Ajker Patrika

শাহজালাল বিমানবন্দরে বিদ্যুৎ বিভ্রাট, এক ঘণ্টা পর সচল ইমিগ্রেশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শাহজালাল বিমানবন্দরে বিদ্যুৎ বিভ্রাট, এক ঘণ্টা পর সচল ইমিগ্রেশন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিদ্যুৎ বিভ্রাটে এক ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে ইমিগ্রেশন কার্যক্রম। এক ঘণ্টা ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ থাকায় অনেক ফ্লাইট ছাড়তে বিলম্বে হয়েছে। ফলে অনেক যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।

জানা গেছে, আজ মঙ্গলবার দুপুর ২টার পর থেকে প্রায় তিনটা পর্যন্ত বিমানবন্দরে এই বিদ্যুৎ সমস্যা দেখা দেয়।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সারা দেশে বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব বিমানবন্দরে পড়েছে। দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত বিদ্যুৎ সেবা বন্ধ ছিল। তবে, পরবর্তীতে বিশেষ ব্যবস্থায় বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক করা হয়েছে।

তবে বিমানবন্দর সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, বিদ্যুৎ সমস্যায় ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ থাকার নেতিবাচক প্রভাব পুরো বিমানবন্দরে পড়বে। অনেক ফ্লাইট ডিলে হবে। এর প্রভাব কাটিয়ে উঠতে অন্তত তিন দিন সময় লাগবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত