নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের সব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকারি অধিদপ্তরটি। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ডা. মো. বেলাল হোসেন আজকের পত্রিকা'কে এ তথ্য নিশ্চিত করেছেন।
বেলাল হোসেন বলেন, ‘গতকাল বুধবার সারা দেশের জেলা সিভিল সার্জনদের সঙ্গে বৈঠক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সেখানে অনিবন্ধিত যত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার আছে, সেগুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।’
তিনি বলেন, ‘রাজধানীতে স্বাস্থ্য অধিদপ্তরের নিজস্ব মনিটরিং, মোবাইলকোর্টের মাধ্যমে এবং ঢাকার বাইরে জেলা সিভিল সার্জনদের নেতৃত্বে একইভাবে তদারক করা হবে।’
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সভায় চারটি সিদ্ধান্ত হয়। আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসমূহ বন্ধ করতে হবে, কার্যক্রমে স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করতে (সকল) যেসব প্রতিষ্ঠান নিবন্ধন গ্রহণ করেছে কিন্তু নবায়ন করেনি, তাদের নিবন্ধন নবায়নের জন্য একটি সময়সীমা প্রদান করতে হবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে নবায়ন গ্রহণ না করলে সেই সব প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করতে হবে।
বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকসমূহে অপারেশন করার সময় এনেস্থেসিয়া প্রদান এবং ওটি এসিস্ট করার ক্ষেত্রে নিবন্ধিত ডাক্তার ছাড়া অন্যদের রাখা হলে সেই সব প্রতিষ্ঠান ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে লাইসেন্স বাতিলসহ কঠোর ব্যবস্থা নিতে হবে। যেসব প্রতিষ্ঠান নতুন নিবন্ধনের আবেদন করেছে, তাদের লাইসেন্স প্রদানের কার্যক্রম দ্রুত শেষ করতে হবে। লাইসেন্স পওয়ার আগে এসব প্রতিষ্ঠান কার্যক্রম চালাতে পারবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে দেশে অনিবন্ধিত কতটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতাল ও ক্লিনিক শাখার মেডিকেল অফিসার ডা. দেওয়ান মো. মেহেদি হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘এটি আমার জানা নেই। নিশ্চয়ই অধিদপ্তরের কিছু নির্দিষ্ট পরিকল্পনা আছে।’
আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের সব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকারি অধিদপ্তরটি। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ডা. মো. বেলাল হোসেন আজকের পত্রিকা'কে এ তথ্য নিশ্চিত করেছেন।
বেলাল হোসেন বলেন, ‘গতকাল বুধবার সারা দেশের জেলা সিভিল সার্জনদের সঙ্গে বৈঠক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সেখানে অনিবন্ধিত যত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার আছে, সেগুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।’
তিনি বলেন, ‘রাজধানীতে স্বাস্থ্য অধিদপ্তরের নিজস্ব মনিটরিং, মোবাইলকোর্টের মাধ্যমে এবং ঢাকার বাইরে জেলা সিভিল সার্জনদের নেতৃত্বে একইভাবে তদারক করা হবে।’
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সভায় চারটি সিদ্ধান্ত হয়। আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসমূহ বন্ধ করতে হবে, কার্যক্রমে স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করতে (সকল) যেসব প্রতিষ্ঠান নিবন্ধন গ্রহণ করেছে কিন্তু নবায়ন করেনি, তাদের নিবন্ধন নবায়নের জন্য একটি সময়সীমা প্রদান করতে হবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে নবায়ন গ্রহণ না করলে সেই সব প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করতে হবে।
বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকসমূহে অপারেশন করার সময় এনেস্থেসিয়া প্রদান এবং ওটি এসিস্ট করার ক্ষেত্রে নিবন্ধিত ডাক্তার ছাড়া অন্যদের রাখা হলে সেই সব প্রতিষ্ঠান ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে লাইসেন্স বাতিলসহ কঠোর ব্যবস্থা নিতে হবে। যেসব প্রতিষ্ঠান নতুন নিবন্ধনের আবেদন করেছে, তাদের লাইসেন্স প্রদানের কার্যক্রম দ্রুত শেষ করতে হবে। লাইসেন্স পওয়ার আগে এসব প্রতিষ্ঠান কার্যক্রম চালাতে পারবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে দেশে অনিবন্ধিত কতটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতাল ও ক্লিনিক শাখার মেডিকেল অফিসার ডা. দেওয়ান মো. মেহেদি হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘এটি আমার জানা নেই। নিশ্চয়ই অধিদপ্তরের কিছু নির্দিষ্ট পরিকল্পনা আছে।’
শুধু পাঠদান নয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা যেন অনেক কাজের কাজি। ভোট গ্রহণ, ভোটার তালিকা, শুমারি, জরিপ, টিকাদান, কৃমিনাশক ওষুধ ও ভিটামিন ক্যাপসুল খাওয়ানো, টিসিবির চাল বিতরণ, বিভিন্ন অনুষ্ঠানসহ বারোয়ারি অন্তত ২০ ধরনের কাজ করতে হচ্ছে তাঁদের। সরকারি এসব কাজে বছরে ব্যস্ত থাকছেন কমপক্ষে...
৯ ঘণ্টা আগেদেশের সব আসামির মামলা-সংক্রান্ত তথ্য-উপাত্ত থাকা পুলিশের ক্রিমিনাল ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) সফটওয়্যারে মাদক কর্মকর্তাদের প্রবেশাধিকার দিচ্ছে না সরকার। পুলিশ সদর দপ্তরের সহযোগিতা নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিজস্ব সিডিএমএস তৈরি করবে।
১০ ঘণ্টা আগে২০১৮ সালের ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের দুই বাসের বেপরোয়া প্রতিযোগিতায় প্রাণ হারিয়েছিলেন দুই কলেজশিক্ষার্থী। সেই ঘটনার পর শুরু হয়েছিল নিরাপদ সড়ক আন্দোলন। ধরন ও মাত্রার দিক থেকে তা ছিল দেশের ইতিহাসে নজিরবিহীন। ঢাকার হাজারো শিক্ষার্থী রাস্তায় নেমে আসে।
১০ ঘণ্টা আগেপুলিশের বিশেষ শাখার (এসবি) আশঙ্কা, ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হতে পারে। দলটির কিছু নেতা-কর্মী এ সময় সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা, বিশৃঙ্খলা কিংবা ভাঙচুর চালাতে পারে বলেও ধারণা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।
১০ ঘণ্টা আগে