আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের বিষয়ে শুনানি চলছে। গতকাল মঙ্গলবারে এই মৌখিক শুনানিতে যুক্তিতর্ক উপস্থাপন করে বেশ কয়েকটি দেশ। এর মধ্যে বাংলাদেশও আছে। আইসিজের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, মোট ৫২টি দেশ ও ৩টি আন্তর্জাতিক সংগঠন এই শুনানিতে অংশ নিয়েছে। এর মধ্যে গতকাল মঙ্গলবার নিজ নিজ দেশের তরফ থেকে যুক্তিতর্ক উপস্থাপন করেন দক্ষিণ আফ্রিকা, আলজেরিয়া, সৌদি আরব, নেদারল্যান্ডস, বাংলাদেশ, বেলজিয়াম, বেলিজ, বলিভিয়া, ব্রাজিল ও চিলি।
বাংলাদেশের পক্ষ থেকে শুনানিতে নেতৃত্ব দেন নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মো. রিয়াজ হামিদুল্লাহ। এ ছাড়া, নেদারল্যান্ডস দূতাবাসের মন্ত্রী শাবাব বিন আহমেদ, ফার্স্ট সেক্রেটারি মোহা. জান্নাতুল হাবিব এবং ফার্স্ট সেক্রেটারি জাকিরুল হাসান ফাহাদ।
আইসিজের নথি অনুসারে শুনানিতে বাংলাদেশের পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপনের শুরুতেই বলা হয়, বাংলাদেশ দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ও ১৯৬৭ সালের সীমান্ত বিবেচনায় নিয়ে জেরুসালেমকে রাজধানী করে একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে নিজেদের অবস্থান ব্যক্ত করেছে।
গাজায় ইসরায়েলি আগ্রাসনকে আধুনিক যুগের সবচেয়ে ভয়াবহ লজ্জাজনক বিপর্যয় হিসেবেও উল্লেখ করা হয় বাংলাদেশের পক্ষ থেকে। শুনানিতে আরও বলা হয়, ফিলিস্তিনিদের ওপর দৈনন্দিন ভিত্তিতে যে সহিংসতা চলছে তা শেষ করার একমাত্র উপায় হলো এই দখলদারিত্বের অবসান। কিন্তু এই দখলদারিত্বের অবসান হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এবং রাজনৈতিক উপায়েই এর সমাধান করতে হবে।
শুনানিতে ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব এবং এর আইনি ফলাফল বা প্রতিক্রিয়া কী হতে পারে এবং এই দখলদারিত্ব অবসানে ইসরায়েল ও অন্যান্য দেশ আইনি জায়গা থেকে কী কী করতে পারে বা উদ্যোগ নিতে পারে সেই বিষয়টি নিয়ে সবার সচেতন হওয়ার আহ্বান জানানো হয় বাংলাদেশের পক্ষ থেকে।
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের বিষয়ে শুনানি চলছে। গতকাল মঙ্গলবারে এই মৌখিক শুনানিতে যুক্তিতর্ক উপস্থাপন করে বেশ কয়েকটি দেশ। এর মধ্যে বাংলাদেশও আছে। আইসিজের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, মোট ৫২টি দেশ ও ৩টি আন্তর্জাতিক সংগঠন এই শুনানিতে অংশ নিয়েছে। এর মধ্যে গতকাল মঙ্গলবার নিজ নিজ দেশের তরফ থেকে যুক্তিতর্ক উপস্থাপন করেন দক্ষিণ আফ্রিকা, আলজেরিয়া, সৌদি আরব, নেদারল্যান্ডস, বাংলাদেশ, বেলজিয়াম, বেলিজ, বলিভিয়া, ব্রাজিল ও চিলি।
বাংলাদেশের পক্ষ থেকে শুনানিতে নেতৃত্ব দেন নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মো. রিয়াজ হামিদুল্লাহ। এ ছাড়া, নেদারল্যান্ডস দূতাবাসের মন্ত্রী শাবাব বিন আহমেদ, ফার্স্ট সেক্রেটারি মোহা. জান্নাতুল হাবিব এবং ফার্স্ট সেক্রেটারি জাকিরুল হাসান ফাহাদ।
আইসিজের নথি অনুসারে শুনানিতে বাংলাদেশের পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপনের শুরুতেই বলা হয়, বাংলাদেশ দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ও ১৯৬৭ সালের সীমান্ত বিবেচনায় নিয়ে জেরুসালেমকে রাজধানী করে একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে নিজেদের অবস্থান ব্যক্ত করেছে।
গাজায় ইসরায়েলি আগ্রাসনকে আধুনিক যুগের সবচেয়ে ভয়াবহ লজ্জাজনক বিপর্যয় হিসেবেও উল্লেখ করা হয় বাংলাদেশের পক্ষ থেকে। শুনানিতে আরও বলা হয়, ফিলিস্তিনিদের ওপর দৈনন্দিন ভিত্তিতে যে সহিংসতা চলছে তা শেষ করার একমাত্র উপায় হলো এই দখলদারিত্বের অবসান। কিন্তু এই দখলদারিত্বের অবসান হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এবং রাজনৈতিক উপায়েই এর সমাধান করতে হবে।
শুনানিতে ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব এবং এর আইনি ফলাফল বা প্রতিক্রিয়া কী হতে পারে এবং এই দখলদারিত্ব অবসানে ইসরায়েল ও অন্যান্য দেশ আইনি জায়গা থেকে কী কী করতে পারে বা উদ্যোগ নিতে পারে সেই বিষয়টি নিয়ে সবার সচেতন হওয়ার আহ্বান জানানো হয় বাংলাদেশের পক্ষ থেকে।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, সংবাদপত্রের গুণগত মানোন্নয়নে টাস্কফোর্স গঠন করবে সরকার। এই টাস্কফোর্স স্বচ্ছতার সঙ্গে সংবাদপত্রের প্রকৃত প্রচারসংখ্যা নির্ধারণ, ওয়েজবোর্ড বাস্তবায়ন, বিজ্ঞাপন হার নির্ধারণসহ সংবাদপত্রের সার্বিক উন্নয়নে কাজ করবে।
১ ঘণ্টা আগেরাষ্ট্রপতিরা গত ৩৩ বছরে কতজনের দণ্ড মাফ করেছেন তার তালিকা প্রকাশ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার (২১ এপ্রিল) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার বেঞ্চ এ রুল জারি করেন।
২ ঘণ্টা আগেপুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ পিয়েরে লেক্রোঁয়া। এ সময় তিনি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অনন্য ভূমিকার প্রশংসা করেন।
২ ঘণ্টা আগেযুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত ৮ এপ্রিল থেকে মোয়াজ্জেমকে অব্যাহতি দিয়ে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগে