কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
অস্থিতিশীল দেশগুলোয় শান্তি রক্ষায় অবদানের জন্য বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করেছেন ঢাকা সফররত জাতিসংঘের দুই আন্ডার সেক্রেটারি জেনারেল জাঁ পিয়েরে ল্যাক্রোইক্স ও ক্যাথরিন পোলার্ড। বিশ্ব সংস্থাটির দুই শীর্ষ কর্মকর্তা শান্তিরক্ষা মিশনে নারীর অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকারও প্রশংসা করেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মন্ত্রী পর্যায়ের সভার প্রস্তুতি বৈঠকে যোগ দিতে এই দুই কর্মকর্তা ঢাকা সফর করছেন।
আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশের শান্তিরক্ষীদের সম্পর্কে তাঁদের মনোভাবের কথা জানান। বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
জাঁ পিয়েরে ল্যাক্রোইক্স বলেন, জাতিসংঘ সফলভাবে তাঁর শান্তিরক্ষা অভিযানের ৭৫ বছর পূর্ণ করেছে।
বিশ্বব্যাপী জাতিসংঘের নয়টি শান্তিরক্ষা মিশনে প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি নারী-পুরুষ নিযুক্ত রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তিন দশকেরও বেশি সময় ধরে দেশের শান্তিরক্ষীরা জাতিসংঘ মিশনে অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারি অবদান রেখে আসছে।
ক্যাথরিন পোলার্ড যৌন নিপীড়ন ও নির্যাতন রোধে ট্রাস্ট ফান্ডে বাংলাদেশের অবদানের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
জবাবে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ নারী নিরাপত্তা এবং (জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে) নারীর অংশগ্রহণ বৃদ্ধির জন্য দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি যৌন নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে তাঁর সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশ এ বিষয়ে তদন্তের মাধ্যমে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।
জলবায়ু পরিবর্তন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি ঝুঁকিপূর্ণ দেশ এবং তাঁর সরকার জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নিজস্ব অর্থায়নে প্রশমন ও অভিযোজন কর্মসূচি বাস্তবায়ন করছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত উপস্থিত ছিলেন।
জাতিসংঘ কর্মকর্তারা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলমের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন।
জাতিসংঘ কর্মকর্তারা মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে আফ্রিকার দেশ মালিতে শান্তিরক্ষা বাহিনীর নানান সংকট নিয়েও আলোচনা করেন। আগামী ডিসেম্বরে ঘানায় শান্তিরক্ষা মিশনের মন্ত্রী পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। এর প্রস্তুতি হিসেবে ঢাকায় দুই দিনের প্রস্তুতিমূলক বৈঠক রোববার সকালে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শুরু হয়।
প্রস্তুতিমূলক বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশের শান্তিরক্ষা মিশনে বৈষম্য ও যৌন হয়রানির কোনো সুযোগ নেই। তিনি এই ধরনের নেতিবাচক প্রবণতা রোধে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
সব শান্তিরক্ষী যেন নিরাপদ ও সহায়ক পরিবেশে কাজ করতে পারে, তার কৌশল খুঁজে বের করার ওপর গুরুত্ব আরোপ করেন পররাষ্ট্রসচিব।
অস্থিতিশীল দেশগুলোয় শান্তি রক্ষায় অবদানের জন্য বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করেছেন ঢাকা সফররত জাতিসংঘের দুই আন্ডার সেক্রেটারি জেনারেল জাঁ পিয়েরে ল্যাক্রোইক্স ও ক্যাথরিন পোলার্ড। বিশ্ব সংস্থাটির দুই শীর্ষ কর্মকর্তা শান্তিরক্ষা মিশনে নারীর অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকারও প্রশংসা করেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মন্ত্রী পর্যায়ের সভার প্রস্তুতি বৈঠকে যোগ দিতে এই দুই কর্মকর্তা ঢাকা সফর করছেন।
আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশের শান্তিরক্ষীদের সম্পর্কে তাঁদের মনোভাবের কথা জানান। বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
জাঁ পিয়েরে ল্যাক্রোইক্স বলেন, জাতিসংঘ সফলভাবে তাঁর শান্তিরক্ষা অভিযানের ৭৫ বছর পূর্ণ করেছে।
বিশ্বব্যাপী জাতিসংঘের নয়টি শান্তিরক্ষা মিশনে প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি নারী-পুরুষ নিযুক্ত রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তিন দশকেরও বেশি সময় ধরে দেশের শান্তিরক্ষীরা জাতিসংঘ মিশনে অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারি অবদান রেখে আসছে।
ক্যাথরিন পোলার্ড যৌন নিপীড়ন ও নির্যাতন রোধে ট্রাস্ট ফান্ডে বাংলাদেশের অবদানের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
জবাবে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ নারী নিরাপত্তা এবং (জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে) নারীর অংশগ্রহণ বৃদ্ধির জন্য দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি যৌন নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে তাঁর সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশ এ বিষয়ে তদন্তের মাধ্যমে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।
জলবায়ু পরিবর্তন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি ঝুঁকিপূর্ণ দেশ এবং তাঁর সরকার জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নিজস্ব অর্থায়নে প্রশমন ও অভিযোজন কর্মসূচি বাস্তবায়ন করছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত উপস্থিত ছিলেন।
জাতিসংঘ কর্মকর্তারা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলমের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন।
জাতিসংঘ কর্মকর্তারা মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে আফ্রিকার দেশ মালিতে শান্তিরক্ষা বাহিনীর নানান সংকট নিয়েও আলোচনা করেন। আগামী ডিসেম্বরে ঘানায় শান্তিরক্ষা মিশনের মন্ত্রী পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। এর প্রস্তুতি হিসেবে ঢাকায় দুই দিনের প্রস্তুতিমূলক বৈঠক রোববার সকালে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শুরু হয়।
প্রস্তুতিমূলক বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশের শান্তিরক্ষা মিশনে বৈষম্য ও যৌন হয়রানির কোনো সুযোগ নেই। তিনি এই ধরনের নেতিবাচক প্রবণতা রোধে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
সব শান্তিরক্ষী যেন নিরাপদ ও সহায়ক পরিবেশে কাজ করতে পারে, তার কৌশল খুঁজে বের করার ওপর গুরুত্ব আরোপ করেন পররাষ্ট্রসচিব।
কৃষি খাতে রাষ্ট্রীয় ভর্তুকি বিতরণে স্বচ্ছতার জন্য কৃষকদের স্মার্ট কার্ডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) ইতিমধ্যে পার্টনার প্রকল্পের আওতায় ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা, ২০২৫’-এর খসড়া তৈরি করেছে। গত ৩০ জানুয়ারি ছিল এ বিষয়ে অংশীজনদের মতামত জানানোর শেষ দিন।
২ ঘণ্টা আগেহাবিব হোটেল ইন্টারন্যাশনাল ও মরিয়ম কনস্ট্রাকশনের নামে তিন ব্যাংক থেকে ঋণ নিয়েছেন আলম আহমেদ। সেই টাকায় রাজধানীর তেজগাঁওয়ে গড়ে তুলেছেন তারকা হোটেল ‘হলিডে ইন’। বছরের পর বছর হোটেল ব্যবসাও করছে, কিন্তু ব্যাংকের ঋণের টাকা পরিশোধ করেননি। তিন ব্যাংকের প্রায় দেড় হাজার কোটি টাকা পরিশোধ না করে পাড়ি...
২ ঘণ্টা আগেগতকাল শুক্রবার ছিল ছুটির দিন। তাই রাজধানীর বাংলাবাজারের সৃজনশীল প্রকাশনীগুলো বন্ধ থাকার কথা। কিন্তু পরদিন থেকে বইমেলার শুরু; এ কারণে প্রকাশকদের ব্যস্ততার শেষ নেই। পিকআপ ও ভ্যানে ওঠানো হচ্ছে নতুন বই। ছাপা, বাঁধাইয়ের কর্মী, শ্রমিক সবাই ব্যস্ত প্রথম দিনে নতুন বই পাঠকের সামনে তুলে ধরার কাজে। গতকাল রাতভ
৭ ঘণ্টা আগেজ্বালানি তেলের দাম লিটারে এক টাকা বেড়েছে। ১ ফেব্রুয়ারি থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ১ টাকা বেড়ে ১০৫ টাকা, কেরোসিন ১০৪ টাকা থেকে ১০৫ টাকা এবং অকটেন ১২৬ টাকা ও পেট্রল ১২২ টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে...
১৩ ঘণ্টা আগে