Ajker Patrika

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পত্তি বেচে স্থায়ী আমানতের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পত্তি বেচে স্থায়ী আমানতের সুপারিশ

দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পত্তি অব্যবহৃত পড়ে আছে। এসব সম্পত্তি বিক্রি করে স্থায়ী আমানতের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। আজ রোববার সংসদ ভবনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। 

বৈঠকে সংসদীয় কমিটি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের জমি সরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার থেকে বিশেষ অনুমতি নেওয়ার সুপারিশ করেছে। কমিটির সভাপতি শাজাহান খান আজকের পত্রিকাকে এ ব্যাপারে বলেন, কল্যাণ ট্রাস্টের অনেক সম্পত্তি পড়ে আছে। আমরা এগুলো বিক্রি করে স্থায়ী আমানতের সুপারিশ করেছি। ওই সম্পত্তি যাতে বেশি দামে বিক্রি করা যায় তার জন্য প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠিয়ে বিশেষ অনুমতি নেওয়ার পরামর্শ দিয়েছি। 

তিনি বলেন, শহরের প্রাণকেন্দ্রে যে জমিগুলো রয়েছে সেগুলো বড় কোনো ডেভেলপমেন্ট কোম্পানির কাছে বিক্রি করা যায় কি-না সেটা দেখতে বলেছি। 

বৈঠক সম্পর্কে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কল্যাণ ট্রাস্টের অপ্রয়োজনীয় সম্পত্তি অর্থ মন্ত্রণালয়ের কাছে বিক্রয়ের লক্ষ্যে যৌক্তিক মূল্যের বিবরণীসহ প্রধানমন্ত্রীর কাছে একটি সারসংক্ষেপ পাঠানোর সুপারিশ করা হয়েছে। 

বৈঠকে চট্টগ্রামে কল্যাণ ট্রাস্টের সম্পত্তি সরেজমিনে পরিদর্শন ও কমিটি বৈঠকের সিদ্ধান্ত গৃহীত হয়। চলতি মাসের শেষ দিকে পরিদর্শনে যাওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। 

কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, রাজি উদ্দিন আহমেদ, কাজী ফিরোজ রশীদ এবং মোছলেম উদ্দিন আহমদ অংশ বৈঠকে অংশ নেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত