Ajker Patrika

প্রাথমিকের বই ছাপানো ও বিতরণের দায়িত্ব চান উপদেষ্টা বিধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ মে ২০২৫, ২১: ১৪
বিধান রঞ্জন রায় পোদ্দার। ফাইল ছবি
বিধান রঞ্জন রায় পোদ্দার। ফাইল ছবি

প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বই ছাপানো ও বিতরণের দায়িত্ব চেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেছেন, ‘এনসিটিবির কাজ তারা কারিকুলাম প্রণয়ন করবে, পুস্তক প্রণয়ন করবে। ছাপানো, বিলি করা ও ব্যবস্থাপনার কাজ কেন তারা করবে? সে দায়িত্বটা আমরা চাচ্ছি।’

রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আজ শনিবার জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন এবং প্রাথমিক শিক্ষা পদক বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

বর্তমানে প্রাক্-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষা তদারকির দায়িত্ব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং ষষ্ঠ শ্রেণি থেকে উচ্চশিক্ষা পর্যন্ত তদারকির দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয় পালন করে। তবে এনসিটিবি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনের প্রতিষ্ঠান হলেও তা প্রাক্-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠ্যক্রম, পাঠ্যবই প্রণয়ন এবং প্রাক্-প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ের পাঠ্যবই ছাপানো ও বিতরণের দায়িত্ব পালন করে।

উপদেষ্টা বিধান রঞ্জন বলেন, ‘সত্যি বলতে কি, অনেক দেশেই শিক্ষা মন্ত্রণালয়ে এ রকম ভাগ নাই। আর আমাদের ভাগটা একটু অসম্পূর্ণ ভাগ। সে জন্য কখনোই শিক্ষার কাজটা সম্পূর্ণ হবে না, যদি না দুইটা মন্ত্রণালয় সমন্বয় করে কাজ করে।’

মামলার বাধায় অনেক পদ শূন্য পড়ে আছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ শূন্য। মামলার কারণে পদগুলো পূরণ করা যাচ্ছে না। পদ শূন্যতা ও জবাবদিহির অভাব শিক্ষার মানোন্নয়নে বাধা বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বলেন, ‘শিক্ষকদের উপযুক্ত পরিমাণ সম্মানী, বেতন, অন্যান্য সুযোগ-সুবিধা আমরা দিতে পারছি না। কারণ, সম্পদের অপ্রতুলতা রয়েছে।’

অনুষ্ঠানে ১৪টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এবং শিক্ষার্থীদের ক্রীড়া, সংস্কৃতি ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতার ১৮টি ক্যাটাগরিতে (বালক ও বালিকা) প্রথম স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত