নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘মেয়েদের ঘরে আটকে রাখা নয়, ইভটিজিং প্রতিরোধের উপায় অপরাধীদের শাস্তি দেওয়া।’ আজ মঙ্গলবার আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে ইউনিসেফ আয়োজিত এক সংলাপে তিনি এ কথা বলেন।
দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের নানা দিক তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার পাঠ্যসূচির পরিবর্তন করা হচ্ছে,৩য় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য কোডিং অন্তর্ভুক্ত করা হচ্ছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, নারী-পুরুষ নির্বিশেষে পরিপূর্ণ বিকাশের সুযোগ তৈরি করার জন্য সরকার নতুন কারিকুলাম পাইলটিং শুরু করতে যাচ্ছে। যেখানে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের পাশাপাশি মানবিক ও সৃজনশীলতাকেও যুক্ত করা হবে। যা শিশু-কিশোরদের বিজ্ঞানমনস্ক করার পাশাপাশি মানবিক, অসাম্প্রদায়িক ও দক্ষ প্রজন্ম তৈরিতে সহায়তা করবে।
নতুন কারিকুলামের পাইলটিংয়ের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের নতুন কারিকুলাম তৈরি হয়েছে। তার পাইলটিং চলছে। ফিডব্যাকও অসাধারণ ভালো। কিন্তু ৬২টি প্রতিষ্ঠানে পাইলটিং করা যত সহজ ৩৩ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বাস্তবায়ন করা ততটা সহজ নয়। অনেকে চ্যালেঞ্জ আছে। রাতারাতি সবকিছু পাল্টে যাবে না। ৪ লক্ষাধিক শিক্ষককে প্রশিক্ষণ দিতে হবে। প্রশিক্ষণ দিলেও সবার নেওয়ার ক্ষমতা এক, তা কিন্তু নয়। সবাই মেধায়ও সমান নয়। এখানে তারতম্য হবে।
অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে বাল্যবিবাহ প্রতিরোধে নারীদের এসএসসি ও এইচএসসির পর শিক্ষক হিসেবে কাজ করার সুযোগ করে দেন, যা নারীদের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারহা কবির, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাতালি চুয়ার্ড, অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত জেরেমি ব্রুয়ারসহ আরও অনেকে।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘মেয়েদের ঘরে আটকে রাখা নয়, ইভটিজিং প্রতিরোধের উপায় অপরাধীদের শাস্তি দেওয়া।’ আজ মঙ্গলবার আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে ইউনিসেফ আয়োজিত এক সংলাপে তিনি এ কথা বলেন।
দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের নানা দিক তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার পাঠ্যসূচির পরিবর্তন করা হচ্ছে,৩য় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য কোডিং অন্তর্ভুক্ত করা হচ্ছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, নারী-পুরুষ নির্বিশেষে পরিপূর্ণ বিকাশের সুযোগ তৈরি করার জন্য সরকার নতুন কারিকুলাম পাইলটিং শুরু করতে যাচ্ছে। যেখানে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের পাশাপাশি মানবিক ও সৃজনশীলতাকেও যুক্ত করা হবে। যা শিশু-কিশোরদের বিজ্ঞানমনস্ক করার পাশাপাশি মানবিক, অসাম্প্রদায়িক ও দক্ষ প্রজন্ম তৈরিতে সহায়তা করবে।
নতুন কারিকুলামের পাইলটিংয়ের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের নতুন কারিকুলাম তৈরি হয়েছে। তার পাইলটিং চলছে। ফিডব্যাকও অসাধারণ ভালো। কিন্তু ৬২টি প্রতিষ্ঠানে পাইলটিং করা যত সহজ ৩৩ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বাস্তবায়ন করা ততটা সহজ নয়। অনেকে চ্যালেঞ্জ আছে। রাতারাতি সবকিছু পাল্টে যাবে না। ৪ লক্ষাধিক শিক্ষককে প্রশিক্ষণ দিতে হবে। প্রশিক্ষণ দিলেও সবার নেওয়ার ক্ষমতা এক, তা কিন্তু নয়। সবাই মেধায়ও সমান নয়। এখানে তারতম্য হবে।
অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে বাল্যবিবাহ প্রতিরোধে নারীদের এসএসসি ও এইচএসসির পর শিক্ষক হিসেবে কাজ করার সুযোগ করে দেন, যা নারীদের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারহা কবির, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাতালি চুয়ার্ড, অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত জেরেমি ব্রুয়ারসহ আরও অনেকে।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। যাতে দলটির ২৪ নেতা–কর্মী নিহত হয়। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয়। ২০১৮ সালে বিচারিক আদালত দুটি মামলারই রায় দেন।
২ ঘণ্টা আগেজাতীয় ঐকমত্যে পৌঁছাতে সহযোগীদের সঙ্গে আলোচনা করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, ‘জাতীয় ঐকমত্য তৈরির দায়িত্ব কেবলমাত্র শুধু জাতীয় ঐকমত্য কমিশনের নয়। আপনারা যারা সংগ্রামে আছেন, যারা আজ আমাদের সঙ্গে কথা বলছেন, আপনারা আপনাদের...
৪ ঘণ্টা আগেবুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকে পূর্বপরিকল্পিত উল্লেখ করে হাইকোর্ট বলেছেন, ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত থাকতে পারেন; শুধু এই অভিযোগে তাঁকে পিটিয়ে হত্যা করেছেন অভিযুক্ত ব্যক্তিরা। কিন্তু কোনো বিবেকসম্পন্ন ব্যক্তির, এমন নির্মম নির্যাতন ও অমানবিকভাবে কাউকে হত্যা করার যুক্তি হতে...
১১ ঘণ্টা আগেকলেজছাত্রীকে ইভটিজিং করে ফেসবুকে ভিডিও ছড়ানোর অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডেমরা থানা-পুলিশ। শনিবার (৩ মে) রাত আনুমানিক সাড়ে ৯টায় ডেমরা সারুলিয়া বাজার এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলোন— মো. রোমান সিকদার (২০) ও শুভ হাওলাদার (২০)।
১৩ ঘণ্টা আগে