Ajker Patrika

গুজব প্রতিরোধে আইন প্রণয়নের সুপারিশ

বাসস, ঢাকা
Thumbnail image

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অসত্য সংবাদ প্রকাশ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে যুগোপযোগী আইন প্রণয়নের উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়েছে। আজ বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ সুপারিশ করা হয়। 

বুধবার সংসদ ভবনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভা হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি হাসানুল হক ইনু। এতে কমিটির সদস্য এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, কাজী কেরামত আলী, বেগম সিমিন হোসেন (রিমি), সাইমুম সরওয়ার কমল ও মমতা হেনা লাভলী অংশ নেন। 

সভায় প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিধিদের পরবর্তী কমিটির বৈঠকে আমন্ত্রণ জানানোর জন্য সুপারিশ করা হয়। 

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের কার্যক্রম সম্পর্কে একটি প্রতিবেদন আগামী বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের সার্বিক কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে একটি সুপারিশ আগামী দুই মাসের মধ্যে সংসদীয় স্থায়ী কমিটির কাছে উপস্থাপনের পরামর্শ দেওয়া হয়। এ জন্য তিন সদস্যবিশিষ্ট একটি সাব কমিটি গঠন করা হয়। 

বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য সংবলিত তথ্যগুলো ডিজিটাল ফরম্যাটে সরকারের কেন্দ্রীয় ডেটা সেন্টারে সংরক্ষণের এবং প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশে সংরক্ষিত বইগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড এবং ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ঘটনাবলি নিয়ে মুক্তিসংগ্রামের বিষয় নিয়ে গবেষণা করার সুপারিশ করা হয়। 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হোসেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহেনুর মিয়াসহ মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত