Ajker Patrika

প্রার্থীর মৃত্যুতে স্থগিত নওগাঁ-২ আসনে ভোট হবে কাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯: ০১
প্রার্থীর মৃত্যুতে স্থগিত নওগাঁ-২ আসনে ভোট হবে কাল

দ্বাদশ জাতীয় সংসদের নওগাঁ-২ আসনে আগামীকাল সোমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। 

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন—বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, স্বতন্ত্র প্রার্থী এইচএম আখতারুল আলম ও মো. মেহেদী মাহমুদ রেজা। 

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে ১২৪টি ভোটকেন্দ্রের ৭০৬টি ভোটকক্ষে ৩ লাখ ৫৬ হাজার ১৩২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছেন। 

ভোটকেন্দ্রের নিরাপত্তায় সাধারণ কেন্দ্রে পুলিশ, আনসার, গ্রাম পুলিশ ও ব্যাটালিয়ন আনসারসহ ১৬ জনের ফোর্স নিয়োজিত রাখা হয়েছে। আর ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নিয়োজিত থাকবে ১৭ জনের ফোর্স। 

 এ ছাড়া ভোটের এলাকায় নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত রয়েছে পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের ৩১টি মোবাইল ও সাতটি স্ট্রাইকিং ফোর্স। দায়িত্ব পালন করছে র‍্যাবের ৪টি টিম ও ৮ প্লাটুন বিজিবি। সেই সঙ্গে ৮ জন নির্বাহী ও দুজন বিচারিক ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করছেন। 

গত ৭ জানুয়ারি এই আসনে নির্বাচন হওয়ার কথা ছিল। তবে একজন বৈধ প্রার্থী মারা যাওয়ায় ভোটের প্রক্রিয়া বাতিল করে পরবর্তীতে নতুন করে তফসিল ঘোষণা করে কমিশন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত