নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রার্থীদের মধ্যে যাঁরা ৪৪তম বিসিএসের ভাইভা বা মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার অপেক্ষায় আছেন, তাঁদের ভাইভা স্থগিত ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরে সুবিধাজনক সময়ে এই ভাইভা নেওয়া হবে বলে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী যেসব প্রার্থী ৪৪তম বিসিএসের ভাইভার জন্য অপেক্ষমাণ, তাঁদের ভাইভা পরীক্ষা স্থগিত থাকবে এবং পরে সুবিধাজনক সময়ে এই পরীক্ষা নেওয়া হবে।
কয়েক দিন থেকে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার দাবিতে পিএসসির সামনে আন্দোলন করছেন প্রার্থীদের একাংশ। তবে আজ দুপুর থেকে আন্দোলনকারীদের কমিশনের সামনে অবস্থান করার কথা থাকলে তাঁদের সেখানে দাঁড়াতে দেওয়া হয়নি।
৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএসের প্রার্থী ও আন্দোলনরত প্রার্থীদের মুখপাত্র মোস্তাকিন আশিক গণমাধ্যমকে বলেন, ‘পিএসসির সামনে কাউকেই দাঁড়াতে দেওয়া হচ্ছে না। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আমাদের সরিয়ে দিয়েছে। তারা সাংবাদিকদেরও কমিশন ভবনের সামনে দাঁড়াতে দেয়নি। আমরা নির্বাচন কমিশনের সামনে এসে অবস্থান করছি।’
এর আগে মঙ্গলবার আন্দোলনকারীদের একাংশ ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার দাবি আদায়ে ‘পিএসসির গেট ভেঙে’ প্রবেশ করেন। এরপর বুধবার কমিশন জানায়, বিশৃঙ্খলা করে পিএসসির ভেতরে প্রবেশ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও খবর পড়ুন:
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রার্থীদের মধ্যে যাঁরা ৪৪তম বিসিএসের ভাইভা বা মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার অপেক্ষায় আছেন, তাঁদের ভাইভা স্থগিত ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরে সুবিধাজনক সময়ে এই ভাইভা নেওয়া হবে বলে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী যেসব প্রার্থী ৪৪তম বিসিএসের ভাইভার জন্য অপেক্ষমাণ, তাঁদের ভাইভা পরীক্ষা স্থগিত থাকবে এবং পরে সুবিধাজনক সময়ে এই পরীক্ষা নেওয়া হবে।
কয়েক দিন থেকে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার দাবিতে পিএসসির সামনে আন্দোলন করছেন প্রার্থীদের একাংশ। তবে আজ দুপুর থেকে আন্দোলনকারীদের কমিশনের সামনে অবস্থান করার কথা থাকলে তাঁদের সেখানে দাঁড়াতে দেওয়া হয়নি।
৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএসের প্রার্থী ও আন্দোলনরত প্রার্থীদের মুখপাত্র মোস্তাকিন আশিক গণমাধ্যমকে বলেন, ‘পিএসসির সামনে কাউকেই দাঁড়াতে দেওয়া হচ্ছে না। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আমাদের সরিয়ে দিয়েছে। তারা সাংবাদিকদেরও কমিশন ভবনের সামনে দাঁড়াতে দেয়নি। আমরা নির্বাচন কমিশনের সামনে এসে অবস্থান করছি।’
এর আগে মঙ্গলবার আন্দোলনকারীদের একাংশ ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার দাবি আদায়ে ‘পিএসসির গেট ভেঙে’ প্রবেশ করেন। এরপর বুধবার কমিশন জানায়, বিশৃঙ্খলা করে পিএসসির ভেতরে প্রবেশ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও খবর পড়ুন:
নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে বিশেষ আইন করা হয় এবং মামলার বিচারকাজ শেষ করার জন্য ১৮০ দিন সময়ও বেঁধে দেওয়া হয়। অথচ সারা দেশের আদালতে নারী ও শিশু নির্যাতনের দেড় লাখেরও বেশি মামলা বিচারাধীন। এর মধ্যে প্রায় ৩৩ হাজার মামলা বিচারাধীন রয়েছে পাঁচ বছরের বেশি সময়।
৪ ঘণ্টা আগে‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন করে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ রাখায় ইউনেসকোর স্বীকৃতি ধরে রাখতে নতুন করে আবেদন ও অনুমোদনের প্রয়োজন হবে বলে জানিয়েছে সংস্থাটি। এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকো।
১৪ ঘণ্টা আগে১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া ও ক্ষতিপূরণের টাকা চেয়েছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বিষয়গুলো তুলে ধরা হয়।
১৬ ঘণ্টা আগেএস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা ১ হাজার ৩৬০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
১৬ ঘণ্টা আগে