Ajker Patrika

জনদুর্ভোগ কমাতে রাস্তা ছেড়ে অন্য কোথাও কর্মসূচি করা উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ মে ২০২৫, ১৬: ১৯
উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি
উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

দাবিদাওয়া জানাতে সড়ক অবরোধ না করে অন্য কোথাও কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আহ্বান জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যারা যমুনার সামনে সভা-সমাবেশ করেছিল, তাদের বলার পরে তারা অন্য জায়গায় চলে গেছে, তারপরও কিছুটা জনদুর্ভোগ হচ্ছে। এ বিষয়ে গণমাধ্যম ও নাগরিকদের সচেতন করতে পারে। যাতে কারও কোনো দাবিদাওয়া থাকলে রাস্তা ছেড়ে অন্য কোথাও তাদের কর্মসূচি পালন করে সেই দাবিদাওয়ার কথা জানায়, তাতে জনদুর্ভোগ কম হবে। এ বিষয়ে সবার সচেতন হওয়া উচিত।’

বিমানবন্দর পরিদর্শন প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমি ২০১১ সালের পর বিদেশ যাইনি। তাই সিস্টেমটা বুঝতে এসেছিলাম—ইমিগ্রেশন কীভাবে হয়, কী কী পরিবর্তন এসেছে। এখনকার ব্যবস্থাপনা আগের চেয়ে অনেক উন্নত।’

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের বিষয়ে তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতির বিদেশযাত্রায় দায়িত্বে অবহেলার জন্য কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত এবং কয়েকজনকে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যাদের তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তিনি বলেন, ‘তদন্ত প্রতিবেদনে যাদের দায়ী হিসেবে চিহ্নিত করা হবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত