নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুর্নীতি, হত্যা মামলা ও মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত বিভিন্ন দেশে পালাতক আওয়ামী লীগ নেতা ও ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রীদের দেশে ফেরাতে সরকার উদ্যোগ নেবে। এমনটাই জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেছেন, জনগণের টাকায় বিদেশে ফুর্তি করা আওয়ামী লীগ নেতাদের বিচার করা সরকারের নৈতিক দায়িত্ব।
আজ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, ‘যারা যারা অভিযুক্ত, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, খুনের মামলা আছে—তাদের ব্যাপারে আমরা সিরিয়াস এবং প্রত্যেকের আমরা প্রত্যাবাসন চাইব। তাদের বাংলাদেশের আইনের মুখোমুখি হতে হবে। তাদের আইনের আওতায় আনা আমাদের ও পরবর্তী সরকারের নৈতিক দায়িত্ব।’
পলাতক নেতাদের দুর্নীতিবাজ আখ্যা দিয়ে প্রেসসচিব বলেন, ‘এরা বাংলাদেশের মানুষের টাকা চুরি করে বাইরে নিয়ে মৌজ-ফুর্তি করছেন। তাদের ফেরানো অবশ্যই আমাদের নৈতিক দায়িত্ব। এই কাজটা আমরা করব।’ বিদেশে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের বেশির ভাগ নেতার হাতে রক্ত লেগে আছে উল্লেখ করে তিনি বলেন, ‘তারা মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত। বড় বড় দুর্নীতিতে যুক্ত।’
নারী সংস্কার কমিশনের প্রস্তাবের বিষয়ে ইসলামপন্থী দলগুলোর আপত্তির বিষয়ে জানতে চাইলে প্রেসসচিব বলেন, ‘প্রতিবেদনটি ঐকমত্য কমিশনে যাবে। তা নিয়ে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবেন। কারণ, অনেকগুলো বিষয় রাজনৈতিকভাবে আলাপ-আলোচনার বিষয়। রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নেবে, আমরা প্রতিবেদনের কতটুকু নেব, কতটুকু নেব না।’
আর্থনা সম্মেলনে যোগ দিতে আজ সোমবার সন্ধ্যা সাতটায় কাতারের উদ্দেশে রওনা দেবেন প্রধান উপদেষ্টা। সফরে দ্বিপক্ষীয় বিষয় আলোচিত হবে বলে জানান প্রেসসচিব। জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খানও কাতার যাবেন উল্লেখ করে তিনি বলেন, ‘কাতারের সঙ্গে আমাদের (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) এলএনজি নিয়ে দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে। ভিসাসংক্রান্ত ইস্যু নিয়ে আলাপ করব। এ ছাড়া অর্থনৈতিক সহযোগিতা নিয়েও আলাপ হবে। কাতারের উদ্যোক্তাদের নিয়ে ২৩ এপ্রিল বাণিজ্য সম্মেলন হবে, আশা করি সাড়া পাব।’ প্রধান উপদেষ্টা আল-জাজিরাকেও সাক্ষাৎকার দেবেন বলে জানিয়েছেন প্রেসসচিব।
কাতারে রোহিঙ্গাদের নিয়ে আড়াই ঘণ্টা ব্যাপী একটি সম্মেলন হবে উল্লেখ করেন শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সম্মেলনে রোহিঙ্গা সমস্যা নিয়ে আন্তর্জাতিকভাবে সম্পৃক্ত অনেকেই অংশ নেবেন। আশা করি, ফলপ্রসূ বৈঠক হবে।’
কাতারে বাংলাদেশি শ্রমিকদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে কিনা—এমন প্রশ্নের জবাবে প্রেসসচিব বলেন, ‘এ পরিকল্পনা আমাদের অনেক দিন ধরেই আছে। একই বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কথা বলছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। যাতে দেশটির বাজার আমাদের জন্য উন্মুক্ত হয়। আরও শ্রমিক বাংলাদেশ থেকে নেয়, সে বিষয়ে আমরা দেখছি। একইভাবে অন্যান্য যেসব দেশে আমাদের ভাই-বোনেরা কাজ পেতে পারেন তা নিয়ে কাজ করছি। শ্রমবাজারগুলো আরও ভালো বেতনে, বেশি সংখ্যক যেতে পারে সেটা সরকারের অগ্রাধিকার।’
সফর শেষে প্রধান উপদেষ্টার আগামী ২৪ এপ্রিল দিবাগত রাতে বাংলাদেশে ফেরার কথা রয়েছে বলে জানিয়েছেন প্রেসসচিব শফিকুল আলম।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেসসচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
দুর্নীতি, হত্যা মামলা ও মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত বিভিন্ন দেশে পালাতক আওয়ামী লীগ নেতা ও ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রীদের দেশে ফেরাতে সরকার উদ্যোগ নেবে। এমনটাই জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেছেন, জনগণের টাকায় বিদেশে ফুর্তি করা আওয়ামী লীগ নেতাদের বিচার করা সরকারের নৈতিক দায়িত্ব।
আজ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, ‘যারা যারা অভিযুক্ত, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, খুনের মামলা আছে—তাদের ব্যাপারে আমরা সিরিয়াস এবং প্রত্যেকের আমরা প্রত্যাবাসন চাইব। তাদের বাংলাদেশের আইনের মুখোমুখি হতে হবে। তাদের আইনের আওতায় আনা আমাদের ও পরবর্তী সরকারের নৈতিক দায়িত্ব।’
পলাতক নেতাদের দুর্নীতিবাজ আখ্যা দিয়ে প্রেসসচিব বলেন, ‘এরা বাংলাদেশের মানুষের টাকা চুরি করে বাইরে নিয়ে মৌজ-ফুর্তি করছেন। তাদের ফেরানো অবশ্যই আমাদের নৈতিক দায়িত্ব। এই কাজটা আমরা করব।’ বিদেশে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের বেশির ভাগ নেতার হাতে রক্ত লেগে আছে উল্লেখ করে তিনি বলেন, ‘তারা মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত। বড় বড় দুর্নীতিতে যুক্ত।’
নারী সংস্কার কমিশনের প্রস্তাবের বিষয়ে ইসলামপন্থী দলগুলোর আপত্তির বিষয়ে জানতে চাইলে প্রেসসচিব বলেন, ‘প্রতিবেদনটি ঐকমত্য কমিশনে যাবে। তা নিয়ে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবেন। কারণ, অনেকগুলো বিষয় রাজনৈতিকভাবে আলাপ-আলোচনার বিষয়। রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নেবে, আমরা প্রতিবেদনের কতটুকু নেব, কতটুকু নেব না।’
আর্থনা সম্মেলনে যোগ দিতে আজ সোমবার সন্ধ্যা সাতটায় কাতারের উদ্দেশে রওনা দেবেন প্রধান উপদেষ্টা। সফরে দ্বিপক্ষীয় বিষয় আলোচিত হবে বলে জানান প্রেসসচিব। জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খানও কাতার যাবেন উল্লেখ করে তিনি বলেন, ‘কাতারের সঙ্গে আমাদের (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) এলএনজি নিয়ে দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে। ভিসাসংক্রান্ত ইস্যু নিয়ে আলাপ করব। এ ছাড়া অর্থনৈতিক সহযোগিতা নিয়েও আলাপ হবে। কাতারের উদ্যোক্তাদের নিয়ে ২৩ এপ্রিল বাণিজ্য সম্মেলন হবে, আশা করি সাড়া পাব।’ প্রধান উপদেষ্টা আল-জাজিরাকেও সাক্ষাৎকার দেবেন বলে জানিয়েছেন প্রেসসচিব।
কাতারে রোহিঙ্গাদের নিয়ে আড়াই ঘণ্টা ব্যাপী একটি সম্মেলন হবে উল্লেখ করেন শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সম্মেলনে রোহিঙ্গা সমস্যা নিয়ে আন্তর্জাতিকভাবে সম্পৃক্ত অনেকেই অংশ নেবেন। আশা করি, ফলপ্রসূ বৈঠক হবে।’
কাতারে বাংলাদেশি শ্রমিকদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে কিনা—এমন প্রশ্নের জবাবে প্রেসসচিব বলেন, ‘এ পরিকল্পনা আমাদের অনেক দিন ধরেই আছে। একই বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কথা বলছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। যাতে দেশটির বাজার আমাদের জন্য উন্মুক্ত হয়। আরও শ্রমিক বাংলাদেশ থেকে নেয়, সে বিষয়ে আমরা দেখছি। একইভাবে অন্যান্য যেসব দেশে আমাদের ভাই-বোনেরা কাজ পেতে পারেন তা নিয়ে কাজ করছি। শ্রমবাজারগুলো আরও ভালো বেতনে, বেশি সংখ্যক যেতে পারে সেটা সরকারের অগ্রাধিকার।’
সফর শেষে প্রধান উপদেষ্টার আগামী ২৪ এপ্রিল দিবাগত রাতে বাংলাদেশে ফেরার কথা রয়েছে বলে জানিয়েছেন প্রেসসচিব শফিকুল আলম।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেসসচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
ঢাকা টু বুড়িমারী ট্রেন চলাচলে পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মো. হামিদুর রহমানের বেঞ্চ এই রুল জারি করেন। আগামী তিন সপ্তাহের মধ্যে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, রেলওয়ের মহাপরিচালকসহ...
৩৭ মিনিট আগেগণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে নিবন্ধন পাওয়া ৯৬টি দেশি পর্যবেক্ষক সংস্থার সবগুলোর নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য জানিয়েছেন।
৪১ মিনিট আগেএ ছাড়া পলাতক থাকায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা তাজউদ্দিন ও হানিফ পরিবহনের মালিক মোহাম্মদ হানিফের পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহানকে নিয়োগ দেন আপিল বিভাগ।
১ ঘণ্টা আগেগোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে হামলা–সংঘর্ষে চারজন নিহত হওয়ার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। এসব মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের স্বাধীন তদন্তের পাশাপাশি দায়িত্বহীনতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে পদ...
২ ঘণ্টা আগে