নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী পাঁচ বছরে ৬০ লাখ কর্মী বিদেশে প্রেরণের কর্মপরিকল্পনা রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে সরকার দলীয় এমপি নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।
শফিকুর রহমান চৌধুরী বলেন, ২০২২ সালে ১১ লাখ ৩৫ হাজার ৮৭৩ জন কর্মী বৈদেশিক কর্মসংস্থানের জন্য গিয়েছে। ২০২৩ সালে ১৩ লাখ ৫ হাজার ৪৫৩ জন গিয়েছে।
স্বতন্ত্র সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের অন্যতম শ্রম বাজার। রোহিঙ্গাদের কারণে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের শ্রম বাজার ঝুঁকির মধ্যে নেই। ২০২৩ সালে সৌদি আরবে ৪ লাখ ৯৭ হাজার ৬৭৪, ওমানে ১ লাখ ২৭ হাজার ৮৮৩, সংযুক্ত আরব আমিরাতে ৯৮ হাজার ৪২২, কাতারে ৫৬ হাজার ১৪৮ এবং কুয়েতে ৩৬ হাজার ৫৪৮ জন কর্মী পাঠানো হয়েছে।
আরেক স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগারের প্রশ্নের জবাবে বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের প্রায় ১৭৬টি দেশে বাংলাদেশ থেকে কর্মী প্রেরণ করা হচ্ছে।
সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, গত ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি খাদ্য গুদামে ১৬ লাখ ৭৯ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে। এর মধ্যে ১৪ লাখ ৩৮ হাজার মেট্রিক টন চাল এবং ২ লাখ ৪১ হাজার মেট্রিক টন গম। খাদ্য মজুত বর্তমানে সন্তোষজনক। খাদ্য মজুত বৃদ্ধির জন্য সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক সূত্রে চাল ও গম অভ্যন্তরীণ সংগ্রহ এবং আমদানি কার্যক্রম গ্রহণ করেছে।
তিনি বলেন, চলতি অর্থবছরে বাজেটে ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন গম ও ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে।
আগামী পাঁচ বছরে ৬০ লাখ কর্মী বিদেশে প্রেরণের কর্মপরিকল্পনা রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে সরকার দলীয় এমপি নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।
শফিকুর রহমান চৌধুরী বলেন, ২০২২ সালে ১১ লাখ ৩৫ হাজার ৮৭৩ জন কর্মী বৈদেশিক কর্মসংস্থানের জন্য গিয়েছে। ২০২৩ সালে ১৩ লাখ ৫ হাজার ৪৫৩ জন গিয়েছে।
স্বতন্ত্র সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের অন্যতম শ্রম বাজার। রোহিঙ্গাদের কারণে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের শ্রম বাজার ঝুঁকির মধ্যে নেই। ২০২৩ সালে সৌদি আরবে ৪ লাখ ৯৭ হাজার ৬৭৪, ওমানে ১ লাখ ২৭ হাজার ৮৮৩, সংযুক্ত আরব আমিরাতে ৯৮ হাজার ৪২২, কাতারে ৫৬ হাজার ১৪৮ এবং কুয়েতে ৩৬ হাজার ৫৪৮ জন কর্মী পাঠানো হয়েছে।
আরেক স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগারের প্রশ্নের জবাবে বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের প্রায় ১৭৬টি দেশে বাংলাদেশ থেকে কর্মী প্রেরণ করা হচ্ছে।
সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, গত ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি খাদ্য গুদামে ১৬ লাখ ৭৯ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে। এর মধ্যে ১৪ লাখ ৩৮ হাজার মেট্রিক টন চাল এবং ২ লাখ ৪১ হাজার মেট্রিক টন গম। খাদ্য মজুত বর্তমানে সন্তোষজনক। খাদ্য মজুত বৃদ্ধির জন্য সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক সূত্রে চাল ও গম অভ্যন্তরীণ সংগ্রহ এবং আমদানি কার্যক্রম গ্রহণ করেছে।
তিনি বলেন, চলতি অর্থবছরে বাজেটে ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন গম ও ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে।
সেনাবাহিনীর আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি আজ সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। এর পরপরই মাইলস্টোন স্কুলের পাশে বিধ্বস্ত হয়।
৩৫ মিনিট আগেসাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন।
৪৩ মিনিট আগেসারা দেশে চিকিৎসক নিয়োগ দেওয়ার জন্য ৪৮ তম বিশেষ বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ফলপ্রকাশও হয়েছে গতকাল রোববার রাতে। এতে উত্তীর্ণদের জন্য মৌখিক পরীক্ষা শুরুর তারিখ প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৬ আগস্ট থেকে এই মৌখিক পরীক্ষা শুরু হবে।
১ ঘণ্টা আগেআগামী ৩১ জুলাইয়ের মধ্যে ঐকমত্যে পৌঁছানোর বিষয়ে তাগিদ দিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেছেন, ‘যেটা আমাদের বাধ্যবাধকতা বলে মনে করি, সেখানে পৌঁছাতে হলে আজকেসহ আগামী ১০ দিনের মধ্যে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
১ ঘণ্টা আগে