Ajker Patrika

মালদ্বীপে নথিবিহীন বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ মে ২০২২, ১৯: ৩৬
মালদ্বীপে নথিবিহীন বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ

মালদ্বীপে বসবাসরত বৈধ কাগজপত্রহীন বা আনডকুমেন্টেড বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে দেশটির সরকার। সুযোগটি গ্রহণ করতে নথিবিহীন বাংলাদেশিদের প্রতি অনুরোধ জানিয়েছে মালেতে বাংলাদেশ হাইকমিশন। 

এ-সম্পর্কিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ হাইকমিশন জানায়, দেশটির অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয়ের আওতায় অভিবাসীদের বৈধকরণ প্রক্রিয়া চালু রয়েছে। যেসব বাংলাদেশির বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট নেই, তাঁদের দ্রুত ভিসা বা ওয়ার্ক পারমিট সংগ্রহ করে মালদ্বীপে বৈধভাবে কাজ করার অনুরোধ করেছে হাইকমিশন। 

বৈধকরণ প্রক্রিয়ার সুযোগে যদি কেউ বৈধ ভিসা বা ওয়ার্ক পারমিট সংগ্রহ না করেন, তবে তাঁর বিরুদ্ধে মালদ্বীপের আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। শাস্তি এড়াতে বৈধ কাগজপত্রহীন প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জরুরি ভিত্তিতে এ সুযোগ গ্রহণের অনুরোধ জানিয়েছে হাইকমিশন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সুযোগ নিতে হলে মালদ্বীপে বর্তমানে যে যেখানে কাজ করছেন, সেই প্রতিষ্ঠান বা মালিকের মাধ্যমে মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। এ বিষয়ে তথ্য পেতে মালেতে বাংলাদেশ হাইকমিশনে (ফোন-৩৩২০৮৫৯ বা ভাইবার-৭৬১৬৬৩৬) অথবা মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয়ে (ফোন-১৫০০ বা ই-মেইল: xpat@ 1500 help. mv) যোগাযোগ করতে অনুরোধ করেছে হাইকমিশন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত