Ajker Patrika

হজযাত্রীদের সর্বোত্তম সেবা দিতে বদ্ধপরিকর সরকার: ধর্মমন্ত্রী

হজযাত্রীদের সর্বোত্তম সেবা দিতে বদ্ধপরিকর সরকার: ধর্মমন্ত্রী

হজযাত্রীদের সর্বোত্তম সেবা দিতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। আজ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ঢাকাসহ সারা দেশে চার দিনব্যাপী হজযাত্রীদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ধর্মমন্ত্রী এ কথা জানান। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার। 

ধর্মমন্ত্রী বলেন, ‘হজযাত্রীদের সর্বোত্তম সেবা দিতে বদ্ধপরিকর সরকার। এ লক্ষ্যে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। হজযাত্রীদের আরও বেশি সুবিধা দিতে আমরা কাজ করছি। এমনকি টাকার বিপরীতে ডলারের দাম বৃদ্ধির পরও গতবারের তুলনায় এ বছর সাধারণ হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে। যার পরিমাণ সরকারিভাবে ১ লাখ ৪ হাজার ১৭৮ টাকা এবং বেসরকারিভাবে কমেছে ৮২ হাজার ৮১৮ টাকা। হজযাত্রীরা যাতে একেবারেই যৌক্তিক খরচে হজ পালন করতে পারে সে বিষয়ে সরকার তৎপর।’ 

চার দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রমে ঢাকাসহ সারা দেশে ৩০ হাজার হজযাত্রী প্রশিক্ষণ গ্রহণ করবেন। এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ২৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৮ হাজার ৮৯৫ জন হজে যাচ্ছেন। প্রশিক্ষণে হজযাত্রীদের কীভাবে প্রস্তুতি নেবেন, সঙ্গে কী নেবেন ও বিপদে পড়লে কী করবেন ইত্যাদি বিষয়ে শেখানো হবে। 

ফরিদুল হক খান বলেন, ‘আপনারা সবাই যাতে সহি-শুদ্ধভাবে হজ পালন করতে পারেন সে জন্যই এই প্রশিক্ষণের ব্যবস্থা। যেন প্রশিক্ষণের মাধ্যমে আপনারা হজের নিয়মকানুন, হুকুম-আহকাম, ধারাবাহিক আনুষ্ঠানিকতা সবকিছু আয়ত্তে আনতে পারেন। সৌদি আরবে আপনার পরিচয় শুধু একজন হজযাত্রী নয়, আপনার পরিচয়-একজন বাংলাদেশি। আপনার আচার আচরণ, কথাবার্তা ও চালচলনের মাধ্যমেই বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি প্রকাশ পাবে। সে দেশের আইন-কানুন, নিয়ম-শৃঙ্খলা প্রতিপালনে যাতে কোনোরূপ বিচ্যুতি না ঘটে সেদিকে যত্নবান হতে হবে। আপনার কারণে দেশের ভাবমূর্তি ও সম্মান যেন ক্ষুণ্ন না হয়, সেদিকে বিশেষভাবে সতর্ক থাকবেন। কেউ চায় না হজযাত্রী কষ্ট পাক, হজযাত্রা অসুন্দর হোক। সরকারও করে না, সরকারের যারা প্রতিনিধি তারাও করে না, যারা সহযোগী তারাও করে না। যারা এজেন্সির মালিক তারাও করে না।’ 

ফরিদুল হক খান আরও বলেন, ‘গত বছর একজন এজেন্সি মালিক হাজিদের টাকা নিয়ে পালিয়ে গেছে। তারপরও একজন হজযাত্রী থেকে যায়নি। সবাই যেতে পেরেছে। ওই এজেন্সি মালিককে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে, জামানত বাজেয়াপ্ত করা হয়েছে, লাইসেন্স বাতিল করা হয়েছে। এ জন্য এজেন্সি মালিকেরা সচেতন হয়েছে। তারপরও তাদের যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়, তাহলে আপনারা (হজযাত্রী) অভিযোগ দেবেন। আমরা সেটির শুনানি করে যার যতটুকু শাস্তি পাওয়া দরকার ততটুকু দেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত