Ajker Patrika

ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরলেন ৪৩৩২ জন হাজি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ জুলাই ২০২২, ১৫: ৩৫
ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরলেন ৪৩৩২ জন হাজি

১২টি ফিরতি হজ ফ্লাইটে এখনো পর্যন্ত ৪ হাজার ৩৩২ জন হাজি দেশে ফিরেছেন। ফিরতি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত পাঁচটি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ছয়টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত একটি ফ্লাইট ছিল।

আজ শনিবার দুপুরে ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনাসংক্রান্ত পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছর বাংলাদেশ থেকে হজে অংশ নিয়েছেন ৬০ হাজার ১৪৬ জন। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৫ জুন থেকে শুরু হয়। সৌদি আরবে এই হজযাত্রার শেষ ফ্লাইট ছিল ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট গত ১৪ জুলাই থেকে শুরু হয়েছে। ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।

এ বছর সৌদি আরবে হজ করতে গিয়ে বাংলাদেশের ২০ হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ছয়জন নারী ও ১৪ জন পুরুষ। ১৬ জন মক্কায়, তিনজন মদিনায় ও একজন জেদ্দায় মৃত্যুবরণ করেছেন। সর্বশেষ মারা যাওয়া বাংলাদেশি হলেন ঢাকার মিরপুরের ফারজিন সুলতানা। তিনি সৌদি আরবে গত ১৪ জুলাই মৃত্যুবরণ করেন।

হজ পালনে গিয়ে মারা যাওয়া অপর ১৯ বাংলাদেশি হলেন সিলেটের বিয়ানীবাজারের বাসিন্দা মো. ফয়জুর রহমান, চাঁপাইনবাবগঞ্জের নাচোলের বাসিন্দা মো. শাহজাহান সিরাজ, কুষ্টিয়ার দৌলতপুরের বাসিন্দা মো. আজিজুল হক, টাঙ্গাইল সদরের বাসিন্দা মো. মুস্তাফিজুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার শিরিন আক্তার, নওগাঁর রফিকুল ইসলাম, মো. আব্দুল মোতালিব, রংপুর পীরগাছার মো. খাইবার হোসেন, মাদারীপুরের লাইলা আক্তার, ঢাকার লালবাগের তপন খন্দকার, সিরাজগঞ্জের রফিকুল ইসলাম, ঢাকার বাড্ডা এলাকার ফাতেমা বেগম, টাঙ্গাইলের মো. আব্দুল গফুর মিয়া, ঢাকার বিউটি বেগম, রংপুরের পীরগাছার আবদুল জলিল খান, কুমিল্লা আদর্শ সদরের ধনপুরের মোছা. রামুজা বেগম, জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা, নোয়াখালী জেলার নুরুল আমিন ও চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত