Ajker Patrika

আনসার-ভিডিপিকে প্রশিক্ষণ দেবে ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১৯: ৫০
আনসার-ভিডিপিকে প্রশিক্ষণ দেবে ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আনসার-ভিডিপিকে আগামী শুক্রবার প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালক এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত আমন্ত্রণ পত্র থেকে এই তথ্য জানা গেছে। 

চিঠিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল বিভাগের পরিচালক এবং সকল জেলার জেলা কমান্ড্যান্টদের দিনব্যাপী প্রশিক্ষণ ১৫ ডিসেম্বর ঢাকায় নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। ওই প্রশিক্ষণে প্রতি বিভাগ থেকে একজন পরিচালক এবং প্রতিটি জেলা থেকে একজন জেলা কমান্ড্যান্ট অংশগ্রহণ করবেন। সকাল ৯টায় প্রশিক্ষণ শুরু হবে। 

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত