নিজস্ব প্রতিবেদক
ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এমআরএনএ মডার্না ভ্যাকসিন জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এ নিয়ে দেশে ৮টি ভ্যাকসিন অনুমোদন পেল। এর আগে সবশেষ ১৫ জুন বেলজিয়ামের তৈরি জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকা অনুমোদন দেওয়া হয়।
মঙ্গলবার অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই টিকা ব্যবহারে অনুমোদনের বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্যসেবা বিভাগের আবেদনের প্রেক্ষিতে ওষুধ প্রশাসন অধিদপ্তর টিকাটির মূল্যায়নের নিমিত্তে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশে মডার্নার টিকার লোকাল এজেন্ট সরকারের স্বাস্থ্যসেবা বিভাগ।
মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহৃত দ্বিতীয় এই টিকা গত ২২ জানুয়ারি জরুরি ব্যবহার্য টিকার তালিকায় স্থান দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর ইউএস-এফডি এবং ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি অনুমোদন দেয়।
দুই ডোজের এই টিকা ১৮ বছর এবং তদূর্ধ্ব বয়সী ব্যক্তিরা নিতে পারবেন। প্রথম ডোজ গ্রহণের ৪ সপ্তাহ পর নেওয়া যাবে দ্বিতীয় ডোজ। টিকাটির সংরক্ষণ তাপমাত্রা ১৫ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস। ব্যবহারের আগে ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক মাস এবং ৮ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১২ ঘণ্টা সংরক্ষণ করা যাবে।
এর আগে ওষুধ প্রশাসনের অনুমোদন পাওয়া টিকা হলো-অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় সেরাম উৎপাদিত কোভিশিল্ড, রাশিয়ার স্পুতনিক–ভি, চীনের সিনোফার্ম ও সিনোভ্যাক, বেলজিয়ামের তৈরি ফাইজার ও জনসন অ্যান্ড জনসন এবং সুইডেনের তৈরি অ্যাস্ট্রাজেনেকা।
ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এমআরএনএ মডার্না ভ্যাকসিন জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এ নিয়ে দেশে ৮টি ভ্যাকসিন অনুমোদন পেল। এর আগে সবশেষ ১৫ জুন বেলজিয়ামের তৈরি জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকা অনুমোদন দেওয়া হয়।
মঙ্গলবার অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই টিকা ব্যবহারে অনুমোদনের বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্যসেবা বিভাগের আবেদনের প্রেক্ষিতে ওষুধ প্রশাসন অধিদপ্তর টিকাটির মূল্যায়নের নিমিত্তে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশে মডার্নার টিকার লোকাল এজেন্ট সরকারের স্বাস্থ্যসেবা বিভাগ।
মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহৃত দ্বিতীয় এই টিকা গত ২২ জানুয়ারি জরুরি ব্যবহার্য টিকার তালিকায় স্থান দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর ইউএস-এফডি এবং ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি অনুমোদন দেয়।
দুই ডোজের এই টিকা ১৮ বছর এবং তদূর্ধ্ব বয়সী ব্যক্তিরা নিতে পারবেন। প্রথম ডোজ গ্রহণের ৪ সপ্তাহ পর নেওয়া যাবে দ্বিতীয় ডোজ। টিকাটির সংরক্ষণ তাপমাত্রা ১৫ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস। ব্যবহারের আগে ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক মাস এবং ৮ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১২ ঘণ্টা সংরক্ষণ করা যাবে।
এর আগে ওষুধ প্রশাসনের অনুমোদন পাওয়া টিকা হলো-অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় সেরাম উৎপাদিত কোভিশিল্ড, রাশিয়ার স্পুতনিক–ভি, চীনের সিনোফার্ম ও সিনোভ্যাক, বেলজিয়ামের তৈরি ফাইজার ও জনসন অ্যান্ড জনসন এবং সুইডেনের তৈরি অ্যাস্ট্রাজেনেকা।
প্রধান উপদেষ্টার সম্প্রতি চীন সফরের ফলাফল পর্যালোচনা এবং বাংলাদেশ-চীন সহযোগিতা দ্রুততর করতে চীনা রাষ্ট্রদূত ইয়াও ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাঁরা এ সাক্ষাৎ করেন।
৯ ঘণ্টা আগেএজেন্সিগুলোর গাফিলতির কারণে চলতি বছর প্রায় সাড়ে ১০ হাজার ব্যক্তির হজ পালন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এ নিয়ে ধর্ম উপদেষ্টার হুঁশিয়ারির পর তৎপরতা বাড়িয়েছে এজেন্সিগুলো। এতে অনিশ্চয়তা প্রায় কেটে গেছে। হজযাত্রীদের ভিসাপ্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
৯ ঘণ্টা আগেজাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকোর মহাপরিচালক পদে (২০২৫-২৯) মেক্সিকোর প্রার্থী গ্যাব্রিয়েলা রামোস পাটিনা প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি এ সাক্ষাৎ করেন। এ সময় মেক্সিকোর অনাবাসিক
৯ ঘণ্টা আগেজুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি–সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করা হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন। একই সঙ্গে আবেদনটি আগামী ১৮ মে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির...
১১ ঘণ্টা আগে