Ajker Patrika

ইন্টারনেটে ২০ লাখ যুবকের কর্মসংস্থান হয়েছে: পলক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

দেশে ইন্টারনেট ভিত্তিক কর্মসংস্থান ২০ লাখে পৌঁছেছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এর মধ্যে ৬ লাখ ৯০ হাজার আইটি ফ্রিল্যান্সার রয়েছেন। তাঁরা প্রায় ১৯০ কোটি মার্কিন ডলার আইসিটি খাত থেকে রপ্তানি আয় করে থাকেন। 

আজ সোমবার দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্ন, জিজ্ঞাসা ও উত্তর, জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১) এর গৃহীত নোটিশসমূহের ওপর আলোচনা, উপস্থানীয় কাগজপত্র এবং মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় প্রতিমন্ত্রী এসব তথ্য জানান। 

প্রতিমন্ত্রী জানান, এই আয় বাড়াতে দেশের প্রত্যেকটি উপজেলার উপজেলা কমপ্লেক্সের ৫ম তলায় প্রায় ২ কোটি টাকা ব্যয়ে জয় ডিজিটাল সার্ভিস এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং সেন্টার করা হচ্ছে। সাশ্রয়ী করতে নতুন জায়গা না নিয়ে কমপ্লেক্স ভবনকে ভার্টিকাল এক্সটেনশন করে এই অত্যাধুনিক প্রশিক্ষণ, ইনকিউবেশন ও ইমপ্লয়মেন্ট সেন্টারটি তৈরি সম্পন্ন হবে। আগামী ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই এগুলোর নির্মাণ কাজ শেষ হবে। সেখান থেকে হাজার হাজার তরুণ-তরুণী প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থান করতে পারবে বলে প্রত্যাশা করা হচ্ছে। 

প্রতিমন্ত্রী আরও জানান, দেশে যেসব মোবাইল ফোন বিক্রি হয়, তার ৯৫ শতাংশ এখানে তৈরি হয়। 

আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর (হবিগঞ্জ-১) সম্পূরক প্রশ্নের উত্তরে তথ্যপ্রযুক্তি (ডাক ও টেলিযোগাযোগ) প্রতিমন্ত্রী জানান, দেশে বর্তমানে ১৯ কোটি মোবাইল সিম গ্রাহক রয়েছে। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি ১৪ লাখ। ইন্টারনেটে ২০ লাখ যুবকের কর্মসংস্থান হয়েছে। আইটিতে কাজ করছে ৬ লাখ ৯০ হাজার যুবক। এরা প্রতি বছর ১৯০ মার্কিন ডলায় আয় করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত