Ajker Patrika

মিউনিখে জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন শেখ হাসিনা 

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৩: ৪১
মিউনিখে জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন শেখ হাসিনা 

জার্মানির মিউনিখে চলমান মিউনিখ সিকিউরিটি কনফারেন্স বা নিরাপত্তা সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটাই জানানো হয়েছে জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে।

আজ শনিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার কিংবা আগামীকাল রোববার (পশ্চিমা বিশ্বের প্রচলিত সপ্তাহান্তে) ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন শেখ হাসিনা। তাঁর সঙ্গে থাকতে পারেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন বলে জানানো হয়েছে নিক্কেইয়ের প্রতিবেদনে। 

জাপানি সংবাদমাধ্যমটি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে উদ্ধৃত করে জানিয়েছে, শেখ হাসিনা ও জেলেনস্কির বৈঠকের ফলে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রভাবিত হবে না। পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় রাশিয়ার সহযোগিতার কথা ইঙ্গিত করে বলেন, ‘রাশিয়া আমাদের খুবই ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র এবং আমাদের এই বন্ধুত্বের শুরু স্বাধীনতাযুদ্ধের সময় থেকেই।’

এদিকে, মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ডেনমার্ক ও কাতারের প্রধানমন্ত্রীসহ বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে বৈঠক করেছেন। মিউনিখের হোটেল বেইরিশার হফে শেখ হাসিনা ডেনমার্কের প্রধানমন্ত্রী ম্যাট ফ্রেডেরিকসেন এবং কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল রহমান আল-থানির সঙ্গে বৈঠক করেন।

এ ছাড়া প্রধানমন্ত্রী মেটা গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট ও যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী স্যার নিক ক্লেগ এবং বিশ্বব্যাংকের ডেভেলপমেন্ট পলিসি অ্যান্ড পার্টনারশিপের সিনিয়র ম্যানেজিং ডিরেক্টর অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানম ঘেব্রেসিউসের সঙ্গেও বৈঠক করেন।

এর আগে গতকাল সকালে, উইমেন পলিটিক্যাল লিডারসের (ডব্লিউপিএল) সভাপতি সিলভানা কোচ-মেহরিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে তাঁরা পারস্পরিক ও বৈশ্বিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত