Ajker Patrika

করোনায় বেড়েছে ডায়াবেটিস রোগীদের বিষন্নতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনায় বেড়েছে ডায়াবেটিস রোগীদের বিষন্নতা

স্বাভাবিক সময়েই দেশে প্রতিবছর বাড়তে থাকে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা। করোনায় সেটি আরও ভয়াবহ রূপ নিয়েছে। এখন পর্যন্ত চলমান মহামারি করোনা পর দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু এই ব্যাধিতে। করোনাকালীন গত দুই বছরে ডায়াবেটিস রোগীদের বিষন্নতা বেড়েছে কয়েকগুণ। 

এই অসংক্রামক রোগটি নিয়ন্ত্রণে রাখতে বাইরে হাঁটাচলায় সংক্রমণের ঝুঁকি, একবার আক্রান্ত হলে অবস্থা মারাত্মক হওয়ার শঙ্কা আরও ভোগাচ্ছে। 

এমন পরিস্থিতিতে ডায়াবেটিস সম্পর্কে মানুষকে সাবধান করতে প্রতিবারের মত আজ সোমবার সারা দেশে পালিত হচ্ছে জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস। একই সঙ্গে উদ্‌যাপিত হবে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। 

এবারের মূল প্রতিপাদ্য ‘ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও করোনা প্রতিরোধে সচেতন হোন।’ 

ডায়াবেটিস চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশসহ সারা বিশ্বে এ রোগ মহামারির রূপ নিচ্ছে। দেশে বর্তমানে ৮৪ লাখেরও বেশি মানুষ ডায়াবেটিসে ভুগছেন। যাদের চিকিৎসায় ১৫০ জন এন্ডোক্রাইনোলজিস্ট (ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ) রয়েছেন। এ হিসাবে প্রতি ৫৬ হাজার রোগীর সেবায় চিকিৎসক সংখ্যা মাত্র একজন। আর মোট জনসংখ্যা হিসাবে প্রতি ১২ লাখ মানুষের জন্য একজন বিশেষজ্ঞ রয়েছেন। এ ছাড়া দেশে শতকরা ২০ জন মহিলা গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত হয়। যাদের মধ্যে ৬৫ শতাংশই পরবর্তীতে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হয়। এতে করে মায়েদের গর্ভস্থ শিশু আক্রান্তের ঝুঁকি বাড়ছে। 

ডায়াবেটিক সমিতির তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বজুড়ে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা প্রায় ৫৪ কোটি। অথচ ১৯৮৫ সালে এ সংখ্যা ছিল মাত্র ৩ কোটি। এখনই এই রোগ প্রতিরোধ করা না গেলে ২০৪৫ সালের মধ্যে আক্রান্তের সংখ্যা ৭৮ কোটিতে পৌঁছানোর শঙ্কা রয়েছে। 

ডায়াবেটিস ঝুঁকি এড়াতে নিয়মিত খাদ্যাভ্যাসসহ নিয়ন্ত্রিত জীবনযাপন করা জরুরি। পাশাপাশি হাঁটাচলা ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিতে হবে। 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম বলেন, ‘বিষন্নতা ডায়াবেটিস হওয়ার কারণগুলোর মধ্যে একটি। আক্রান্তদের মধ্যে আগে থেকেই বিষন্নতা ছিল। তবে করোনাকালে এই হার আরও বেড়েছে। দীর্ঘদিন থেকে যারা ডায়াবেটিসে ভুগছেন তাঁদের ভবিষ্যতে নানাবিধ মানসিক সমস্যা দেখা দিতে পারে। আবার যারা মানসিক রোগে ভুগছেন তাঁদের ডায়াবেটিস হলে রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ করাও বেশ কঠিন হয়ে পড়ে।’ 

দিবসটি উপলক্ষে সকালে বারডেম থেকে রমনার টেনিস ক্লাব পর্যন্ত সচেতনতামূলক স্লোগান সংবলিত প্লাকার্ড নিয়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে। সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত বারডেম ক্যাম্পাস এবং এনএইচএন ও বিআইএইচএসের বিভিন্ন কেন্দ্র সংলগ্ন স্থানে বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হবে। সকাল সাড়ে ১১টায় বারডেম অডিটোরিয়ামের তৃতীয় তলায় আলোচনাসভা অনুষ্ঠিত হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত