Ajker Patrika

চানখাঁরপুলে হত্যাকাণ্ড: ডিএমপির সাবেক কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১৬: ৩২
চানখাঁরপুলে হত্যাকাণ্ড: ডিএমপির সাবেক কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর চানখাঁরপুলে ৬ জনকে গুলি করে হত্যার মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে। মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে।

বাকিরা হলেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদিপ কুমার চক্রবর্তী, ডিএমপির রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম মো. আক্তারুল ইসলাম, রমনা জোনের সাবেক এসি মো. ইমরুল, সাবেক পুলিশ পরিদর্শক (অপারেশন শাহবাগ থানা) আরশাদ হোসেন, কনস্টেবল সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন এবং কনস্টেবল নাসিরুল ইসলাম।

আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সংবাদ সম্মেলনে প্রতিবেদনের বিষয়টি তুলে ধরেন।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল বলেন, রোববার তদন্ত সংস্থার পক্ষ থেকে ৯০ পৃষ্ঠার এই প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেওয়া হয়েছে। মোট ৮৯ জন সাক্ষীর জবানবন্দি এখানে যুক্ত করা হয়েছে। এটিই প্রথম তদন্ত প্রতিবেদন বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত