বিশেষ প্রতিনিধি, ঢাকা
ঈদযাত্রায় ঘরমুখো মানুষ, বিশেষ করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে আগামী ঈদুল ফিতরের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করেছে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ওই সুপারিশ আমলে নিয়ে আগামী ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা সংক্রান্ত প্রস্তাবের সার-সংক্ষেপ তৈরি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এর চূড়ান্ত সম্মতি মিললে এবারের ঈদে ছুটি হতে পারে ৬ দিন।
আগামী ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাবটি অনুমোদনের জন্য আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হতে পারে। মন্ত্রিসভার সায় মিললে ঈদের ছুটির আগের দিন অর্থাৎ ৯ এপ্রিল একদিনের ছুটির ঘোষণা করা হবে। তেমনটা হলে এবারের ঈদুল ফিতরের সরকারি ছুটি হবে ৬ দিন। কারণ ছুটির পরদিন অর্থাৎ ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি এবং তার পরদিন ১৪ এপ্রিল পয়লা বৈশাখের ছুটি।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ বা ১১ এপ্রিল দেশে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্যাপিত হবে। তবে সরকার রমজান ৩০ দিন ও ঈদুল ফিতর ১১ এপ্রিল হচ্ছে বিবেচনায় নিয়ে আগামী ১০,১১ ও ১২ এপ্রিল ঈদের ছুটি নির্ধারণ করেছে।
ঈদের ছুটির আগ অবশ্য ৭ এপ্রিল শবে কদরের ছুটি আছে। এই ছুটির পর ৮ ও ৯ এপ্রিল অফিস খোলা। আর সেখানে আগামী ৯ এপ্রিল আরও এক দিন ছুটি বাড়ানোর সুপারিশ করেছে আইন শৃঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। কমিটির সুপারিশ আগামীকাল সোমবার মন্ত্রিসভা বৈঠকেও উপস্থাপন করা হবে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘৯ এপ্রিল ছুটির আওতায় আনা যায় কি না, সেটার একটা সুপারিশ মন্ত্রিপরিষদে যাবে। আগামীকাল সোমবার মন্ত্রিসভার মিটিং আছে, সেই মিটিংয়ে এই কমিটির একটা সুপারিশ যাচ্ছে। আমরা সুপারিশ করেছি, যদি ১১ এপ্রিল ঈদ হয় তাহলে যাওয়ার জন্য মাত্র একদিন সময় পাবে। সে ক্ষেত্রে যানজট বাড়তে পারে। এতে মানুষের দুর্ভোগ বাড়বে।’
আইন শৃঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বৈঠক শেষে ফিরে এ সংক্রান্ত প্রস্তাব তৈরির জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আইন শৃঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশের আলোকে একটি প্রস্তাবের সার-সংক্ষেপ তৈরি করে মন্ত্রিসভায় তোলার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’
এর আগে, ঈদযাত্রায় যানজট, যাত্রী হয়রানি ও সড়কে দুর্ঘটনায় প্রাণহানি কমাতে ৮ ও ৯ এপ্রিল ২ দিন ঈদের ছুটি বাড়ানোর দাবি জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
ঈদযাত্রায় ঘরমুখো মানুষ, বিশেষ করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে আগামী ঈদুল ফিতরের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করেছে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ওই সুপারিশ আমলে নিয়ে আগামী ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা সংক্রান্ত প্রস্তাবের সার-সংক্ষেপ তৈরি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এর চূড়ান্ত সম্মতি মিললে এবারের ঈদে ছুটি হতে পারে ৬ দিন।
আগামী ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাবটি অনুমোদনের জন্য আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হতে পারে। মন্ত্রিসভার সায় মিললে ঈদের ছুটির আগের দিন অর্থাৎ ৯ এপ্রিল একদিনের ছুটির ঘোষণা করা হবে। তেমনটা হলে এবারের ঈদুল ফিতরের সরকারি ছুটি হবে ৬ দিন। কারণ ছুটির পরদিন অর্থাৎ ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি এবং তার পরদিন ১৪ এপ্রিল পয়লা বৈশাখের ছুটি।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ বা ১১ এপ্রিল দেশে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্যাপিত হবে। তবে সরকার রমজান ৩০ দিন ও ঈদুল ফিতর ১১ এপ্রিল হচ্ছে বিবেচনায় নিয়ে আগামী ১০,১১ ও ১২ এপ্রিল ঈদের ছুটি নির্ধারণ করেছে।
ঈদের ছুটির আগ অবশ্য ৭ এপ্রিল শবে কদরের ছুটি আছে। এই ছুটির পর ৮ ও ৯ এপ্রিল অফিস খোলা। আর সেখানে আগামী ৯ এপ্রিল আরও এক দিন ছুটি বাড়ানোর সুপারিশ করেছে আইন শৃঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। কমিটির সুপারিশ আগামীকাল সোমবার মন্ত্রিসভা বৈঠকেও উপস্থাপন করা হবে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘৯ এপ্রিল ছুটির আওতায় আনা যায় কি না, সেটার একটা সুপারিশ মন্ত্রিপরিষদে যাবে। আগামীকাল সোমবার মন্ত্রিসভার মিটিং আছে, সেই মিটিংয়ে এই কমিটির একটা সুপারিশ যাচ্ছে। আমরা সুপারিশ করেছি, যদি ১১ এপ্রিল ঈদ হয় তাহলে যাওয়ার জন্য মাত্র একদিন সময় পাবে। সে ক্ষেত্রে যানজট বাড়তে পারে। এতে মানুষের দুর্ভোগ বাড়বে।’
আইন শৃঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বৈঠক শেষে ফিরে এ সংক্রান্ত প্রস্তাব তৈরির জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আইন শৃঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশের আলোকে একটি প্রস্তাবের সার-সংক্ষেপ তৈরি করে মন্ত্রিসভায় তোলার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’
এর আগে, ঈদযাত্রায় যানজট, যাত্রী হয়রানি ও সড়কে দুর্ঘটনায় প্রাণহানি কমাতে ৮ ও ৯ এপ্রিল ২ দিন ঈদের ছুটি বাড়ানোর দাবি জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
গতকাল শুক্রবার ছিল ছুটির দিন। তাই রাজধানীর বাংলাবাজারের সৃজনশীল প্রকাশনীগুলো বন্ধ থাকার কথা। কিন্তু পরদিন থেকে বইমেলার শুরু; এ কারণে প্রকাশকদের ব্যস্ততার শেষ নেই। পিকআপ ও ভ্যানে ওঠানো হচ্ছে নতুন বই। ছাপা, বাঁধাইয়ের কর্মী, শ্রমিক সবাই ব্যস্ত প্রথম দিনে নতুন বই পাঠকের সামনে তুলে ধরার কাজে। গতকাল রাতভ
৫ ঘণ্টা আগেজ্বালানি তেলের দাম লিটারে এক টাকা বেড়েছে। ১ ফেব্রুয়ারি থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ১ টাকা বেড়ে ১০৫ টাকা, কেরোসিন ১০৪ টাকা থেকে ১০৫ টাকা এবং অকটেন ১২৬ টাকা ও পেট্রল ১২২ টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে...
১০ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন। প্রতিবেদনের বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্ক নেই; এটি শুধুই একটি বলিউডি রোমান্টিক কমেডি। আজ শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস ফেসবুকে তাদের ভেরিফায়েড..
১০ ঘণ্টা আগেমজুরি বৈষম্য দূরীকরণ, চাকরির সুরক্ষা নিশ্চিত ও নিজেদের অধিকার আদায় করতে শুধু সংস্কার কমিশনের সুপারিশ যথেষ্ট নয়, বরং আন্দোলন–সংগ্রামও চালিয়ে যেতে হবে—এমনটাই বলেছেন খোদ সরকারের শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ।
১২ ঘণ্টা আগে