Ajker Patrika

আদিলুর-এলানের সাজা বাড়াতে হাইকোর্টে আবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১৪: ৫৩
আদিলুর-এলানের সাজা বাড়াতে হাইকোর্টে আবেদন

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিনের সাজা বাড়াতে হাইকোর্টে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। 

গত বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিলটি দায়ের করা হয় বলে আজ শনিবার আজকের পত্রিকাকে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী। তিনি বলেন, ‘গ্রহণযোগ্যতার শুনানির জন্য আপিলটি হাইকোর্টে উপস্থাপন করা হবে। আপিল গ্রহণ করা হলে পরে তা শুনানি শেষে নিষ্পত্তি হবে।’ 

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে অসত্য-বিকৃত তথ্য প্রচারের অভিযোগে আদিলুর ও নাসিরের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় গত ১৪ সেপ্টেম্বর আদিলুর ও নাসিরকে দুই বছর করে কারাদণ্ড দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। রায়ের পর তাঁদের কারাগারে পাঠানো হয়। 

ট্রাইব্যুনালের দেওয়া সাজা থেকে খালাস চেয়ে গত ২৫ সেপ্টেম্বর হাইকোর্টে আপিল করেছেন আদিলুর রহমান খান ও এ এস এম নাসির উদ্দিন। আবেদনে তাঁদের জামিনও চাওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত