আজকের পত্রিকা ডেস্ক
পাঠ্যপুস্তকে ‘সামান্য ভুল’ নিয়ে সংবাদমাধ্যমে ব্যাপক প্রচারের কারণে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। গত ৫০ বছরে বিভিন্ন সময় দেশের ইতিহাস নিয়ে বিতর্ক হয়েছে। কিন্তু এ নিয়ে কখনো কোনো গণমাধ্যমে সম্পাদকীয় বা উপসম্পাদকীয় প্রকাশ হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।
আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এমন ক্ষোভ জানান শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা।
নতুন পাঠবইয়ে ভুল প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘গত ৫০ বছর ধরে বাংলাদেশের ইতিহাস বিতর্কিত হয়েছে, সেটি নিয়ে গণমাধ্যমে কোনো সম্পাদকীয় ও উপসম্পাদকীয় ছাপা হয়নি। অথচ রংপুরের আবু সাঈদের মৃত্যুর তারিখ ভুল হওয়া নিয়ে ব্যাপক নিউজ হয়েছে। আমরা বলেছি, ভুলভ্রান্তি হতে পারে। সেগুলো সংশোধন করা হবে।’
শিক্ষার্থীরা সব বই কবে হাতে পাবে, এ প্রশ্নে ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘২০১০ সাল থেকে কোনো বছরেই মার্চের আগে সব ছাত্রকে বই দেওয়া হয়নি। কোনো কোনো বছর বই গেছে জুন-জুলাইয়ে। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করছি।’
আরেক প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলির প্রক্রিয়া শুরু হচ্ছে। এটা স্বয়ংক্রিয়ভাবে করা হবে। এ ক্ষেত্রে নারী-পুরুষ এবং বাড়িসহ অন্যান্য সুযোগ-সুবিধা বিবেচনা করা হবে। আমি এসব মৌলিক কাজ করছি, সেখানে মহার্ঘ ভাতার বিষয়টি মাথায় রাখছি না। এ ছাড়া ইতিমধ্যে ৫৫টি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। এটা একটা চ্যালেঞ্জ ছিল।’
পাঠ্যপুস্তকে ‘সামান্য ভুল’ নিয়ে সংবাদমাধ্যমে ব্যাপক প্রচারের কারণে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। গত ৫০ বছরে বিভিন্ন সময় দেশের ইতিহাস নিয়ে বিতর্ক হয়েছে। কিন্তু এ নিয়ে কখনো কোনো গণমাধ্যমে সম্পাদকীয় বা উপসম্পাদকীয় প্রকাশ হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।
আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এমন ক্ষোভ জানান শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা।
নতুন পাঠবইয়ে ভুল প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘গত ৫০ বছর ধরে বাংলাদেশের ইতিহাস বিতর্কিত হয়েছে, সেটি নিয়ে গণমাধ্যমে কোনো সম্পাদকীয় ও উপসম্পাদকীয় ছাপা হয়নি। অথচ রংপুরের আবু সাঈদের মৃত্যুর তারিখ ভুল হওয়া নিয়ে ব্যাপক নিউজ হয়েছে। আমরা বলেছি, ভুলভ্রান্তি হতে পারে। সেগুলো সংশোধন করা হবে।’
শিক্ষার্থীরা সব বই কবে হাতে পাবে, এ প্রশ্নে ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘২০১০ সাল থেকে কোনো বছরেই মার্চের আগে সব ছাত্রকে বই দেওয়া হয়নি। কোনো কোনো বছর বই গেছে জুন-জুলাইয়ে। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করছি।’
আরেক প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলির প্রক্রিয়া শুরু হচ্ছে। এটা স্বয়ংক্রিয়ভাবে করা হবে। এ ক্ষেত্রে নারী-পুরুষ এবং বাড়িসহ অন্যান্য সুযোগ-সুবিধা বিবেচনা করা হবে। আমি এসব মৌলিক কাজ করছি, সেখানে মহার্ঘ ভাতার বিষয়টি মাথায় রাখছি না। এ ছাড়া ইতিমধ্যে ৫৫টি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। এটা একটা চ্যালেঞ্জ ছিল।’
চিকিৎসক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি চাকরিতে প্রবেশের বয়স আগের মতো সাধারণ প্রার্থীদের থেকে দুই বছর বেশি (৩৪ বছর) নির্ধারণের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে বিভিন্ন করপোরেশন ও সরকারি প্রতিষ্ঠানে পঞ্চম ও ষষ্ঠ গ্রেডসহ বিশেষায়িত কিছু পদে সরাসরি নিয়োগের বয়সসীমাও আগের মতো...
৮ ঘণ্টা আগেনেপালে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যদের নিরাপদে ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। আজ মঙ্গলবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো, নূর আলম এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
১১ ঘণ্টা আগেনেপালের উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। সেখানে প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়ে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা এবং আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছে।
১১ ঘণ্টা আগেনেপালে উদ্ভূত পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে ঢাকা-কাঠমান্ডু রুটের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট আগামীকাল বুধবার বেলা ২টা পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সংস্থাটির জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
১২ ঘণ্টা আগে