Ajker Patrika

ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠ থেকে আদালত সরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ১৪: ২৭
আলিয়া মাদ্রাসা মাঠ থেকে আদালত সরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
আলিয়া মাদ্রাসা মাঠ থেকে আদালত সরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠে বিশেষ আদালতের বিচারকাজ বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকালে তাঁরা সড়ক অবরোধ করেন।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পৌঁছেছেন সেনবাহিনী ও পুলিশ সদস্যরা। তাঁরা শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।

মাদ্রাসার শিক্ষার্থীদের দাবি, আজ থেকে এই মাদ্রাসায় পিলখানা হত্যা মামলার আদালত বসছে। এখানে বিচারকাজ চলমান থাকলে তাঁদের শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটবে। তাঁরা চান না এই আদালত এখানে পরিচালিত হোক।

শিক্ষার্থীরা বলছেন, এর আগে বেশ কয়েকবার মন্ত্রণালয়ে অভিযোগ দিলেও এ বিষয়ে কেউ কর্ণপাত করেননি।

আলিয়া মাদ্রাসা মাঠ থেকে আদালত সরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
আলিয়া মাদ্রাসা মাঠ থেকে আদালত সরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

এর আগে বুধবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকার পিলখানার বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে করা মামলার বিচারকার্য পরিচালনার জন্য বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নির্মিত ভবনটিকে অস্থায়ী আদালত বানিয়ে বিচার পরিচালিত হয়ে আসছে।

আলিয়া মাদ্রাসা মাঠ থেকে আদালত সরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
আলিয়া মাদ্রাসা মাঠ থেকে আদালত সরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

তবে গত জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় আদালত ভবনটিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং পরবর্তীতে ছাত্রদের বাধার কারণে বিচারকার্য পরিচালনা করা সম্ভব হচ্ছে না।

আলিয়া মাদ্রাসা মাঠ থেকে আদালত সরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
আলিয়া মাদ্রাসা মাঠ থেকে আদালত সরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

এতে বলা আরও হয়, ফলে আসামিদের নিয়ে যাওয়া-আসা এবং নিরাপত্তা নিশ্চিত করা প্রায় অসম্ভব হচ্ছে। আসামিদের কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রাখা হচ্ছে বিধায় ওই কারাগারে নির্মিত অস্থায়ী আদালতে বিচারকার্য পরিচালনা করা গেলে আসামিদের আনা-নেওয়ার অসুবিধা দূর হবে এবং নিরাপত্তা নিশ্চিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত