মো. হুমায়ূন কবীর, ঢাকা
কাজী হাবিবুল আউয়াল কমিশন পদত্যাগ করায় গত বৃহস্পতিবার থেকে কমিশনশূন্য নির্বাচন ভবন। কবে এবং কোন প্রক্রিয়ায় নতুন করে নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হবে, সে বিষয়েও এখনো কোনো আলোচনা নেই।
সাচিবিক কিছু কাজে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং নতুন অন্যান্য কাজে নির্বাচন কমিশনারদের মতামত নিয়ে কাজ করে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। এমন পরিস্থিতিতে সিইসি ও নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়ার আগে পর্যন্ত চলার জন্য মন্ত্রিপরিষদ বিভাগের মতামত চাইবে ইসি সচিবালয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
বর্তমানে নির্বাচন কমিশনারদের পদ শূন্য থাকা অবস্থায় কমিশন সচিবালয় কীভাবে কার্যক্রম পরিচালনা করবে? জানতে চাইলে ইসি সচিব শফিউল আজিম আজকের পত্রিকাকে বলেন, ইসি সচিবালয়ের বেশির ভাগ সাচিবিক কাজ সচিবই সম্পন্ন করতে পারেন। সচিবের ক্ষমতার বাইরের বাজেট বা কর্মকর্তাদের ছুটির ক্ষেত্রে সিইসির পরামর্শ নিতে হয়। আবার নতুন দলের নিবন্ধনসহ কিছু ক্ষেত্রে কমিশনারদের মতামত নিতে হয়। এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশন সচিবালয় কীভাবে চলবে সে বিষয়ে আমরা মন্ত্রিপরিষদ বিভাগের পরামর্শ চাইব।
নির্বাচন কমিশনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রধান উপদেষ্টাসহ অন্য উপদেষ্টারা অবগত আছেন বলেও জানান তিনি।
এ দিকে কমিশনার শূন্য হওয়ার পর প্রথম কার্যদিবসে নির্বাচন ভবনে সারা দিন তেমন কোনো কর্মতৎপরতা চোখে পড়েনি। বিকেল ৪টায় সব কর্মকর্তাকে নিয়ে জরুরি বৈঠকে বসেন ইসি সচিব। বৈঠকে জনগণের সেবা নিশ্চিতে দিকনির্দেশনা দেন সচিব। সভায় কর্মকর্তাদের পক্ষ থেকে এনআইডি সেবা সহজ করে নাগরিক ভোগান্তি কমানোর উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়।
কর্মকর্তারা সভায় জানান, এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তির সময় পার হয়ে গেলেও নাগরিকেরা বা ঊর্ধ্বতম কর্মকর্তারা নথি উপস্থাপনের আগে এ বিষয়ে কিছু জানতে পারেন না। তাই এ বিষয়ে সিস্টেম ডেভেলপ করতে হবে যাতে কোনো আবেদন নিষ্পত্তির সময় পার হয়ে গেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সেটি রেড সিগন্যাল হয়ে ধরা পড়ে। এতে এনআইডি সংক্রান্ত কাজের মনিটরিং জোরদার হবে।
এ ছাড়া কর্মকর্তারা এনআইডির ম্যাচ ফাউন্ড, নটফাউন্ড সমস্যা সমাধানের জন্য মাঠপর্যায়ে কর্মকর্তাদের ক্ষমতায়নের পরামর্শ দেন।
রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, সেবা দিতে কোনো বাধা আছে কিনা; কোন কোন ক্ষেত্রে সংস্কার প্রয়োজন; কারও বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে বিধিমালা অনুযায়ী ব্যবস্থাসহ বিভাগীয় মামলা; প্লাস্টিকের ব্যবহার বন্ধ; উপজেলা জেলা এনআইডি অনুবিভাগের মহাপরিচালক পর্যন্ত এনআইডি সেবা কার্যক্রম মনিটরিং করার ব্যবস্থা করা; গাড়ি ব্যবহারের ক্ষেত্রে প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুসরণ করা; কেনাকাটায় স্বচ্ছতা বজায় রাখা; সেবা দিয়ে জনগণের সন্তুষ্টি অর্জন করা; সেবা সহজ করা; এনআইডিসহ যেকোনো সেবা পাওয়ার ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের সুযোগ বন্ধ করা, জনগণ যাতে সরাসরি সেব পায় সেটি নিশ্চিত করা—এসব বিষয় কর্মকর্তারা যাতে বাস্তবায়ন করেন সে বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
এ ছাড়া এনআইডি সেবা কীভাবে আরও সহজে জনগণকে দেওয়া যেতে পারে সে বিষয়ে শিগগিরই একটি কর্মশালার করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান সচিব।
কাজী হাবিবুল আউয়াল কমিশন পদত্যাগ করায় গত বৃহস্পতিবার থেকে কমিশনশূন্য নির্বাচন ভবন। কবে এবং কোন প্রক্রিয়ায় নতুন করে নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হবে, সে বিষয়েও এখনো কোনো আলোচনা নেই।
সাচিবিক কিছু কাজে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং নতুন অন্যান্য কাজে নির্বাচন কমিশনারদের মতামত নিয়ে কাজ করে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। এমন পরিস্থিতিতে সিইসি ও নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়ার আগে পর্যন্ত চলার জন্য মন্ত্রিপরিষদ বিভাগের মতামত চাইবে ইসি সচিবালয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
বর্তমানে নির্বাচন কমিশনারদের পদ শূন্য থাকা অবস্থায় কমিশন সচিবালয় কীভাবে কার্যক্রম পরিচালনা করবে? জানতে চাইলে ইসি সচিব শফিউল আজিম আজকের পত্রিকাকে বলেন, ইসি সচিবালয়ের বেশির ভাগ সাচিবিক কাজ সচিবই সম্পন্ন করতে পারেন। সচিবের ক্ষমতার বাইরের বাজেট বা কর্মকর্তাদের ছুটির ক্ষেত্রে সিইসির পরামর্শ নিতে হয়। আবার নতুন দলের নিবন্ধনসহ কিছু ক্ষেত্রে কমিশনারদের মতামত নিতে হয়। এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশন সচিবালয় কীভাবে চলবে সে বিষয়ে আমরা মন্ত্রিপরিষদ বিভাগের পরামর্শ চাইব।
নির্বাচন কমিশনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রধান উপদেষ্টাসহ অন্য উপদেষ্টারা অবগত আছেন বলেও জানান তিনি।
এ দিকে কমিশনার শূন্য হওয়ার পর প্রথম কার্যদিবসে নির্বাচন ভবনে সারা দিন তেমন কোনো কর্মতৎপরতা চোখে পড়েনি। বিকেল ৪টায় সব কর্মকর্তাকে নিয়ে জরুরি বৈঠকে বসেন ইসি সচিব। বৈঠকে জনগণের সেবা নিশ্চিতে দিকনির্দেশনা দেন সচিব। সভায় কর্মকর্তাদের পক্ষ থেকে এনআইডি সেবা সহজ করে নাগরিক ভোগান্তি কমানোর উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়।
কর্মকর্তারা সভায় জানান, এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তির সময় পার হয়ে গেলেও নাগরিকেরা বা ঊর্ধ্বতম কর্মকর্তারা নথি উপস্থাপনের আগে এ বিষয়ে কিছু জানতে পারেন না। তাই এ বিষয়ে সিস্টেম ডেভেলপ করতে হবে যাতে কোনো আবেদন নিষ্পত্তির সময় পার হয়ে গেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সেটি রেড সিগন্যাল হয়ে ধরা পড়ে। এতে এনআইডি সংক্রান্ত কাজের মনিটরিং জোরদার হবে।
এ ছাড়া কর্মকর্তারা এনআইডির ম্যাচ ফাউন্ড, নটফাউন্ড সমস্যা সমাধানের জন্য মাঠপর্যায়ে কর্মকর্তাদের ক্ষমতায়নের পরামর্শ দেন।
রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, সেবা দিতে কোনো বাধা আছে কিনা; কোন কোন ক্ষেত্রে সংস্কার প্রয়োজন; কারও বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে বিধিমালা অনুযায়ী ব্যবস্থাসহ বিভাগীয় মামলা; প্লাস্টিকের ব্যবহার বন্ধ; উপজেলা জেলা এনআইডি অনুবিভাগের মহাপরিচালক পর্যন্ত এনআইডি সেবা কার্যক্রম মনিটরিং করার ব্যবস্থা করা; গাড়ি ব্যবহারের ক্ষেত্রে প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুসরণ করা; কেনাকাটায় স্বচ্ছতা বজায় রাখা; সেবা দিয়ে জনগণের সন্তুষ্টি অর্জন করা; সেবা সহজ করা; এনআইডিসহ যেকোনো সেবা পাওয়ার ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের সুযোগ বন্ধ করা, জনগণ যাতে সরাসরি সেব পায় সেটি নিশ্চিত করা—এসব বিষয় কর্মকর্তারা যাতে বাস্তবায়ন করেন সে বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
এ ছাড়া এনআইডি সেবা কীভাবে আরও সহজে জনগণকে দেওয়া যেতে পারে সে বিষয়ে শিগগিরই একটি কর্মশালার করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান সচিব।
প্রধান উপদেষ্টার সম্প্রতি চীন সফরের ফলাফল পর্যালোচনা এবং বাংলাদেশ-চীন সহযোগিতা দ্রুততর করতে চীনা রাষ্ট্রদূত ইয়াও ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাঁরা এ সাক্ষাৎ করেন।
৪ ঘণ্টা আগেএজেন্সিগুলোর গাফিলতির কারণে চলতি বছর প্রায় সাড়ে ১০ হাজার ব্যক্তির হজ পালন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এ নিয়ে ধর্ম উপদেষ্টার হুঁশিয়ারির পর তৎপরতা বাড়িয়েছে এজেন্সিগুলো। এতে অনিশ্চয়তা প্রায় কেটে গেছে। হজযাত্রীদের ভিসাপ্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
৪ ঘণ্টা আগেজাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকোর মহাপরিচালক পদে (২০২৫-২৯) মেক্সিকোর প্রার্থী গ্যাব্রিয়েলা রামোস পাটিনা প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি এ সাক্ষাৎ করেন। এ সময় মেক্সিকোর অনাবাসিক
৪ ঘণ্টা আগেজুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি–সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করা হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন। একই সঙ্গে আবেদনটি আগামী ১৮ মে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির...
৬ ঘণ্টা আগে