Ajker Patrika

একদিনে রেকর্ড ৭৩ ডেঙ্গু রোগী ভর্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একদিনে রেকর্ড ৭৩ ডেঙ্গু রোগী ভর্তি

একদিনে রেকর্ড ৭৩ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। যা চলতি বছরের সর্বোচ্চ রেকর্ড। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ৭৩ জন। এদের মধ্যে রাজধানী ঢাকায় ৪২ জন এবং বাইরে ৩১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন অনুযায়ী এই চিত্র পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ৭৩ জন। এদের মধ্যে রাজধানী ঢাকায় ৪২ জন এবং ঢাকার বাইরে ৩১ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৪১ জন। এদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১০৭ জন। আর ৩৪ জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট রোগী শনাক্ত ও ভর্তি হন এক হাজার ৪৭৭ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন এক হাজার ৩৩৫ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ১৬৩ জন। জুনের ৩০ দিনে ৭৩৭ জন এবং জুলাই মাসের ১২ দিনে ৩৮৮ জন। 

উল্লেখ্য, ঈদের ছুটিতে ডেঙ্গু রোগী সারা দেশে বাড়তে পারে বলে সতর্ক করেছিলেন কীটতত্ত্ববিদেরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের তিস্তা প্রকল্পে ভারত কেন বেজার

রাশিয়ার জব্দ ১৬২ বিলিয়ন ডলার দিয়ে ইউক্রেনের জন্য কোথা থেকে অস্ত্র কেনা হবে, তা নিয়ে বিভক্ত ইইউ

প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব আবেগতাড়িত, রাষ্ট্র আবেগের ওপর চলে না: সালাহউদ্দিন

‎টঙ্গী থেকে নিখোঁজ ইমামকে পঞ্চগড়ে উদ্ধার

মব সৃষ্টি করে নারীর টাকা-চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে

এলাকার খবর
Loading...