Ajker Patrika

সরকারের অন্যতম মূল লক্ষ্য হাসিনাকে দেশে এনে বিচার করা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

অনলাইন ডেস্ক
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের অন্যতম মূল লক্ষ্য হচ্ছে শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আওয়ামী লীগ আমলের আইসিটি ও ডিজিটালাইজেশন খাতের দুর্নীতি নিয়ে শ্বেতপত্র করতে উচ্চপর্যায়ে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দু-এক দিনের মধ্যে গঠিত এ কমিটি ২ মাসের মধ্যে শ্বেতপত্র দেবে বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রেস সচিব। এতে আরও উপস্থিত ছিলেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

শফিকুল আলম বলেন, ‘আমাদের অন্যতম মূল লক্ষ্য তাঁকে বাংলাদেশে এনে বিচার করা। কিছুদিন আগে জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে রিপোর্ট হয়েছে, তাতে স্পষ্ট কী ধরনের অপরাধ উনি (শেখ হাসিনা) করেছেন। তাঁকে মানবতাবিরোধী অপরাধের অভিযুক্ত করা হয়েছে। এটা বড় ধরনের অপরাধ। জাতিসংঘ ও কিছু কিছু মানবাধিকার কমিশনের রিপোর্টের পর অনেক চাপ সৃষ্টি হয়েছে। এই চাপের একটা নমুনা দেখেছেন যে ইন্ডিয়া টুডে একটা জরিপ করেছে, সেখানে দেখা গেছে ৫৫ শতাংশ চায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে। কিছু শতাংশ চাচ্ছে তাকে অন্য দেশে দিতে। মাত্র ১৬-১৭ শতাংশ মানুষ চায় শেখ হাসিনাকে ভারতে রাখতে। শেখ হাসিনাকে ফেরত এনে সশরীরে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো সরকারের প্রধান লক্ষ্যগুলোর মধ্যে অন্যতম বলে জানান প্রেস সচিব।’

আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সরকারের চিন্তাভাবনা কী জানতে চাইলে শফিকুল আলম বলেন, ‘আমরা বারবার বলেছি, এ বিষয়ে দেশের জনগণ সিদ্ধান্ত নেবে। তবে আমাদের একটাই কথা, আওয়ামী লীগের যেব নেতা-কর্মী ও সমর্থক জুলাই গণহত্যার সঙ্গে জড়িত, তার আগে গুম-খুনে জড়িত, দুর্নীতির সঙ্গে জড়িত তাদের সবার বিচার হবে। এটা হওয়ার পর দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে, আওয়ামী লীগের বিষয়ে তারা কী ভাবছেন বা এটার ভবিষ্যৎ কী হবে।

রাষ্ট্র সংস্কারে গঠিত ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ১৫ ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে জাতীয় ঐকমত্য কমিশন। সেদিন জানানো হয়, প্রতিবেদন নিয়ে পরবর্তী সময়ে আলাদা আলাদা ও জোটগতভাবে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের রূপরেখা কমিশন দেবে বলে জানান প্রেস সচিব।

১১-১৩ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৫ অনুষ্ঠিত হয়। সফরটির প্রসঙ্গ টেনে শফিকুল আলম বলেন, ‘দুবাইয়ে বাংলাদেশি শ্রমিক নিষেধজ্ঞায় রয়েছে। এই নিয়ে ড. ইউনূস সেখানকার ৫-৬ জন মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমরা আশা করছি, এ নিষেধজ্ঞা দ্রুত উঠে যাবে। সেখানে আবারও বাংলাদেশি শ্রমিক যেতে পারবেন। এ নিয়ে সরকারের কাজ চলমানও রয়েছে।’

সাবেক আওয়ামী লীগ সরকারের সময় অগ্রাধিকারপ্রাপ্ত আইসিটি খাতের দুর্নীতি খতিয়ে দেখতে দেশি-বিদেশে আইসিটি বিশেষজ্ঞদের নিয়ে উচ্চপর্যায়ে কমিটি গঠনের সিদ্ধান্ত সরকার নিয়েছে বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, ‘গত কিছুদিন আইসিটি এবং ডিজিটালাইজেশনকে ঘিরে অনেকগুলো দুর্নীতির সংবাদ গণমাধ্যমে বেরিয়েছে। ড. ইউনূস চাচ্ছেন আইসিটি খাতের দুর্নীতি নিয়ে একটা শ্বেতপত্র প্রকাশ করা হোক। এই শ্বেতপত্র তৈরির জন্য একটি উচ্চপর্যায়ের কমিটিতে বিশ্বের স্বনামধন্য, যাঁরা আইসিটি নিয়ে কাজ করেন, তাঁদের যুক্ত করা হবে। তাঁদের মূল কাজ হবে ডিজিটাল বাংলাদেশের নামে যে ধরনের অনিয়ম ও দুর্নীতি হয়েছে, সেটা কীভাবে করেছে, কত টাকা এখান থেকে পাচার করা হয়েছে, তা বের করা। সুনির্দিষ্টভাবে কোনো খাতে কত টাকা পাচার করা হয়েছে, তার পুরো বিষয়টি দেখা। এতে আমরা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছি, তা দেখা। আগামী দুই মাসের মধ্যে কমিটি একটি দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবে বলেও জানান শফিকুল আলম।’

বাংলাদেশে এখনো বহু সাংবাদিক হুমকি-হামলার শিকার হচ্ছেন, সাংবাদিকদের অধিকার রক্ষার কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে প্রেস সচিব বলেন, ‘সাংবাদিকতার যেকোনো প্রতিবেদনকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু দেখা যাচ্ছে দু-একটা বিচ্ছিন্ন ঘটনাকে নিয়ে অনেক ধরনের মন্তব্য করা হয়। আমরা সিপিজেকে বাংলাদেশে এসে গণমাধ্যমের স্বাধীনতার অবস্থা দেখার আহ্বান করছি। আমরা মনে করি, বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছরের মধ্যে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম। আমরা কোনো পত্রিকাকে সংবাদ ওঠানোর জন্য হুমকি দিইনি।’ তিনি বলেন, ‘কিছু বিচ্ছিন্ন ঘটনায় সাংবাদিকেরা হামলার শিকার হয়েছেন, সেটা আমরা পুলিশকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছি, কিছু ক্ষেত্রে দেখেছি সাংবাদিকেরা অভিযোগ দিতে চান না। আমরা চাই সাংবাদিকেরা যেন নির্বিঘ্নে সাংবাদিকতা করেন। তাঁরা সব ধরনের সংবাদ পরিবেশন করবেন, আমাদের সমালোচনাকেও আমরা সাধুবাদ জানাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

বিএনপি নেতা নাছিরের দুই মেয়ে ও স্ত্রীকে মারধরের অভিযোগ দুই সৎভাইয়ের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত