Ajker Patrika

সরকারি কর্মকর্তা ও সন্ত্রাসী পরিচয়ে হুমকি দিয়ে টাকা হাতানো চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারি কর্মকর্তা ও সন্ত্রাসী পরিচয়ে হুমকি দিয়ে টাকা হাতানো চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

কখনো সরকারে ঊর্ধ্বতন কর্মকর্তা, আবার কখনো শীর্ষ সন্ত্রাসী পরিচয় দিয়ে গণ্যমান্য ব্যক্তিদের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিল একটি প্রতারক চক্র। অবশেষে সেই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তার তিনজন হলেন—মো. আব্দুল মান্নান দুলাল ওরফে জাহাঙ্গীর (৫৫), মো. নাসিম হাসান লাভলু (৪৪) এবং ইলিয়াস শিকদার ওরফে বেলায়েত (৫৪)। গতকাল রাজধানীর মিরপুর, পল্লবী ও গাজীপুরের গাছা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

ডিসি তালেবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয় দিয়ে মানুষকে হুমকি দিয়ে টাকা আদায় করছে। কখনো নিজেদের সচিব, যুগ্মসচিব বা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, আবার কখনো শীর্ষ সন্ত্রাসী ‘শাহাদাৎ’ পরিচয়ে পরিচিত হয়ে তারা ভয়ভীতি ছড়াত।

ডিবির মতিঝিল বিভাগের একটি টিম প্রথমে মিরপুরের মধ্য পাইকপাড়া থেকে আব্দুল মান্নান দুলালকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী পল্লবী থেকে নাসিম হাসান লাভলু এবং গাজীপুর থেকে ইলিয়াস শিকদারকে আটক করা হয়।

তাদের কাছ থেকে দুইটি ল্যাপটপ, একটি ট্যাব, ৫২টি মোবাইল ফোন, ১৯০টি সিমকার্ড, বিভিন্ন ভুয়া পরিচয়ে তৈরি আটটি সিল, নাম-ঠিকানাসহ ২০টি ডিরেক্টরি, পাঁচটি ভুয়া পরিচয়পত্র ও নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

ডিসি তালেবুর জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা পরিকল্পিতভাবে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের টার্গেট করে ফোন করত। হুমকি, ভয় বা লোভ দেখিয়ে তাদের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা আদায় করত। তাঁদের প্রতারণার ফাঁদে পড়ে অনেকেই বড় অঙ্কের আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাড়ে ৯ হাজার কোটি টাকা ব্যয়ে হার্ডিঞ্জের পাশে রেলসেতু

স্বরূপকাঠিতে বিএনপি সভাপতিকে ‘আ.লীগের দোসর’ বললেন পরাজিত প্রার্থী

বরযাত্রীদের বিলাসবহুল গাড়ি উঠে গেল কলেজের দেয়ালে, বরসহ নিহত ৮

ভারত-ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশের আম্পায়ারকে নিয়ে উত্তপ্ত পরিস্থিতির কারণ কী

রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে হারতে দিতে পারি না: ইইউকে চীন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত