Ajker Patrika

ঘূর্ণিঝড় রিমালে ৭ হাজার ৪৮২ কোটি টাকার ক্ষতি: সংসদে দুর্যোগ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ জুন ২০২৪, ২০: ২৪
ঘূর্ণিঝড় রিমালে ৭ হাজার ৪৮২ কোটি টাকার ক্ষতি: সংসদে দুর্যোগ প্রতিমন্ত্রী

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সারা দেশে ৭ হাজার ৪৮১ কোটি ৮৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। 

আজ রোববার জাতীয় সংসদে সাতক্ষীরা-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য এস এম আতাউল হকের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। 

চট্টগ্রাম-১ আসনের মাহবুব উর রহমানের প্রশ্নের জবাবে ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় রিমালে মৃতের সংখ্যা ২০। ক্ষতিগ্রস্তের সংখ্যা ৩ লাখ ৮৩ হাজার ৮১৭। দুর্যোগ মোকাবিলায় নগদ ৫ কোটি ৭৫ লাখ টাকা, ৫ হাজার ৫০০ টন চাল, ১১ হাজার ৫০০ ব্যাগ শুকনো খাবার, ২ কোটি ৪৫ হাজার টাকার শিশুখাদ্য, ২ কেটি ৪৫ লাখ টাকার গোখাদ্য, ৩০০ বান্ডিল ঢেউটিন ও গৃহ মঞ্জুরি বাবদ ৯ লাখ টাকা প্রদান করা হয়েছে। 

১৫ বছরে ১১ লাখ ১৪ হাজার নারী কর্মী বিদেশে

সংরক্ষিত আসনের পারভীন জামানের প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুল ইসলাম চৌধুরী বলেন, গত ১৫ বছরে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত (১১ জুন ২০২৪) ১১ লাখ ১৪ হাজার ৩১২ জন নারী কর্মীর বৈদেশিক কর্মসংস্থান হয়েছে। সৌদি আরবে সবচেয়ে বেশি নারী কর্মী গিয়েছেন বলে প্রতিমন্ত্রী জানান। 

সরকারদলীয় সংসদ সদস্য মাইনুল হোসেন খানের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, চলতি বোরো মৌসুমে ৫ লাখ টন ধান, ১১ লাখ ৩৮ হাজার ৩৪৯ টন সেদ্ধ চাল ও ১ লাখ টন আতপ চাল ও ৫০ হাজার টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত