Ajker Patrika

ঢাকা-লন্ডন প্রথম প্রতিরক্ষা সংলাপ, নিরাপদ ভারত-প্যাসিফিক প্রত্যাশা

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
ঢাকা-লন্ডন প্রথম প্রতিরক্ষা সংলাপ, নিরাপদ ভারত-প্যাসিফিক প্রত্যাশা

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রথম প্রতিরক্ষা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মুক্ত, অবাধ, শান্তিপূর্ণ, নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল চায় দুই দেশ। 

যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইটে দেশটির ঢাকায় নিযুক্ত হাইকমিশনার এক বিবৃতিতে এ কথা বলেন। 

বিবৃতিতে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রতিরক্ষা সংলাপ শুরু করতে পেরে আমি আনন্দিত। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরে দুই দেশের দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সংলাপ কতটা শক্তিশালী তার প্রতিফলন এ সংলাপের মাধ্যমে হয়েছে।’

হাইকমিশনার বলেন, ‘এ সম্পর্ককে পরবর্তী ৫০ বছরে আরও বিকশিত এবং বিস্তৃত করার পথে সংলাপটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে। এতে আমরা শান্তি ও নিরাপত্তা নিয়ে আলোচনা করেছি। এ জন্য আমি খুশি। প্রতিরক্ষা সংলাপে আমরা আমাদের আগামীর পথ চলা এবং সহযোগিতার অনেক ক্ষেত্র চিহ্নিত করেছি। এই প্রচেষ্টা বৈশ্বিক শান্তি ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয় অবদান রাখবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

বিয়ামে এসি বিস্ফোরণ নয়, নথি পোড়াতে গিয়ে আগুনে পুড়ে মরেন দুজন: পিবিআই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত