নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতাদের বিচার ও সাজা কার্যকর করা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ নিয়ে কারাগারে থাকা জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের আপিলের শুনানিতে আজ মঙ্গলবার এই প্রশ্ন তোলেন তিনি।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির আপিল বিভাগে এই শুনানি হয়। ব্যারিস্টার এহসান এ সিদ্দিক আগে শুনানি করলেও তাঁর বাবা ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুর কারণে গতকাল শিশির মনির শুনানি করেন। পরবর্তী শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়।
শুনানিতে শিশির মনির বলেন, সাক্ষী ১৬১ ধারায় জবানবন্দি দিলেও আদালতে আসার পর দেখা গেল তিনি ঘটনার তারিখ-সময় বলতে পারছেন না। পরে অনেক সাক্ষীকে আদালতে আনা হয়নি। রাষ্ট্রপক্ষ থেকে ওই সময় ১৭ জনের তালিকা দিয়ে বলা হয়েছিল, তাঁরা আদালতে আসতে পারবেন না। ট্রাইব্যুনাল ওই আবেদন মঞ্জুর করেছিলেন; যে কারণে আসামিপক্ষ অনেক সাক্ষীকে জেরা করতে পারেনি। সাক্ষীদের জেরা করা বিশ্বব্যাপী স্বীকৃত। অথচ জেরা না করতে অ্যাক্ট ও রুলস পরিবর্তন করা হয়েছিল।
শিশির মনির বলেন, ওই সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আসার সুযোগ ছিল না। বিচারটা ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সাক্ষী সুখরঞ্জন বালিকে ট্রাইব্যুনালের গেট থেকে অপহরণ করে ভারতে নিয়ে আটকে রাখা হয়েছিল। তাঁরা সিসিটিভির ফুটেজ দেখতে চেয়ে আবেদন করলে তা খারিজ করেছিলেন ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষের একজন সাক্ষী ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দিতে না চাইলে তাঁকে আদালত থেকেই কারাগারে পাঠানো হয়।
এ টি এম আজহারের বিষয়ে শিশির মনির বলেন, একজন সাক্ষী ৬ কিলোমিটার দূর থেকে দেখেছেন পাকিস্তানিদের সঙ্গে এ টি এম আজহার ট্রেন থেকে নেমে গ্রামে আগুন দিয়েছেন। ঘটনার স্থান বর্ণনা করা হয়েছে এক জায়গায়, সাক্ষী বলছেন অন্য জায়গায়। একজন সাক্ষী বলেছেন, তাঁর ছেলে-মেয়ে কয়টি, তা তিনি জানেন না। তাঁর সাক্ষ্যও নেওয়া হয়েছে। একজন সাক্ষী বলেছেন, তাঁর বাবাকে কে মেরেছে, তা তিনি দেখেননি, বাবাও তাঁকে বলেননি। অন্য একজন বলেছেন, এ টি এম আজহার মেরেছেন। একজন সাক্ষী পাচক। তিনি কারমাইকেল কলেজের অধ্যক্ষকে চেনেন না, অন্য ছাত্রসংগঠনের নেতাদের চেনেন না, অথচ আজহারুল ইসলামকে চেনেন বলে সাক্ষ্য দিয়েছেন।
শুনানিতে শিশির মনির আরও বলেন, এক সাক্ষী বলেছেন, এ টি এম আজহার ঝাড়ুয়ার বিলের গণহত্যার সঙ্গে জড়িত নন। অথচ আপিল বিভাগ বলেছেন, এখানে এই কথা সত্য নয় ধরে নিতে হবে। এসব সাক্ষ্যের ওপর ভিত্তি করে এ টি এম আজহারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যদিও আপিল বিভাগের একজন বিচারপতি বলেছেন, এসব সাক্ষী বিশ্বাসযোগ্য নন। পরে কয়েকটি অভিযোগ থেকে তিনি এ টি এম আজহারকে খালাসও দেন।
জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার বিষয়ে শিশির মনির বলেন, ‘কাদের মোল্লার রিভিউ আবেদন ২০১৩ সালের ১২ ডিসেম্বর খারিজ করা হয়। পরে সংক্ষিপ্ত আদেশে ওই দিন রাতেই তড়িঘড়ি করে তাঁর ফাঁসি কার্যকর করে সরকার। ২০১৪ সালের ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচন করার জন্য এই ফাঁসি কার্যকর করা হয়। কী কারণে রিভিউ খারিজ হলো, সেটা আমরা জানতে পারিনি। সাধারণত আসামির মুক্তির জন্য সংক্ষিপ্ত আদেশ ফলো করা হয়। তবে কারও ফাঁসির জন্য সংক্ষিপ্ত আদেশের এটা প্রথম ঘটনা। উপমহাদেশে এমন নজির আর নেই।’
একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতাদের বিচার ও সাজা কার্যকর করা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ নিয়ে কারাগারে থাকা জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের আপিলের শুনানিতে আজ মঙ্গলবার এই প্রশ্ন তোলেন তিনি।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির আপিল বিভাগে এই শুনানি হয়। ব্যারিস্টার এহসান এ সিদ্দিক আগে শুনানি করলেও তাঁর বাবা ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুর কারণে গতকাল শিশির মনির শুনানি করেন। পরবর্তী শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়।
শুনানিতে শিশির মনির বলেন, সাক্ষী ১৬১ ধারায় জবানবন্দি দিলেও আদালতে আসার পর দেখা গেল তিনি ঘটনার তারিখ-সময় বলতে পারছেন না। পরে অনেক সাক্ষীকে আদালতে আনা হয়নি। রাষ্ট্রপক্ষ থেকে ওই সময় ১৭ জনের তালিকা দিয়ে বলা হয়েছিল, তাঁরা আদালতে আসতে পারবেন না। ট্রাইব্যুনাল ওই আবেদন মঞ্জুর করেছিলেন; যে কারণে আসামিপক্ষ অনেক সাক্ষীকে জেরা করতে পারেনি। সাক্ষীদের জেরা করা বিশ্বব্যাপী স্বীকৃত। অথচ জেরা না করতে অ্যাক্ট ও রুলস পরিবর্তন করা হয়েছিল।
শিশির মনির বলেন, ওই সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আসার সুযোগ ছিল না। বিচারটা ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সাক্ষী সুখরঞ্জন বালিকে ট্রাইব্যুনালের গেট থেকে অপহরণ করে ভারতে নিয়ে আটকে রাখা হয়েছিল। তাঁরা সিসিটিভির ফুটেজ দেখতে চেয়ে আবেদন করলে তা খারিজ করেছিলেন ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষের একজন সাক্ষী ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দিতে না চাইলে তাঁকে আদালত থেকেই কারাগারে পাঠানো হয়।
এ টি এম আজহারের বিষয়ে শিশির মনির বলেন, একজন সাক্ষী ৬ কিলোমিটার দূর থেকে দেখেছেন পাকিস্তানিদের সঙ্গে এ টি এম আজহার ট্রেন থেকে নেমে গ্রামে আগুন দিয়েছেন। ঘটনার স্থান বর্ণনা করা হয়েছে এক জায়গায়, সাক্ষী বলছেন অন্য জায়গায়। একজন সাক্ষী বলেছেন, তাঁর ছেলে-মেয়ে কয়টি, তা তিনি জানেন না। তাঁর সাক্ষ্যও নেওয়া হয়েছে। একজন সাক্ষী বলেছেন, তাঁর বাবাকে কে মেরেছে, তা তিনি দেখেননি, বাবাও তাঁকে বলেননি। অন্য একজন বলেছেন, এ টি এম আজহার মেরেছেন। একজন সাক্ষী পাচক। তিনি কারমাইকেল কলেজের অধ্যক্ষকে চেনেন না, অন্য ছাত্রসংগঠনের নেতাদের চেনেন না, অথচ আজহারুল ইসলামকে চেনেন বলে সাক্ষ্য দিয়েছেন।
শুনানিতে শিশির মনির আরও বলেন, এক সাক্ষী বলেছেন, এ টি এম আজহার ঝাড়ুয়ার বিলের গণহত্যার সঙ্গে জড়িত নন। অথচ আপিল বিভাগ বলেছেন, এখানে এই কথা সত্য নয় ধরে নিতে হবে। এসব সাক্ষ্যের ওপর ভিত্তি করে এ টি এম আজহারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যদিও আপিল বিভাগের একজন বিচারপতি বলেছেন, এসব সাক্ষী বিশ্বাসযোগ্য নন। পরে কয়েকটি অভিযোগ থেকে তিনি এ টি এম আজহারকে খালাসও দেন।
জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার বিষয়ে শিশির মনির বলেন, ‘কাদের মোল্লার রিভিউ আবেদন ২০১৩ সালের ১২ ডিসেম্বর খারিজ করা হয়। পরে সংক্ষিপ্ত আদেশে ওই দিন রাতেই তড়িঘড়ি করে তাঁর ফাঁসি কার্যকর করে সরকার। ২০১৪ সালের ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচন করার জন্য এই ফাঁসি কার্যকর করা হয়। কী কারণে রিভিউ খারিজ হলো, সেটা আমরা জানতে পারিনি। সাধারণত আসামির মুক্তির জন্য সংক্ষিপ্ত আদেশ ফলো করা হয়। তবে কারও ফাঁসির জন্য সংক্ষিপ্ত আদেশের এটা প্রথম ঘটনা। উপমহাদেশে এমন নজির আর নেই।’
মালয়েশিয়া সরকার অবৈধ অভিবাসী ঠেকাতে আরও কঠোর হয়েছে। ভিজিট ভিসায় যাওয়া সন্দেহভাজনদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) থেকে ফেরত পাঠানো হচ্ছে। গত সোমবার ওই বিমানবন্দর থেকে ফেরত পাঠানো বিভিন্ন দেশের ১৩১ ব্যক্তির ৯৬ জনই বাংলাদেশি।
১ ঘণ্টা আগেবিভিন্ন বিষয়ে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা- সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আইন সভায় উচ্চকক্ষের প্রবর্তনের কথা বলা আছে বিএনপির ৩১ দফায়। জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে অংশ নেওয়া অন্য দলগুলোও দ্বিকক্ষবিশিষ্ট সংসদের পক্ষে। কিন্তু জট লেগেছে উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি নিয়ে। এ নিয়ে কমিশনে চার দিন...
১ ঘণ্টা আগেজাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খানের সম্পর্কে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করার অভিযোগে মো. সেলিম মিয়া নামের এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি এনবিআরের কর অঞ্চল-১০, ঢাকার অধীন কর সার্কেল-২০০-এ নিরাপত্তাপ্রহরী পদে কর্মরত ছিলেন।
৪ ঘণ্টা আগেবাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া। আজ মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এ তথ্য জানান। গত মে মাসে মালয়েশিয়া সফরকালে উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর...
৪ ঘণ্টা আগে