Ajker Patrika

ঢাকা-লন্ডন প্রথম প্রতিরক্ষা সংলাপ, নিরাপদ ভারত-প্যাসিফিক প্রত্যাশা

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রথম প্রতিরক্ষা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মুক্ত, অবাধ, শান্তিপূর্ণ, নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল চায় দুই দেশ। 

যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইটে দেশটির ঢাকায় নিযুক্ত হাইকমিশনার এক বিবৃতিতে এ কথা বলেন। 

বিবৃতিতে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রতিরক্ষা সংলাপ শুরু করতে পেরে আমি আনন্দিত। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরে দুই দেশের দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সংলাপ কতটা শক্তিশালী তার প্রতিফলন এ সংলাপের মাধ্যমে হয়েছে।’

হাইকমিশনার বলেন, ‘এ সম্পর্ককে পরবর্তী ৫০ বছরে আরও বিকশিত এবং বিস্তৃত করার পথে সংলাপটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে। এতে আমরা শান্তি ও নিরাপত্তা নিয়ে আলোচনা করেছি। এ জন্য আমি খুশি। প্রতিরক্ষা সংলাপে আমরা আমাদের আগামীর পথ চলা এবং সহযোগিতার অনেক ক্ষেত্র চিহ্নিত করেছি। এই প্রচেষ্টা বৈশ্বিক শান্তি ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয় অবদান রাখবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত