Ajker Patrika

তৃতীয় গণবিজ্ঞপ্তি, শিক্ষকদের এমপিওভুক্তির জটিলতা নিরসনের উদ্যোগ

নিজস্ব প্রতিবক, ঢাকা
তৃতীয় গণবিজ্ঞপ্তি, শিক্ষকদের এমপিওভুক্তির জটিলতা নিরসনের উদ্যোগ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের যোগদান করতে না পারা ও যোগদানের পরেও বিভিন্ন জটিলতায় এমপিওভুক্ত হতে না পারা প্রার্থীদের তথ্য চেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বুধবার এনটিআরসিএ এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে আগামী ২৬ জুন বিকেল পাঁচটার মধ্যে এমপিও জটিলতায় পড়া ও যোগদান করতে না পারা প্রার্থীদের তথ্য-প্রমাণসহ আবেদন এনটিআরসিএ কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। সরাসরি এনটিআরসিএ কার্যালয়ে এসে তথ্যসহ আবেদন জমা দিতে হবে প্রার্থীদের। তবে যারা নন এমপিও পদে আবেদন করে নন এমপিও পদে সুপারিশ পেয়েছেন তাদের এ আবেদন করার দরকার নেই বলে জানিয়েছে এনটিআরসিএ। আর এমপিও জটিলতায় পড়া বা যোগদান করতে না পারা যেসব প্রার্থী আগে বিষয়গুলো জানিয়ে এনটিআরসিএতে আবেদন করেছেন তাদেরও নতুন করে আবেদন করতে বলা হয়েছে। 

এ বিষয়ে এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান বলেন, ‘আমরা তথ্য চেয়েছি। এমপিও নিয়ে অনেকেই জটিলতার কথা বলেছেন। আমরা সুনির্দিষ্টভাবে এর তথ্য চেয়েছি।’ 

সমস্যা সমাধানে কত সময় লাগতে পারে এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এনটিআরসিএর একজন কর্মকর্তা বলেন, ‘সারা দেশ থেকে আবেদন আসবে। সবার সমস্যার সমাধান হতে সময় লাগবে। অভিযোগ জানাবে আর সাথে সাথে সমস্যা সমাধান হয়ে যাবে, বিষয়টা এমন নয়।’ 

এনটিআরসিএ জানিয়েছে, প্রার্থীদের নাম, মোবাইল নম্বর, রোল ও ব্যাচ, পদ ও বিষয়, সুপারিশপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম ও ইআইআইএন নম্বর এবং এমপিও না হওয়ার কারণ নির্ধারিত ছকে উল্লেখ করে আবেদন লিখতে হবে। আবেদনপত্রের সঙ্গে এনটিআরসিএর ইস্যুকৃত নিয়োগ সুপারিশপত্র, যে আবেদনের ভিত্তিতে নিয়োগ সুপারিশ পেয়েছেন সে আবেদনপত্র বা এপ্লিকেন্টস্ কপি এবং এনটিআরসিএর নিবন্ধন সনদের কপি জমা দিতে হবে। নির্ধারিত সময় অর্থাৎ ২৬ জুনের পর তৃতীয় গণবিজ্ঞপ্তিতে নিয়োগ ও এমপিওভুক্তির জটিলতা সংক্রান্ত আর কোনো আবেদন নেওয়া হবে না বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত