নিজস্ব প্রতিবক, ঢাকা
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের যোগদান করতে না পারা ও যোগদানের পরেও বিভিন্ন জটিলতায় এমপিওভুক্ত হতে না পারা প্রার্থীদের তথ্য চেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বুধবার এনটিআরসিএ এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে আগামী ২৬ জুন বিকেল পাঁচটার মধ্যে এমপিও জটিলতায় পড়া ও যোগদান করতে না পারা প্রার্থীদের তথ্য-প্রমাণসহ আবেদন এনটিআরসিএ কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। সরাসরি এনটিআরসিএ কার্যালয়ে এসে তথ্যসহ আবেদন জমা দিতে হবে প্রার্থীদের। তবে যারা নন এমপিও পদে আবেদন করে নন এমপিও পদে সুপারিশ পেয়েছেন তাদের এ আবেদন করার দরকার নেই বলে জানিয়েছে এনটিআরসিএ। আর এমপিও জটিলতায় পড়া বা যোগদান করতে না পারা যেসব প্রার্থী আগে বিষয়গুলো জানিয়ে এনটিআরসিএতে আবেদন করেছেন তাদেরও নতুন করে আবেদন করতে বলা হয়েছে।
এ বিষয়ে এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান বলেন, ‘আমরা তথ্য চেয়েছি। এমপিও নিয়ে অনেকেই জটিলতার কথা বলেছেন। আমরা সুনির্দিষ্টভাবে এর তথ্য চেয়েছি।’
সমস্যা সমাধানে কত সময় লাগতে পারে এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এনটিআরসিএর একজন কর্মকর্তা বলেন, ‘সারা দেশ থেকে আবেদন আসবে। সবার সমস্যার সমাধান হতে সময় লাগবে। অভিযোগ জানাবে আর সাথে সাথে সমস্যা সমাধান হয়ে যাবে, বিষয়টা এমন নয়।’
এনটিআরসিএ জানিয়েছে, প্রার্থীদের নাম, মোবাইল নম্বর, রোল ও ব্যাচ, পদ ও বিষয়, সুপারিশপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম ও ইআইআইএন নম্বর এবং এমপিও না হওয়ার কারণ নির্ধারিত ছকে উল্লেখ করে আবেদন লিখতে হবে। আবেদনপত্রের সঙ্গে এনটিআরসিএর ইস্যুকৃত নিয়োগ সুপারিশপত্র, যে আবেদনের ভিত্তিতে নিয়োগ সুপারিশ পেয়েছেন সে আবেদনপত্র বা এপ্লিকেন্টস্ কপি এবং এনটিআরসিএর নিবন্ধন সনদের কপি জমা দিতে হবে। নির্ধারিত সময় অর্থাৎ ২৬ জুনের পর তৃতীয় গণবিজ্ঞপ্তিতে নিয়োগ ও এমপিওভুক্তির জটিলতা সংক্রান্ত আর কোনো আবেদন নেওয়া হবে না বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের যোগদান করতে না পারা ও যোগদানের পরেও বিভিন্ন জটিলতায় এমপিওভুক্ত হতে না পারা প্রার্থীদের তথ্য চেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বুধবার এনটিআরসিএ এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে আগামী ২৬ জুন বিকেল পাঁচটার মধ্যে এমপিও জটিলতায় পড়া ও যোগদান করতে না পারা প্রার্থীদের তথ্য-প্রমাণসহ আবেদন এনটিআরসিএ কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। সরাসরি এনটিআরসিএ কার্যালয়ে এসে তথ্যসহ আবেদন জমা দিতে হবে প্রার্থীদের। তবে যারা নন এমপিও পদে আবেদন করে নন এমপিও পদে সুপারিশ পেয়েছেন তাদের এ আবেদন করার দরকার নেই বলে জানিয়েছে এনটিআরসিএ। আর এমপিও জটিলতায় পড়া বা যোগদান করতে না পারা যেসব প্রার্থী আগে বিষয়গুলো জানিয়ে এনটিআরসিএতে আবেদন করেছেন তাদেরও নতুন করে আবেদন করতে বলা হয়েছে।
এ বিষয়ে এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান বলেন, ‘আমরা তথ্য চেয়েছি। এমপিও নিয়ে অনেকেই জটিলতার কথা বলেছেন। আমরা সুনির্দিষ্টভাবে এর তথ্য চেয়েছি।’
সমস্যা সমাধানে কত সময় লাগতে পারে এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এনটিআরসিএর একজন কর্মকর্তা বলেন, ‘সারা দেশ থেকে আবেদন আসবে। সবার সমস্যার সমাধান হতে সময় লাগবে। অভিযোগ জানাবে আর সাথে সাথে সমস্যা সমাধান হয়ে যাবে, বিষয়টা এমন নয়।’
এনটিআরসিএ জানিয়েছে, প্রার্থীদের নাম, মোবাইল নম্বর, রোল ও ব্যাচ, পদ ও বিষয়, সুপারিশপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম ও ইআইআইএন নম্বর এবং এমপিও না হওয়ার কারণ নির্ধারিত ছকে উল্লেখ করে আবেদন লিখতে হবে। আবেদনপত্রের সঙ্গে এনটিআরসিএর ইস্যুকৃত নিয়োগ সুপারিশপত্র, যে আবেদনের ভিত্তিতে নিয়োগ সুপারিশ পেয়েছেন সে আবেদনপত্র বা এপ্লিকেন্টস্ কপি এবং এনটিআরসিএর নিবন্ধন সনদের কপি জমা দিতে হবে। নির্ধারিত সময় অর্থাৎ ২৬ জুনের পর তৃতীয় গণবিজ্ঞপ্তিতে নিয়োগ ও এমপিওভুক্তির জটিলতা সংক্রান্ত আর কোনো আবেদন নেওয়া হবে না বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
রাজধানীতে ছিঁচকে চোরের তৎপরতা বৃদ্ধি পেয়েছে, যা থেকে মব (উচ্ছৃঙ্খল জনতা) ঘটনা শুরু হয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে এসব অপরাধ দমনে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন।
১ ঘণ্টা আগেজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও তাঁর স্ত্রী উষা রানী চন্দের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণের বিরুদ্ধে আজ সোমবার দুদকের সহকারী পরিচালক...
৩ ঘণ্টা আগেবঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ রাখা হয়েছে। টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
৪ ঘণ্টা আগেচলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দ রাখা হয়েছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। সংশোধিত এডিপিতে ২ লাখ ১৬ হাজার কোটি টাকা বরাদ্দের অনুমোদন দিয়েছে সরকার। আজ সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সভায় এই অনুমোদন দেওয়া হয়।
৪ ঘণ্টা আগে