জার্মানির মিউনিখে চলমান মিউনিখ সিকিউরিটি কনফারেন্স বা নিরাপত্তা সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটাই জানানো হয়েছে জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে।
আজ শনিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার কিংবা আগামীকাল রোববার (পশ্চিমা বিশ্বের প্রচলিত সপ্তাহান্তে) ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন শেখ হাসিনা। তাঁর সঙ্গে থাকতে পারেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন বলে জানানো হয়েছে নিক্কেইয়ের প্রতিবেদনে।
জাপানি সংবাদমাধ্যমটি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে উদ্ধৃত করে জানিয়েছে, শেখ হাসিনা ও জেলেনস্কির বৈঠকের ফলে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রভাবিত হবে না। পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় রাশিয়ার সহযোগিতার কথা ইঙ্গিত করে বলেন, ‘রাশিয়া আমাদের খুবই ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র এবং আমাদের এই বন্ধুত্বের শুরু স্বাধীনতাযুদ্ধের সময় থেকেই।’
এদিকে, মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ডেনমার্ক ও কাতারের প্রধানমন্ত্রীসহ বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে বৈঠক করেছেন। মিউনিখের হোটেল বেইরিশার হফে শেখ হাসিনা ডেনমার্কের প্রধানমন্ত্রী ম্যাট ফ্রেডেরিকসেন এবং কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল রহমান আল-থানির সঙ্গে বৈঠক করেন।
এ ছাড়া প্রধানমন্ত্রী মেটা গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট ও যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী স্যার নিক ক্লেগ এবং বিশ্বব্যাংকের ডেভেলপমেন্ট পলিসি অ্যান্ড পার্টনারশিপের সিনিয়র ম্যানেজিং ডিরেক্টর অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানম ঘেব্রেসিউসের সঙ্গেও বৈঠক করেন।
এর আগে গতকাল সকালে, উইমেন পলিটিক্যাল লিডারসের (ডব্লিউপিএল) সভাপতি সিলভানা কোচ-মেহরিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে তাঁরা পারস্পরিক ও বৈশ্বিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।
জার্মানির মিউনিখে চলমান মিউনিখ সিকিউরিটি কনফারেন্স বা নিরাপত্তা সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটাই জানানো হয়েছে জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে।
আজ শনিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার কিংবা আগামীকাল রোববার (পশ্চিমা বিশ্বের প্রচলিত সপ্তাহান্তে) ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন শেখ হাসিনা। তাঁর সঙ্গে থাকতে পারেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন বলে জানানো হয়েছে নিক্কেইয়ের প্রতিবেদনে।
জাপানি সংবাদমাধ্যমটি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে উদ্ধৃত করে জানিয়েছে, শেখ হাসিনা ও জেলেনস্কির বৈঠকের ফলে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রভাবিত হবে না। পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় রাশিয়ার সহযোগিতার কথা ইঙ্গিত করে বলেন, ‘রাশিয়া আমাদের খুবই ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র এবং আমাদের এই বন্ধুত্বের শুরু স্বাধীনতাযুদ্ধের সময় থেকেই।’
এদিকে, মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ডেনমার্ক ও কাতারের প্রধানমন্ত্রীসহ বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে বৈঠক করেছেন। মিউনিখের হোটেল বেইরিশার হফে শেখ হাসিনা ডেনমার্কের প্রধানমন্ত্রী ম্যাট ফ্রেডেরিকসেন এবং কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল রহমান আল-থানির সঙ্গে বৈঠক করেন।
এ ছাড়া প্রধানমন্ত্রী মেটা গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট ও যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী স্যার নিক ক্লেগ এবং বিশ্বব্যাংকের ডেভেলপমেন্ট পলিসি অ্যান্ড পার্টনারশিপের সিনিয়র ম্যানেজিং ডিরেক্টর অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানম ঘেব্রেসিউসের সঙ্গেও বৈঠক করেন।
এর আগে গতকাল সকালে, উইমেন পলিটিক্যাল লিডারসের (ডব্লিউপিএল) সভাপতি সিলভানা কোচ-মেহরিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে তাঁরা পারস্পরিক ও বৈশ্বিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে দশম জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বা বিনা ভোটে। ২০১৪ সালের ৫ জানুয়ারি ভোট গ্রহণের আগেই তাঁদের বিজয় নিশ্চিত করেছিল আওয়ামী লীগের ক্ষমতায় বহাল থাকা। বিনা ভোটে এমপি হওয়ার সুযোগ আর রাখতে চায় না বর্তমান...
৫ ঘণ্টা আগেদেশের থানাগুলোতে ৫ মাস ধরে প্রতি মাসে ১ হাজার ৮০০-এর বেশি নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে। সেই হিসাবে দিনে ৬০টি এবং প্রতি ২৪ মিনিটে একটি মামলা হয়েছে। নারী ও শিশু নির্যাতনের অনেক ঘটনায়ই মামলা হয় না—এই বাস্তবতা বিবেচনায় নিলে অপরাধের প্রকৃত মাত্রা সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়।
৬ ঘণ্টা আগেগোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি ঘিরে হতাহতের ঘটনায় নিন্দা এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন শিক্ষক, আইনজীবী, মানবাধিকারকর্মীসহ ২১ বিশিষ্ট নাগরিক। আজ শনিবার (১৯ জুলাই) গণমাধ্যমে এই বিবৃতি পাঠানো হয়।
১০ ঘণ্টা আগেসম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে দাবি করা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী একটি রাজনৈতিক দলকে তাদের কর্মসূচির জন্য বাস সরবরাহ করেছে। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
১২ ঘণ্টা আগে