Ajker Patrika

গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে রাজনৈতিক দলগুলোকে ভূমিকা রাখার আহ্বান আলী রীয়াজের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। ছবি: সংগৃহীত
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। ছবি: সংগৃহীত

সংস্কারের মাধ্যমে জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনে রাজনৈতিক দল, জোট ও নাগরিক সমাজকে বড় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ।  

আজ সোমবার (১২ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে সংলাপের আগে স্বাগত বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আলী রীয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের ভূমিকা যেমন হয় ঐকমত্য প্রতিষ্ঠা, তেমনই বাংলাদেশের রাজনৈতিক দল, জোট, শক্তিগুলো, নাগরিক সমাজের দায়িত্ব হচ্ছে এই সংগ্রামের ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখা, ঐক্যকে সুদৃঢ় করা এবং একটি জবাবদিহি মূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এটা একদিনে হবে না, কিন্তু আমাদের এটা এখনই শুরু করতে হবে। আমরা একটা ইতিহাসের মাহেন্দ্রক্ষণে আছি। এর চেয়ে বড় সুযোগ বাংলাদেশে গত ৫৩ বছরে আমরা পাইনি।

তিনি আরও বলেন, বাংলাদেশে কত ৫৩ বছর ধরে বিভিন্নভাবে গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে একটি লক্ষ্য, সেটি হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা। মানুষের সেই আকাঙ্ক্ষা যেহেতু পূর্ণ হয়নি, বারবার তার ব্যত্যয় ঘটেছে, বাংলাদেশের নাগরিকেরা বারবার সেই সংগ্রামে যুক্ত থেকেছে, সেই সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছে। এক অর্থে একটি চূড়ান্ত পরিণতের দিকে নিয়ে গিয়েছে জুলাই আগস্টের গণ-অভ্যুত্থান।

ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, মানুষের আকাঙ্ক্ষার পাশাপাশি যাঁরা প্রাণ দিয়েছেন তারা আমাদের কাছে এই দায়িত্ব অর্পণ করেছেন। যেন আমরা তাদের প্রাণ দানকে যথাযথ মূল্যায়ন করতে পারি। আমরা যেন তাদের অপূর্ণ স্বপ্নকে বাস্তবায়নের রূপদান করতে পারি। রাজনৈতিক দল, জোট হিসেবে আপনারা সেই ভূমিকা রাখবেন, রাখছেন।

আলী রীয়াজ বলেন, ‘সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়েই আমাদের অগ্রসর হতে হবে। ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে ফ্যাসিস্ট শাসকের পলায়ন প্রাথমিক বিজয় নিশ্চিত করেছে। কিন্তু অনেক বড় দায়িত্ব আমাদের ওপর অর্পিত হয়েছে তা হচ্ছে রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধনের মধ্য দিয়ে অগ্রসর হওয়া। যাতে করে ভবিষ্যতে আমাদের এ রকম পরিস্থিতি মোকাবিলা করতে না হয়।’

গণতান্ত্রিক বাম ঐক্যের পক্ষে বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল)-এর সভাপতি হারুন চৌধুরী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। সম্প্রতি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং প্রভাবশালী ব্যক্তিদের প্রশ্নবিদ্ধ দেশত্যাগ, উভয়ই রাষ্ট্রের দায়মুক্তির চিত্র স্পষ্ট করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত