অনলাইন ডেস্ক
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, দেশের ১৬ দশমিক ৫২ কোটি মানুষের মোট খাদ্যশস্য গ্রহণের প্রয়োজন ২৩৩ দশমিক ৩৫ লাখ টন। এর মধ্যে ২২১ দশমিক ৪১ লাখ টন চাল ও ১১ দশমিক ৯৪ লাখ টন গম। ২০২১-২২ অর্থবছরে খাদ্যশস্যের উৎপাদন হয়েছে ৩৮৯ দশমিক ২৯ লাখ টন যা চহিদার তুলনায় বেশি।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকার দলীয় সংসদ সদস্য আলী আজমের প্রশ্নের জবাবে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাব দেন মন্ত্রী।
চলতি বছরের ৩০ আগস্ট পর্যন্ত দেশে ১৯ লাখ ৫০ হাজার ৫৩১ টন খাদ্যশস্য মজুত আছে জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার একই এমপির প্রশ্নের জবাবে বলেন, এর মধ্যে ১৭ লাখ ৩৩ হাজার ৩০০ টন চাল, ১ লাখ ৪১ হাজার ১১৮ টন গম ও ১ লাখ ১৭ হাজার ৯৭ টন ধান।
খাদ্যমন্ত্রী জানান, জি টু জি পদ্ধতি রাশিয়া থেকে গম এবং ভারত, মিয়ানমার ও ভিয়েতনাম হতে চাল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশে খাদ্য সংকটের কোনো সম্ভাবনা নেই উল্লেখ করে মন্ত্রী জানান, জাতীয় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নীতি অনুসারে দেশে ১০ দশমিক ৫০ লাখ টন খাদ্যশস্য নিরাপত্তা মজুত রাখার কথা থাকলেও বর্তমানে এর চেয়ে বেশি মজুত রয়েছে।
মসিউর রহমান রাঙ্গার প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, ২০২১-২২ অর্থবছরে ৬৭ লাখ ২ হাজার ৬৮৮ দশমিক ৫ টন গম, ২৭ লাখ ৭৭ হাজার ৪৬৮ দশমিক ৮ টন তেলবীজ, ২৭ লাখ ৮ হাজার ৪৯ টন চিনি, ৩ লাখ ৬৩ হাজার ১০৭ দশমিক ৫ টন মসলা, ১২ লাখ ৪৮ হাজার ৩৯২ দশমিক ৭ টন ডাল, ১২ লাখ ৩৬ হাজার ১৩১ দশমিক ৪ টন ফলমূল, ১ লাখ ৫৬ হাজার ২৪৬ দশমিক ২ টন দুগ্ধজাত পণ্য আমদানি করা হয়েছে।
সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, ২০২১-২২ অর্থ বছরে ১৫ লাখ ৪৪ হাজার ১৪৫ দশমিক ৮ টন চাল, ১৯ লাখ ৯৫ হাজার ৫৩৯ দশমিক ৬ টন ভোজ্য তেল, ৬ লাখ ৯৯ হাজার ১২৯ দশমিক ৩ টন পেঁয়াজ ও ৫৪ হাজার ২৩৭ দশমিক ৬ টন রসুন আমদানি করা হয়েছে।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, দেশের ১৬ দশমিক ৫২ কোটি মানুষের মোট খাদ্যশস্য গ্রহণের প্রয়োজন ২৩৩ দশমিক ৩৫ লাখ টন। এর মধ্যে ২২১ দশমিক ৪১ লাখ টন চাল ও ১১ দশমিক ৯৪ লাখ টন গম। ২০২১-২২ অর্থবছরে খাদ্যশস্যের উৎপাদন হয়েছে ৩৮৯ দশমিক ২৯ লাখ টন যা চহিদার তুলনায় বেশি।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকার দলীয় সংসদ সদস্য আলী আজমের প্রশ্নের জবাবে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাব দেন মন্ত্রী।
চলতি বছরের ৩০ আগস্ট পর্যন্ত দেশে ১৯ লাখ ৫০ হাজার ৫৩১ টন খাদ্যশস্য মজুত আছে জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার একই এমপির প্রশ্নের জবাবে বলেন, এর মধ্যে ১৭ লাখ ৩৩ হাজার ৩০০ টন চাল, ১ লাখ ৪১ হাজার ১১৮ টন গম ও ১ লাখ ১৭ হাজার ৯৭ টন ধান।
খাদ্যমন্ত্রী জানান, জি টু জি পদ্ধতি রাশিয়া থেকে গম এবং ভারত, মিয়ানমার ও ভিয়েতনাম হতে চাল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশে খাদ্য সংকটের কোনো সম্ভাবনা নেই উল্লেখ করে মন্ত্রী জানান, জাতীয় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নীতি অনুসারে দেশে ১০ দশমিক ৫০ লাখ টন খাদ্যশস্য নিরাপত্তা মজুত রাখার কথা থাকলেও বর্তমানে এর চেয়ে বেশি মজুত রয়েছে।
মসিউর রহমান রাঙ্গার প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, ২০২১-২২ অর্থবছরে ৬৭ লাখ ২ হাজার ৬৮৮ দশমিক ৫ টন গম, ২৭ লাখ ৭৭ হাজার ৪৬৮ দশমিক ৮ টন তেলবীজ, ২৭ লাখ ৮ হাজার ৪৯ টন চিনি, ৩ লাখ ৬৩ হাজার ১০৭ দশমিক ৫ টন মসলা, ১২ লাখ ৪৮ হাজার ৩৯২ দশমিক ৭ টন ডাল, ১২ লাখ ৩৬ হাজার ১৩১ দশমিক ৪ টন ফলমূল, ১ লাখ ৫৬ হাজার ২৪৬ দশমিক ২ টন দুগ্ধজাত পণ্য আমদানি করা হয়েছে।
সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, ২০২১-২২ অর্থ বছরে ১৫ লাখ ৪৪ হাজার ১৪৫ দশমিক ৮ টন চাল, ১৯ লাখ ৯৫ হাজার ৫৩৯ দশমিক ৬ টন ভোজ্য তেল, ৬ লাখ ৯৯ হাজার ১২৯ দশমিক ৩ টন পেঁয়াজ ও ৫৪ হাজার ২৩৭ দশমিক ৬ টন রসুন আমদানি করা হয়েছে।
নতুন রাজনৈতিক দল এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে বাস রিকুইজিশনের ঘটনায় সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, এটি পিরোজপুরের ডিসির সিদ্ধান্ত, যেখানে বৈষম্যবিরোধী আন্দোলনের চাপে কিছু বাস বরাদ্দ করা হয়, তবে সরকারি তহবিল থেকে কোনো খরচ
২ ঘণ্টা আগেএনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য বাস রিকুইজিশনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে টিআইবি। সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও গণতান্ত্রিক চেতনার পরিপন্থী এই কর্মকাণ্ড জন্মলগ্নেই এনসিপির ক্ষমতার অপব্যবহারের ইঙ্গিত দেয়। তিনি দলটিকে ভবিষ্যতে এ
২ ঘণ্টা আগেভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন পেশাদার কূটনীতিক রিয়াজ হামিদুল্লাহ। দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর নিয়োগের প্রস্তাবটি সম্মতি দিতে ভারত সময় নিয়েছে তিন মাস।
২ ঘণ্টা আগেইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাদজা লাহবিব তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. মো. নজরুল ইসলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান।
৩ ঘণ্টা আগে