কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে গেছেন। তিনি সেখানে অবস্থান করলে তাতে দেশটির সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না, এমনটাই মনে করে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ সোমবার বিদেশি কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন।
শেখ হাসিনা ভারতে থাকলে তাতে দেশটির সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার ঝুঁকি আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘একজন ব্যক্তি কোনো এক দেশে থাকলে তাতে সম্পর্ক নষ্ট হওয়ার কোনো কারণ নেই। দুই দেশের সম্পর্ক স্বার্থের সম্পর্ক। দেশের স্বার্থ রক্ষা করা হচ্ছে কি না, সেটাই বড় বিষয়।’
পদত্যাগের পর শেখ হাসিনা ৫ আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন।
আজ রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার মিশনপ্রধানদের জন্য কূটনৈতিক ব্রিফিংটি অনুষ্ঠিত হয়। প্রায় ৬৫ জন বিদেশি কূটনীতিক ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন সেখানে উপস্থিত ছিলেন।
কূটনীতিকদের জন্য দেওয়া লিখিত বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপট বর্ণনা করেন। তিনি বলেন, ‘মৌলিক অধিকার, সমাবেশ ও মতপ্রকাশের অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ। এর বাইরে অন্তর্ভুক্তিমূলক সংলাপ ও জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তোলার চেষ্টা করা হবে।’
তৌহিদ হোসেন বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে আর্থিক খাতসহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করার জন্য নীতি ও কাঠামোগত সংস্কার শুরু হবে।’
এই পরিকল্পনা বাস্তবায়নে উন্নয়ন সহযোগী দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতার চান উপদেষ্টা। তিনি বলেন, ‘কোনো বৈধ বিদেশি ব্যবসা এখানে ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না।’
বিদেশি দূতদের তিনি জানান, দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে যেসব চুক্তি ও অঙ্গীকার বাংলাদেশ করেছে, তা অবশ্যই রক্ষা করা হবে।
এ বিষয়ে পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘যেখানে স্বার্থ বিঘ্নিত হয়েছে বা যথেষ্ট স্বার্থ রক্ষা হয়নি, সেগুলো (খতিয়ে) দেখা হবে।’
কূটনীতিকদের ব্রিফিংয়ের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘কূটনীতিকেরা মানবাধিকার লঙ্ঘন, নিরাপত্তা ও দেশে–বিদেশি বিনিয়োগের বিষয়ে তাঁদের উদ্বেগের কথা বলেছেন। এ বিষয়ে তাঁদের আশ্বস্ত করা হয়েছে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনার পদত্যাগের আগে ও পরে সংঘটিত সহিংসতার প্রতিটি ঘটনার তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনা হবে। এমন প্রতিশ্রুতি ব্যক্ত করে উপদেষ্টা বলেন, ‘এ ক্ষেত্রে প্রয়োজনে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহায়তা নেওয়া হবে।’
তবে শেখ হাসিনাকে দেশে ফেরানো এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ বিষয়ে রাষ্ট্রদূতেরা কিছু জানতে চাননি।
ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে গেছেন। তিনি সেখানে অবস্থান করলে তাতে দেশটির সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না, এমনটাই মনে করে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ সোমবার বিদেশি কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন।
শেখ হাসিনা ভারতে থাকলে তাতে দেশটির সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার ঝুঁকি আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘একজন ব্যক্তি কোনো এক দেশে থাকলে তাতে সম্পর্ক নষ্ট হওয়ার কোনো কারণ নেই। দুই দেশের সম্পর্ক স্বার্থের সম্পর্ক। দেশের স্বার্থ রক্ষা করা হচ্ছে কি না, সেটাই বড় বিষয়।’
পদত্যাগের পর শেখ হাসিনা ৫ আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন।
আজ রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার মিশনপ্রধানদের জন্য কূটনৈতিক ব্রিফিংটি অনুষ্ঠিত হয়। প্রায় ৬৫ জন বিদেশি কূটনীতিক ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন সেখানে উপস্থিত ছিলেন।
কূটনীতিকদের জন্য দেওয়া লিখিত বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপট বর্ণনা করেন। তিনি বলেন, ‘মৌলিক অধিকার, সমাবেশ ও মতপ্রকাশের অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ। এর বাইরে অন্তর্ভুক্তিমূলক সংলাপ ও জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তোলার চেষ্টা করা হবে।’
তৌহিদ হোসেন বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে আর্থিক খাতসহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করার জন্য নীতি ও কাঠামোগত সংস্কার শুরু হবে।’
এই পরিকল্পনা বাস্তবায়নে উন্নয়ন সহযোগী দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতার চান উপদেষ্টা। তিনি বলেন, ‘কোনো বৈধ বিদেশি ব্যবসা এখানে ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না।’
বিদেশি দূতদের তিনি জানান, দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে যেসব চুক্তি ও অঙ্গীকার বাংলাদেশ করেছে, তা অবশ্যই রক্ষা করা হবে।
এ বিষয়ে পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘যেখানে স্বার্থ বিঘ্নিত হয়েছে বা যথেষ্ট স্বার্থ রক্ষা হয়নি, সেগুলো (খতিয়ে) দেখা হবে।’
কূটনীতিকদের ব্রিফিংয়ের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘কূটনীতিকেরা মানবাধিকার লঙ্ঘন, নিরাপত্তা ও দেশে–বিদেশি বিনিয়োগের বিষয়ে তাঁদের উদ্বেগের কথা বলেছেন। এ বিষয়ে তাঁদের আশ্বস্ত করা হয়েছে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনার পদত্যাগের আগে ও পরে সংঘটিত সহিংসতার প্রতিটি ঘটনার তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনা হবে। এমন প্রতিশ্রুতি ব্যক্ত করে উপদেষ্টা বলেন, ‘এ ক্ষেত্রে প্রয়োজনে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহায়তা নেওয়া হবে।’
তবে শেখ হাসিনাকে দেশে ফেরানো এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ বিষয়ে রাষ্ট্রদূতেরা কিছু জানতে চাননি।
গতকাল শুক্রবার ছিল ছুটির দিন। তাই রাজধানীর বাংলাবাজারের সৃজনশীল প্রকাশনীগুলো বন্ধ থাকার কথা। কিন্তু পরদিন থেকে বইমেলার শুরু; এ কারণে প্রকাশকদের ব্যস্ততার শেষ নেই। পিকআপ ও ভ্যানে ওঠানো হচ্ছে নতুন বই। ছাপা, বাঁধাইয়ের কর্মী, শ্রমিক সবাই ব্যস্ত প্রথম দিনে নতুন বই পাঠকের সামনে তুলে ধরার কাজে। গতকাল রাতভ
৪ ঘণ্টা আগেজ্বালানি তেলের দাম লিটারে এক টাকা বেড়েছে। ১ ফেব্রুয়ারি থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ১ টাকা বেড়ে ১০৫ টাকা, কেরোসিন ১০৪ টাকা থেকে ১০৫ টাকা এবং অকটেন ১২৬ টাকা ও পেট্রল ১২২ টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে...
১০ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন। প্রতিবেদনের বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্ক নেই; এটি শুধুই একটি বলিউডি রোমান্টিক কমেডি। আজ শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস ফেসবুকে তাদের ভেরিফায়েড..
১০ ঘণ্টা আগেমজুরি বৈষম্য দূরীকরণ, চাকরির সুরক্ষা নিশ্চিত ও নিজেদের অধিকার আদায় করতে শুধু সংস্কার কমিশনের সুপারিশ যথেষ্ট নয়, বরং আন্দোলন–সংগ্রামও চালিয়ে যেতে হবে—এমনটাই বলেছেন খোদ সরকারের শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ।
১২ ঘণ্টা আগে