Ajker Patrika

বিদ্যুৎ খাতের উন্নয়নকে ‘লুটেরা মডেল’ অভিহিত: ওএসডির পর বরখাস্ত হলেন উপসচিব

বিদ্যুৎ খাতের উন্নয়নকে ‘লুটেরা মডেল’ অভিহিত: ওএসডির পর বরখাস্ত হলেন উপসচিব

বিদ্যুৎ খাত সংক্রান্ত মূল্যায়ন প্রতিবেদনে ‘সমালোচনামূলক’ পর্যবেক্ষণ থাকায় উপসচিব মোহাম্মদ মাহিদুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার পর এবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

এর আগে গত ১৭ জুলাই পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সাবেক পরিচালক (উপসচিব) মাহিদুর রহমানকে অসদাচরণের অভিযোগে ওএসডি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অসদাচরণের অভিযোগে তাঁর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিধিমালা অনুযায়ী কর্তৃপক্ষ তাঁকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন মনে করে। সে জন্য এ বিধিমালা অনুযায়ী মোহাম্মদ মাহিদুর রহমানকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

বিদ্যুৎ খাত-সংক্রান্ত মূল্যায়ন প্রতিবেদনে বিদ্যুৎ খাতের উন্নয়নকে ‘লুটেরা মডেল’ অভিহিত করে খাতটি ভারত ও চীনের ব্যবসায়ীদের জন্য অবাধ ক্ষেত্র উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে এ খাতের বিভিন্ন অপ্রয়োজনীয় ব্যয় বর্ধনকারী উদ্যোগের সমালোচনাও ছিল। 

তবে খোঁজ নিয়ে জানা গেছে, এ মূল্যায়ন প্রতিবেদন তৈরির মূল দায়িত্ব ছিল আইএমইডির পরিচালক মাহিদুর রহমানের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত