘ক্যাটাগরি এ’ ফ্লাইং ইনস্ট্রাক্টর হিসেবে সুপ্রতিষ্ঠিত।
দেশে-বিদেশে পেশাগত প্রশিক্ষণে অংশ নেন মোস্তফা মাহমুদ। মালয়েশিয়ায় উন্নয়ন প্যারা জাম্প কোর্স, ভারতে ফ্লাইং ইনস্ট্রাক্টর কোর্স এবং তুরস্কে ‘হাই জি’ কোর্স সম্পন্ন করেন তিনি।
মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, যুক্তরাষ্ট্রের ম্যাক্সওয়েল এয়ার ইউনিভার্সিটি এবং ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে উচ্চতর প্রশিক্ষণ ও ডিগ্রি অর্জন করেন মোস্তফা মাহমুদ সিদ্দিক।
পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি পৃথিবীর বিভিন্ন দেশে সফর করেন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ডিআর কঙ্গোতে বাংলাদেশ অ্যাভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিটের কন্টিনজেন্ট কমান্ডারসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
তাঁর সাহসিকতা ও পেশাগত অবদানের স্বীকৃতি হিসেবে ‘বিএসপি’ ও ‘জিইউপি’ পদকে ভূষিত হন মোস্তফা মাহমুদ সিদ্দিক।
সারা বিশ্বের মতো বাংলাদেশেও অসংক্রামক রোগের (হৃদ্রোগ, ডায়াবেটিস ইত্যাদি) দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। মৃত্যুর দুই-তৃতীয়াংশের বেশি ঘটছে বিভিন্ন অসংক্রামক ও দীর্ঘমেয়াদি রোগে। তবে কয়েকটি সংক্রামক রোগের প্রাদুর্ভাবও জনস্বাস্থ্যসংশ্লিষ্টদের উদ্বেগ বাড়াচ্ছে।
১ ঘণ্টা আগেসরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন করে অসদাচরণের জন্য সরকারি কর্মচারীদের চাকরি থেকে অপসারণ ও বরখাস্তের বিধান বাদ দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এর পরিবর্তে পেনশনসহ সব ধরনের আর্থিক সুবিধা দিয়ে সংক্ষিপ্ত সময়ে যে কাউকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিধান করা হচ্ছে।
২ ঘণ্টা আগেসরকারি গুদামে চালের মজুত বাড়লেও বাজারে অস্বস্তি বাড়াচ্ছে চালের বাড়তি দাম। বিশেষ করে নাজিরশাইল, কাটারি নাজির, জিরাশাইল, মিনিকেটসহ বিভিন্ন ধরনের সরু চালের দাম বাড়তে থাকায় বিপাকে পড়েছে সাধারণ ক্রেতারা। তবে ব্যবসায়ীদের দাবি, সরকারের ক্রয়প্রক্রিয়া ও বাজারে ধানের সংকটে চালের সরবরাহ কমে এসেছে। এতেই বাড়ছে দ
২ ঘণ্টা আগেবিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোররাত ৫টার দিকে সেনাবাহিনী এই অভিযান চালায়। অভিযানের সময় সেনাসদস্যরা কেএনএফের অবস্থান শনাক্ত করলে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে। এ সময় উভয় পক্ষে গুলিবিনিময় হয়।
৮ ঘণ্টা আগে